ETV Bharat / state

গরহাজির 2 অভিযুক্ত, কয়লাপাচার মামলায় পিছিয়ে গেল চার্জ গঠনের প্রক্রিয়া - Coal Smuggling Case

Coal Smuggling Case: কয়লাপাচার মামলায় পিছিয়ে গেল চার্জ গঠনের প্রক্রিয়া ৷ দুই অভিযুক্তের অনুপস্থিতির কারণে আজ প্রক্রিয়া শুরু করা যায়নি ৷ তবে, আগামী শুনানিতে সকলের উপস্থিতি বাধ্যতামূলক বলে নির্দেশ দিয়েছেন সিবিআই আদালতের বিচারক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 12:32 PM IST

Updated : May 21, 2024, 2:11 PM IST

ETV BHARAT
সিবিআই আদালতে অনুপ মাজি ওরফে লালা ৷ (নিজস্ব চিত্র)
কয়লাপাচার মামলায় পিছিয়ে গেল চার্জ গঠনের প্রক্রিয়া (ইটিভি ভারত)

আসানসোল, 21 মে: বেআইনি কয়লাপাচার-কাণ্ডে চার্জ গঠন করা গেল না ৷ মঙ্গলবার চূড়ান্ত চার্জ গঠনের কথা থাকলেও দুই অভিযুক্ত জয়দেব মণ্ডল এবং নারায়ণ খারকা গরহাজির থাকায় চার্জ গঠন করা যায়নি ৷ পাশাপাশি, কেন এই মামলার তদন্তে এত দেরি হচ্ছে ? সে বিষয়ে প্রশ্ন তুললেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ৷ অভিযুক্তদের আইনজীবীরা এদিন আদালতে দাবি করেন, তাঁরা এখনও পর্যন্ত চার্জশিটের কপি পাননি ৷ চার্জশিটের কপি না-পেলে সেখানে কী লেখা আছে ? তা না-জানা গেলে চার্জ গঠনের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলেও মঙ্গলবার আদালতে জানান তাঁরা ৷ মামলার পরবর্তী শুনানি আগামী 3 জুলাই হবে ৷

মঙ্গলবার বেআইনি কয়লাপাচার-কাণ্ডের চার্জ গঠনের দিন ছিল ৷ এখনও যে দু’টি চার্জশিট জমা দিয়েছে সিবিআই, সেখানে মোট 43 জন অভিযুক্তের নাম ছিল ৷ সেই 43 জনের মধ্যে মূল অভিযুক্ত অনুপ মাজি-সহ মোট 39 জন এদিন আদালতে হাজির হয়েছিলেন ৷ দুই অভিযুক্ত জয়দেব মণ্ডল এবং নারায়ণ খারকা উপস্থিত ছিলেন না ৷ বাকি দু’জন গুরুপদ মাজি এবং সিআইএসএফ জওয়ান মুকেশ কুমার তিহাড়ে জেলে বন্দি ৷ উল্লেখ্য, অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও পলাতক ৷ তিনি বিদেশে গা ঢাকা দিয়ে আছেন বলে খবর ৷

তবে, অভিযুক্ত জয়দেব মণ্ডল এবং নারায়ণ খারকার অনুপস্থিতি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বিচারক ৷ তাঁরা কোর্টে কেন অনুপস্থিত ? বিচারক তা তাঁদের আইনজীবীদের কাছে জানতে চান ৷ ওই দুই অভিযুক্তের আইনজীবীরা জানান, দু’জনেই অসুস্থ ৷ সেই কারণেই চার্জ গঠনের শুনানিতে উপস্থিত থাকতে পারেননি ৷ যা শুনে বেজায় ক্ষুব্ধ হন বিচারক ৷ তিনি উল্লেখ করেন, "এই দু’জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল একটাই শর্তে ৷ যখনই আদালতে তলব করা হবে, তাঁদের উপস্থিত থাকতে হবে ৷ যে কোনও পরিস্থিতিতে তাঁরা আদালতের নির্দেশ পালনে বাধ্য ৷ এভাবে অসুস্থ রয়েছে বলে দু’টো মেডিক্যাল সার্টিফিকেট পাঠিয়ে দিলে চলবে না ৷ এই দু’জনের জন্য বাকিরা উপস্থিত থাকলেও চার্জ গঠন করা যাচ্ছে না ৷ পরবর্তী শুনানির দিন অবশ্যই তাঁদের কোর্টে আসতে হবে ৷ অসুস্থ থাকলে প্রয়োজনে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে ৷"

তবে, কয়লাপাচার-কাণ্ডে সিবিআই-এর তদন্ত প্রক্রিয়া নিয়েও এদিন ক্ষোভপ্রকাশ করেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ৷ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক উমেশ কুমারের কাছে বিচারক জানতে চান, "এই তদন্ত প্রক্রিয়া আর কতদিন চলবে ? আর কি সিবিআই কোনও নতুন করে চার্জশিট জমা দেবে ?"

উমেশ কুমার জানিয়েছেন, আরও একটি চার্জশিট জমা করা হবে ৷ বিচারক পুনরায় প্রশ্ন করেন, তারপরেও কি কোনও চার্জশিট জমা করার সম্ভাবনা রয়েছে ? উত্তরে উমেশ কুমার জানান, দিতেও পারে ৷ পাশাপাশি, আরও নতুন নাম এফআইআরে জুড়তে পারে ৷ এরপরেই ক্ষুব্ধ হন বিচারক ৷ তিনি প্রশ্ন করেন, "প্রায় আড়াই বছর ধরে এই তদন্ত চলছে ৷ এতদিন পর্যন্ত এফআইআরে নাম কেন আসেনি ? কতদিন চলবে এই তদন্ত প্রক্রিয়া ? সত্তরোর্ধ্ব মানুষজন তিন মাসের উপর জেল খেটেছেন ৷ তাঁদের অধিকার রয়েছে বিচার পাওয়ার ৷ তদন্ত প্রক্রিয়া এত দীর্ঘায়িত কেন ?

অভিযুক্তদের আইনজীবীরাও আদালতে এদিন দাবি করেন, তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হোক ও শুনানি শুরু হোক ৷ অন্যদিকে, অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেছেন, তাঁরা কেউই এখনও চার্জশিটের কপি হাতে পাননি ৷ যার প্রেক্ষিতে, বিচারক তাদের আদালত থেকে সফট কপি সংগ্রহ করতে বলেন ৷ কিন্তু, প্রায় পঁচিশ হাজার পাতার এই চার্জশিটের সফট কপি নেওয়ার ক্ষেত্রেও নানা সমস্যা হতে পারে বলে আইনজীবীরা বিচারককে জানান ৷ যদিও শেষ পর্যন্ত কোর্ট থেকে সফট কপি দেওয়া হবে এমনই সিদ্ধান্ত হয়েছে ৷

পরবর্তী শুনানির তারিখ 3 জুলাই ধার্য হয়েছে বলে জানিয়েছেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ৷ সেই তারিখে সমস্ত অভিযুক্তদের তিনি হাজির থাকার নির্দেশ দিয়েছেন ৷ যদি কেউ উপস্থিত না-থাকেন, তা হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সিবিআই আদালতের বিচারক ৷

আরও পড়ুন:

  1. কেন আত্মসমর্পণ ? কী শর্তেই বা জামিন কয়লাপাচার মামলায় মূল অভিযুক্ত পেলেন লালা !
  2. কয়লাপাচার মামলায় 'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, লোকসভা ভোটের আগে দিল্লিতে ডাক নয়
  3. কয়লাপাচার চক্রে রাজ্যের এক ডজন জায়গায় তল্লাশি সিবিআইয়ের, আটক লালা ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত কনস্টেবল!

কয়লাপাচার মামলায় পিছিয়ে গেল চার্জ গঠনের প্রক্রিয়া (ইটিভি ভারত)

আসানসোল, 21 মে: বেআইনি কয়লাপাচার-কাণ্ডে চার্জ গঠন করা গেল না ৷ মঙ্গলবার চূড়ান্ত চার্জ গঠনের কথা থাকলেও দুই অভিযুক্ত জয়দেব মণ্ডল এবং নারায়ণ খারকা গরহাজির থাকায় চার্জ গঠন করা যায়নি ৷ পাশাপাশি, কেন এই মামলার তদন্তে এত দেরি হচ্ছে ? সে বিষয়ে প্রশ্ন তুললেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ৷ অভিযুক্তদের আইনজীবীরা এদিন আদালতে দাবি করেন, তাঁরা এখনও পর্যন্ত চার্জশিটের কপি পাননি ৷ চার্জশিটের কপি না-পেলে সেখানে কী লেখা আছে ? তা না-জানা গেলে চার্জ গঠনের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলেও মঙ্গলবার আদালতে জানান তাঁরা ৷ মামলার পরবর্তী শুনানি আগামী 3 জুলাই হবে ৷

মঙ্গলবার বেআইনি কয়লাপাচার-কাণ্ডের চার্জ গঠনের দিন ছিল ৷ এখনও যে দু’টি চার্জশিট জমা দিয়েছে সিবিআই, সেখানে মোট 43 জন অভিযুক্তের নাম ছিল ৷ সেই 43 জনের মধ্যে মূল অভিযুক্ত অনুপ মাজি-সহ মোট 39 জন এদিন আদালতে হাজির হয়েছিলেন ৷ দুই অভিযুক্ত জয়দেব মণ্ডল এবং নারায়ণ খারকা উপস্থিত ছিলেন না ৷ বাকি দু’জন গুরুপদ মাজি এবং সিআইএসএফ জওয়ান মুকেশ কুমার তিহাড়ে জেলে বন্দি ৷ উল্লেখ্য, অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও পলাতক ৷ তিনি বিদেশে গা ঢাকা দিয়ে আছেন বলে খবর ৷

তবে, অভিযুক্ত জয়দেব মণ্ডল এবং নারায়ণ খারকার অনুপস্থিতি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বিচারক ৷ তাঁরা কোর্টে কেন অনুপস্থিত ? বিচারক তা তাঁদের আইনজীবীদের কাছে জানতে চান ৷ ওই দুই অভিযুক্তের আইনজীবীরা জানান, দু’জনেই অসুস্থ ৷ সেই কারণেই চার্জ গঠনের শুনানিতে উপস্থিত থাকতে পারেননি ৷ যা শুনে বেজায় ক্ষুব্ধ হন বিচারক ৷ তিনি উল্লেখ করেন, "এই দু’জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল একটাই শর্তে ৷ যখনই আদালতে তলব করা হবে, তাঁদের উপস্থিত থাকতে হবে ৷ যে কোনও পরিস্থিতিতে তাঁরা আদালতের নির্দেশ পালনে বাধ্য ৷ এভাবে অসুস্থ রয়েছে বলে দু’টো মেডিক্যাল সার্টিফিকেট পাঠিয়ে দিলে চলবে না ৷ এই দু’জনের জন্য বাকিরা উপস্থিত থাকলেও চার্জ গঠন করা যাচ্ছে না ৷ পরবর্তী শুনানির দিন অবশ্যই তাঁদের কোর্টে আসতে হবে ৷ অসুস্থ থাকলে প্রয়োজনে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে ৷"

তবে, কয়লাপাচার-কাণ্ডে সিবিআই-এর তদন্ত প্রক্রিয়া নিয়েও এদিন ক্ষোভপ্রকাশ করেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ৷ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক উমেশ কুমারের কাছে বিচারক জানতে চান, "এই তদন্ত প্রক্রিয়া আর কতদিন চলবে ? আর কি সিবিআই কোনও নতুন করে চার্জশিট জমা দেবে ?"

উমেশ কুমার জানিয়েছেন, আরও একটি চার্জশিট জমা করা হবে ৷ বিচারক পুনরায় প্রশ্ন করেন, তারপরেও কি কোনও চার্জশিট জমা করার সম্ভাবনা রয়েছে ? উত্তরে উমেশ কুমার জানান, দিতেও পারে ৷ পাশাপাশি, আরও নতুন নাম এফআইআরে জুড়তে পারে ৷ এরপরেই ক্ষুব্ধ হন বিচারক ৷ তিনি প্রশ্ন করেন, "প্রায় আড়াই বছর ধরে এই তদন্ত চলছে ৷ এতদিন পর্যন্ত এফআইআরে নাম কেন আসেনি ? কতদিন চলবে এই তদন্ত প্রক্রিয়া ? সত্তরোর্ধ্ব মানুষজন তিন মাসের উপর জেল খেটেছেন ৷ তাঁদের অধিকার রয়েছে বিচার পাওয়ার ৷ তদন্ত প্রক্রিয়া এত দীর্ঘায়িত কেন ?

অভিযুক্তদের আইনজীবীরাও আদালতে এদিন দাবি করেন, তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হোক ও শুনানি শুরু হোক ৷ অন্যদিকে, অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেছেন, তাঁরা কেউই এখনও চার্জশিটের কপি হাতে পাননি ৷ যার প্রেক্ষিতে, বিচারক তাদের আদালত থেকে সফট কপি সংগ্রহ করতে বলেন ৷ কিন্তু, প্রায় পঁচিশ হাজার পাতার এই চার্জশিটের সফট কপি নেওয়ার ক্ষেত্রেও নানা সমস্যা হতে পারে বলে আইনজীবীরা বিচারককে জানান ৷ যদিও শেষ পর্যন্ত কোর্ট থেকে সফট কপি দেওয়া হবে এমনই সিদ্ধান্ত হয়েছে ৷

পরবর্তী শুনানির তারিখ 3 জুলাই ধার্য হয়েছে বলে জানিয়েছেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ৷ সেই তারিখে সমস্ত অভিযুক্তদের তিনি হাজির থাকার নির্দেশ দিয়েছেন ৷ যদি কেউ উপস্থিত না-থাকেন, তা হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সিবিআই আদালতের বিচারক ৷

আরও পড়ুন:

  1. কেন আত্মসমর্পণ ? কী শর্তেই বা জামিন কয়লাপাচার মামলায় মূল অভিযুক্ত পেলেন লালা !
  2. কয়লাপাচার মামলায় 'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, লোকসভা ভোটের আগে দিল্লিতে ডাক নয়
  3. কয়লাপাচার চক্রে রাজ্যের এক ডজন জায়গায় তল্লাশি সিবিআইয়ের, আটক লালা ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত কনস্টেবল!
Last Updated : May 21, 2024, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.