সল্টলেক, 27 ফেব্রুয়ারি: 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এপিসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেক। টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ মঙ্গলবার করুণাময়ী মেট্রো স্টেশনে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বিক্ষোভে নামার পরই বিধাননগর পুলিশ তাঁদের আটকে দেয়। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় চাকরিপ্রার্থীদের। রণক্ষেত্রের চেহারা নেয় করুণাময়ী চত্বর ৷
2022 প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে এদিন এপিসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল ৷ সেই অভিযানে পুলিশি বাধার অভিযোগ ৷ যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । লোকসভা ভোটের আগে ন্যূনতম 50 হাজার শূন্যপদে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের অবিলম্বে ইন্টারভিউ ও নোটিশের দাবিতে এদিন অভিযানের ডাক দেওয়া হয় ৷
টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দাবিগুলি হল -
- টেট 2023-এর ফলপ্রকাশের আগে, ছ'বছর বঞ্চিত টেট-2022 পাশদের সুযোগ দিতে হবে এবং সমস্ত জেলার আপ টু ডেট শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে ।
- আরটিই অ্যাক্ট মেনে সমস্ত প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি যুক্ত করে ছাত্র-শিক্ষক অনুপাতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে ।
- পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির প্রতিশ্রুতি অনুযায়ী, বছরে দু'বার প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে ।
- টেটে-2022 পাশ করা সকলের নাম, রোল নং, ট্রেনিং ধরন, টেট মার্কস, কাস্ট, ক্যাটাগরি, যাবতীয় তথ্য পিডিএফ আকারে প্রকাশিত করতে হবে।
- বি.এড/বিএড(স্পেশাল এডুকেশন), সার্টিফিকেট/ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন/বি.পি.এড এবং এনআইওএস-এর ট্রেনিং দিয়ে টেট পাশ করা প্রার্থীদের এলিজিবিলিটি সার্টিফিকেট নোটিফিকেশন দিয়ে বাতিল করতে হবে ।
- প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক্সেজটেড ক্যাটগরিতে শূন্যপদ পূরণ করতে পর্যাপ্ত প্রার্থী পাওয়া না-গেলে বাকি থাকা শূন্যপদ নন-এক্সেম্পটেড ক্যাটেগরির প্রার্থী দিয়ে পূরণ করতে হবে ।
আরও পড়ুন: