কলকাতা, 11 জুন: ভ্যাপসা গরমে জেরবার দক্ষিণবঙ্গ। বর্ষা প্রবেশ করলেও গরম থেকে ছাড় নেই উত্তরবঙ্গে। পরিস্থিতি এতটাই আর্দ্রতাজনিত অস্বস্তিকর যে, পাহাড়েও ফ্যান এবং শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র চালাতে হচ্ছে ৷
মৌসুমি বায়ু হঠাৎ দুর্বল হয়ে পড়ায় সোমবার থেকে উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল কার্যত পুড়ছে ৷ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনও ইঙ্গিত এখনও আলিপুর আবহাওয়া দফতর দিতে পারেনি ৷ চলতি মাসের তৃতীয় সপ্তাহের পর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস ৷ তবে ভ্রু কুচকানো পরিস্থিতি উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় ৷ গরম থেকে মুক্তি পেতে মানুষ ছুটছে দার্জিলিং এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে। কিন্তু সেখানকার তাপমাত্রাও চোখ কপালে তোলার মত ৷
মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস ৷ কালিম্পংয়ে 27 ডিগ্রি সেলসিয়াস, গ্যাংটকে 26.4 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের সমতলে শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 37.9 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে 37.2 ডিগ্রি সেলসিয়াস। তবে উত্তরবঙ্গের সব জেলায় আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ হলুদ সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।
আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে ৷ ফলে বর্ষার প্রবেশে বিলম্ব হলেও কমবেশী ঝড়-বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে দক্ষিণবঙ্গে চলবে।
বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে।
সোমবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশী। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 92 শতাংশ এবং সর্বনিম্ন 60 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 5.8 মিলিমিটার।