ETV Bharat / state

টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার, টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের নিয়ে যাওয়ার অভিযোগ

TET Candidates Protest: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হল সল্টলেকের করুণাময়ীতে ৷ টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের গাড়িতে তোলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ চাকরি ও অন্যান্য দাবিতে এ দিন বিক্ষোভ দেখায় টেট উত্তীর্ণরা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 3:47 PM IST

Updated : Feb 27, 2024, 6:13 PM IST

TET Candidates Protest
টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের
চাকরিপ্রার্থীদের এপিসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

সল্টলেক, 27 ফেব্রুয়ারি: 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এপিসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেক। টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ মঙ্গলবার করুণাময়ী মেট্রো স্টেশনে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বিক্ষোভে নামার পরই বিধাননগর পুলিশ তাঁদের আটকে দেয়। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় চাকরিপ্রার্থীদের। রণক্ষেত্রের চেহারা নেয় করুণাময়ী চত্বর ৷

2022 প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে এদিন এপিসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল ৷ সেই অভিযানে পুলিশি বাধার অভিযোগ ৷ যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । লোকসভা ভোটের আগে ন্যূনতম 50 হাজার শূন্যপদে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের অবিলম্বে ইন্টারভিউ ও নোটিশের দাবিতে এদিন অভিযানের ডাক দেওয়া হয় ৷

টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দাবিগুলি হল -

  • টেট 2023-এর ফলপ্রকাশের আগে, ছ'বছর বঞ্চিত টেট-2022 পাশদের সুযোগ দিতে হবে এবং সমস্ত জেলার আপ টু ডেট শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে ।
  • আরটিই অ্যাক্ট মেনে সমস্ত প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি যুক্ত করে ছাত্র-শিক্ষক অনুপাতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে ।
  • পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির প্রতিশ্রুতি অনুযায়ী, বছরে দু'বার প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে ।
  • টেটে-2022 পাশ করা সকলের নাম, রোল নং, ট্রেনিং ধরন, টেট মার্কস, কাস্ট, ক্যাটাগরি, যাবতীয় তথ্য পিডিএফ আকারে প্রকাশিত করতে হবে।
  • বি.এড/বিএড(স্পেশাল এডুকেশন), সার্টিফিকেট/ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন/বি.পি.এড এবং এনআইওএস-এর ট্রেনিং দিয়ে টেট পাশ করা প্রার্থীদের এলিজিবিলিটি সার্টিফিকেট নোটিফিকেশন দিয়ে বাতিল করতে হবে ।
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক্সেজটেড ক্যাটগরিতে শূন্যপদ পূরণ করতে পর্যাপ্ত প্রার্থী পাওয়া না-গেলে বাকি থাকা শূন্যপদ নন-এক্সেম্পটেড ক্যাটেগরির প্রার্থী দিয়ে পূরণ করতে হবে ।

আরও পড়ুন:

  1. বছরের শুরুতেই নিয়োগের দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, ডেপুটেশন জমা বিকাশ ভবনে
  2. টেট উত্তীর্ণদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার হাওড়ায়, পুলিশি হেনস্থার অভিযোগ পরীক্ষার্থীদের
  3. টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা আন্দোলনকারীদের

চাকরিপ্রার্থীদের এপিসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

সল্টলেক, 27 ফেব্রুয়ারি: 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এপিসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেক। টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ মঙ্গলবার করুণাময়ী মেট্রো স্টেশনে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বিক্ষোভে নামার পরই বিধাননগর পুলিশ তাঁদের আটকে দেয়। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় চাকরিপ্রার্থীদের। রণক্ষেত্রের চেহারা নেয় করুণাময়ী চত্বর ৷

2022 প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে এদিন এপিসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল ৷ সেই অভিযানে পুলিশি বাধার অভিযোগ ৷ যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । লোকসভা ভোটের আগে ন্যূনতম 50 হাজার শূন্যপদে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের অবিলম্বে ইন্টারভিউ ও নোটিশের দাবিতে এদিন অভিযানের ডাক দেওয়া হয় ৷

টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দাবিগুলি হল -

  • টেট 2023-এর ফলপ্রকাশের আগে, ছ'বছর বঞ্চিত টেট-2022 পাশদের সুযোগ দিতে হবে এবং সমস্ত জেলার আপ টু ডেট শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে ।
  • আরটিই অ্যাক্ট মেনে সমস্ত প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি যুক্ত করে ছাত্র-শিক্ষক অনুপাতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে ।
  • পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির প্রতিশ্রুতি অনুযায়ী, বছরে দু'বার প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে ।
  • টেটে-2022 পাশ করা সকলের নাম, রোল নং, ট্রেনিং ধরন, টেট মার্কস, কাস্ট, ক্যাটাগরি, যাবতীয় তথ্য পিডিএফ আকারে প্রকাশিত করতে হবে।
  • বি.এড/বিএড(স্পেশাল এডুকেশন), সার্টিফিকেট/ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন/বি.পি.এড এবং এনআইওএস-এর ট্রেনিং দিয়ে টেট পাশ করা প্রার্থীদের এলিজিবিলিটি সার্টিফিকেট নোটিফিকেশন দিয়ে বাতিল করতে হবে ।
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক্সেজটেড ক্যাটগরিতে শূন্যপদ পূরণ করতে পর্যাপ্ত প্রার্থী পাওয়া না-গেলে বাকি থাকা শূন্যপদ নন-এক্সেম্পটেড ক্যাটেগরির প্রার্থী দিয়ে পূরণ করতে হবে ।

আরও পড়ুন:

  1. বছরের শুরুতেই নিয়োগের দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, ডেপুটেশন জমা বিকাশ ভবনে
  2. টেট উত্তীর্ণদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার হাওড়ায়, পুলিশি হেনস্থার অভিযোগ পরীক্ষার্থীদের
  3. টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা আন্দোলনকারীদের
Last Updated : Feb 27, 2024, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.