কলকাতা, 16 মে: দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ৷ তবে গরমের অনুভূতি দূর হল বলা যাবে না । আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের পরিস্থিতি চলবে । আপাতত সাতদিন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কোনও সতর্কবার্তা নেই । ঘূর্ণিঝড়ের আশঙ্কার জল্পনা ছড়ালেও ভারতের মৌসম ভবন এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি । তবে মে মাস বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরির সময় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস :
আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 এবং 26 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।
আজও কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় । 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে । সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা । ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ সব জেলায় । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে ।
শনি ও রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে । দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে । সোমবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া ও মুর্শিদাবাদে ।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস :
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির দাপট বেশি থাকবে উপরের পাঁচজেলায় । শনিবার পর্যন্ত দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইবে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি জেলায় ।
রবি ও সোমবার ঝড়ের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে । তবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের দু-এক জায়গায় । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ।
গতকালের তাপমাত্রার রেকর্ড :
বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 85 এবং সর্বনিম্ন 58 শতাংশ ।