কলকাতা, 7 মার্চ: বিএসএফ ইস্টার্ন কমান্ড এডিজির দায়িত্বে এলেন রবি গান্ধি। যিনি তাঁর পেশাদার দক্ষতা, অটল অঙ্গীকার এবং উৎসর্গের জন্য পরিচিত। বীরত্বের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক, মেধাবী পরিষেবার জন্য পুলিশ পদক, অতি উৎকৃষ্ট সেবা পদক-সহ বাহিনীতে তাঁর নিরলস প্রচেষ্টা এবং অবদানের জন্য অসংখ্য পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। এবার তিনিই সামলাবেন বিএসএফ ইস্টার্ন কমান্ড।
বুধবার কলকাতায় এসে তিনি তাঁর দায়িত্ব গ্রহণ করেছেন। ইস্টার্ন কমান্ড সদর দফতর কলকাতায় তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। তিনি ইস্টার্ন কমান্ডের সমস্ত অফিসারদের সঙ্গে মত বিনিময় করেন। তাঁকে স্টাফ অফিসাররা বিস্তারিত তথ্য জানান। রবি গান্ধি সমস্ত আধিকারিকদের দেশপ্রেমের পূর্ণ চেতনায় পূর্ণ নিষ্ঠা, ন্যায়পরায়ণতা এবং অঙ্গীকারের সংগে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন। গত 7 বছর ধরে আইপিএস সোনালী মিশ্র বিএসএফ ইস্টার্ন কমান্ড এডিজির দায়িত্বে সামলেছেন।
গত 28 ফেব্রুয়ারি তিনি মধ্যপ্রদেশ পুলিশে যোগ দিয়েছেন। তারপর থেকেই বিএসএফ ইস্টার্ন কমান্ড এডিজি কলকাতা পদ ফাঁকা ছিল। সেই দায়িত্ব গ্রহণ করলেন রবি গান্ধি। বিএসএফ ইস্টার্ন কমান্ড মূলত বাংলাদেশ সীমান্ত দেখভালের দায়িত্ব পালন করেন, যা অত্যন্ত স্পর্শকাতর জায়গা। সূত্রের খবর, বিএসএফ-এর 5টি রাজ্য এই সীমান্ত পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের সঙ্গেজুড়ে রয়েছে। এই মুহূর্তে মণিপুরের বিদ্যমান অশান্তিতে শান্তি বজায় রাখার দায়িত্ব রয়েছে বিএসএফ। যা শুধুমাত্র এই কলকাতা সদর দফতর থেকে পরিচালনা করা হচ্ছে।
রবি গান্ধি 1986 ব্যাচের একজন বিএসএফ অফিসার। গত 37 বছরেরও বেশি সময় ধরে জাতির জন্য নিখুঁত এবং প্রতিশ্রুতিবদ্ধ পরিষেবা দিচ্ছেন। তিনি 1 অক্টোবর, 2023-এ এডিজি পদে উন্নীত হন। বিএসএফ-এর স্টাফ, প্রশিক্ষণ এবং অপারেশনে বিভিন্ন মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতের পূর্বাঞ্চলের পাশাপাশি বিএসএফ-এর পশ্চিম সীমান্ত এলাকায় তাঁর দায়িত্ব পালন করেছেন। মাতৃভূমির সেবায় তাঁর পেশাদার দক্ষতা, অটল অঙ্গীকার এবং উৎসর্গের জন্য পরিচিত। বিএসএফ-এ নির্দেশনামূলক, অপারেশনাল এবং স্টাফ ভূমিকায় অত্যন্ত মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি 1996 থেকে 1997 সাল পর্যন্ত বসনিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কাজ করেছেন।
রবি গান্ধি বিএসএফ-এর অফিসারদের মধ্যে পরিচিত মুখ। তাঁর কর্মজীবনে, উৎসর্গ, কঠোর প্রতিশ্রুতি এবং অধ্যাবসায়ের স্বীকৃতিস্বরূপ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। যার মধ্যে রয়েছে পিপিএমজি (বীরত্বের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক), পিপিএমডিএস (বিশেষ পরিষেবার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক), পিএমএমএস (মেধাবী পরিষেবার জন্য পুলিশ পদক), অতি উৎকৃষ্ট সেবা পদক এবং বাহিনীতে তাঁর নিরলস প্রচেষ্টা এবং দায়িত্বের প্রতি তাঁর দক্ষতা ৷
আরও পড়ুন: