ETV Bharat / state

আলো-ফুলের মেলায় সেজে উঠেছে মন্দির, মায়াপুরের ইসকনে পালিত রাধাষ্টমী - Mayapur Radhastami

Radhastami Utsav: মহাসমারোহের সঙ্গে মায়াপুরের ইসকনে পালিত হল রাধাষ্টমী উৎসব ৷ মঙ্গলবার অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয় রাধাষ্টমী ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 6:45 PM IST

Radhastami Utsav
মায়াপুরের ইসকনে পালিত হল রাধাষ্টমী (নিজস্ব চিত্র)

মায়াপুর, 11 সেপ্টেম্বর: প্রথা মেনে ধুমধামের সঙ্গে মায়াপুর ইসকনে পালিত হল রাধাষ্টমী মহোৎসব ৷ মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে রাধাষ্টমীর শুভ সূচনা হয় । বুধবার ভোরে প্রথমে দর্শনারতি, তারপর মঙ্গলারতি করা হয় ৷ এরপর হরিনাম সংকীর্তন ও মহাভিষেকের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় ।

রাধাষ্টমীতে সেজে উঠেছে মায়াপুর (ইটিভি ভারত)

এদিন দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত সমবেত হয় ইসকনের চন্দ্রদয় মন্দিরে । ভোর থেকে শুরু হওয়া রাধাষ্টমী অনুষ্ঠান চলবে রাত 9 টা পর্যন্ত । এই অনুষ্ঠানের জন্য আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে ইসকনের মন্দিরকে ৷ রাধাষ্টমী মহোৎসবের সঙ্গে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীরও ৷

অন্যান্য দিনের তুলনায় এদিনও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয় ভক্তদের কথা মাথায় রেখে । এ বিষয়ে নবদ্বীপ মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, "আমরা প্রতিবছরই রাধারানীর এই জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকি । দেশ-বিদেশের বিভিন্ন ইসকনের এই দিনটি পালন করা হয় ।"

পাশাপাশি তিনি আরও বলেন, "শ্রীকৃষ্ণ এবং রাধারানী অভিন্ন নন । তারা একের মধ্যে দুই এবং দুইয়ের মধ্যে এক । তেতা যুগে রামচন্দ্র যেমন তাঁর সঙ্গিনী সীতাকে নিয়ে এসেছিলেন ৷ ঠিক তেমনই দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ তাঁর সঙ্গিনী রাধারানীকে নিয়ে আবির্ভাব হয়েছেন । রাধারানীর কৃষ্ণের প্রতি যে পবিত্র ভালোবাসা, সেই ভালোবাসার ছোঁয়া যদি ভক্তরা বিন্দুমাত্র গ্রহণ করতে পারে তাহলে বিশ্বব্যাপী শান্তির বাতাবরণ সৃষ্টি হবে ।" পাশাপাশি তিনি রাধারানীকে অনুসরণ করে বলেন, "মাতৃ শক্তি দেশে যেন আরও বৃদ্ধি পায় । আর মাতৃশক্তি বৃদ্ধি পেলে তবেই কলিযুগের ভক্তরা শান্তি লাভ করবে ।"

মায়াপুর, 11 সেপ্টেম্বর: প্রথা মেনে ধুমধামের সঙ্গে মায়াপুর ইসকনে পালিত হল রাধাষ্টমী মহোৎসব ৷ মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে রাধাষ্টমীর শুভ সূচনা হয় । বুধবার ভোরে প্রথমে দর্শনারতি, তারপর মঙ্গলারতি করা হয় ৷ এরপর হরিনাম সংকীর্তন ও মহাভিষেকের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় ।

রাধাষ্টমীতে সেজে উঠেছে মায়াপুর (ইটিভি ভারত)

এদিন দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত সমবেত হয় ইসকনের চন্দ্রদয় মন্দিরে । ভোর থেকে শুরু হওয়া রাধাষ্টমী অনুষ্ঠান চলবে রাত 9 টা পর্যন্ত । এই অনুষ্ঠানের জন্য আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে ইসকনের মন্দিরকে ৷ রাধাষ্টমী মহোৎসবের সঙ্গে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীরও ৷

অন্যান্য দিনের তুলনায় এদিনও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয় ভক্তদের কথা মাথায় রেখে । এ বিষয়ে নবদ্বীপ মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, "আমরা প্রতিবছরই রাধারানীর এই জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকি । দেশ-বিদেশের বিভিন্ন ইসকনের এই দিনটি পালন করা হয় ।"

পাশাপাশি তিনি আরও বলেন, "শ্রীকৃষ্ণ এবং রাধারানী অভিন্ন নন । তারা একের মধ্যে দুই এবং দুইয়ের মধ্যে এক । তেতা যুগে রামচন্দ্র যেমন তাঁর সঙ্গিনী সীতাকে নিয়ে এসেছিলেন ৷ ঠিক তেমনই দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ তাঁর সঙ্গিনী রাধারানীকে নিয়ে আবির্ভাব হয়েছেন । রাধারানীর কৃষ্ণের প্রতি যে পবিত্র ভালোবাসা, সেই ভালোবাসার ছোঁয়া যদি ভক্তরা বিন্দুমাত্র গ্রহণ করতে পারে তাহলে বিশ্বব্যাপী শান্তির বাতাবরণ সৃষ্টি হবে ।" পাশাপাশি তিনি রাধারানীকে অনুসরণ করে বলেন, "মাতৃ শক্তি দেশে যেন আরও বৃদ্ধি পায় । আর মাতৃশক্তি বৃদ্ধি পেলে তবেই কলিযুগের ভক্তরা শান্তি লাভ করবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.