কলকাতা, 16 জুলাই: অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ উঠল এলাকার প্রোমোটারের বিরুদ্ধে ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে তপসিয়া থানা এলাকায় ৷ স্থানীয় প্রোমোটারের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অন্তঃসত্ত্বা । অভিযুক্ত প্রোমোটারের নাম অপু দাস ৷ তদন্তে নেমে যদিও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণীর স্বামী স্থানীয় প্রোমোটার অপু দাসের থেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন ৷ ফ্ল্যাটের দাম প্রায় 24 লক্ষ টাকা ৷ মাসখানেক আগে প্রায় তিন লক্ষ টাকা বাকি রেখে প্রোমোটার অপুর থেকে ফ্ল্যাটের চাবি নিয়ে সেখানে থাকতে শুরু করেন অভিযোগকারীনি ও তাঁর স্বামী ৷ জানা গিয়েছে, অভিযোগকারিণী সাত মাসের অন্তঃসত্ত্বা ৷
প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ, ফ্ল্যাটে ঢোকার পর থেকেই প্রোমোটার অপু দাসের তরফ থেকে বকেয়া টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল ৷ এদিকে অন্তঃসত্ত্বা মহিলার পরিবারের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ফ্ল্যাটের অনেক কাজ এখনও করেনি অপু দাস ৷ ফ্ল্যাটের সিঁড়ি রঙ করা হয়নি ৷ পাশাপাশি ফ্ল্যাটে লিফট থাকবে বলা হলেও এখনও সেখানে লিফট চালু করা হয়নি ৷ তাই প্রোমোটার অপু দাসকে ফ্ল্যাটের বকেয়া কাজ সম্পূর্ণ হওয়ার পর বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা বলা হয় ৷ এরপর সোমবার রাতে অপু ও তাঁর অনুগামীরা অভিযোগকারিণীর ফ্ল্যাটে ঢুকে তাঁকে ধাক্কা দেয় ৷ পাশাপাশি তাঁর স্বামীকে রাস্তায় ফেলে মারধর করা হয় ৷
ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার স্থানীয় তপসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে ৷ পাশাপাশি রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় ৷ তবে তদন্তে নেমে পুলিশ এখনও কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি ৷