ETV Bharat / state

উৎসবে না, নিয়ম মেনে পুজোয় মুদিয়ালির ভাবনা 'ত্রি-মাত্রিক' - Durga Puja 2024

Mudiali Club Durga Puja Pandel 2024: থিমের পুজো হলেও এবার আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে সমস্তরকম আড়ম্বর থেকে দূরে থাকছে মুদিয়ালি ক্লাব ৷ বাতিল করা হয়েছে উদ্বোধনের দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ পুজো সংক্রান্ত সমস্ত বিষয় জানতে ক্লাব সদস্যের সঙ্গে কথা বলল ইটিভি ভারত ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2024, 11:09 PM IST

South Kolkata Mudiali Club
মুদিয়ালি ক্লাবের দুর্গাপুজো প্রস্তুতি (ইটিভি ভারত)

কলকাতা, 23 সেপ্টেম্বর: দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম মুদিয়ালি ক্লাবের পুজো ৷ প্রতিবছরই বহু মানুষ ভিড় জমান এই পুজোয় ৷ যদিও এবার কলকাতার পুজোর ছবি একটু আলাদা ৷ আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বেশিরভাগ পুজো কমিটিই এবার উৎসবের দিকে ঝুঁকছে না ৷ কেবল মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে ৷

এবার 90 বছরে পদার্পণ করল দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের পুজো । অনেক কিছু করার ইচ্ছে থাকলেও আরজি কর কাণ্ডের পর তা বদলে গিয়েছে ৷ প্যান্ডেলসজ্জা থেকে শুরু করে প্রতিমা তৈরির কাজ বেশ কিছুদিন আগে শুরু হলেও এবার উৎসবে না, বরং আচার মেনেই একেবারে সাদামাটাভাবে পুজো হবে মুদিয়ালিতে ৷

দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের দুর্গাপুজো প্রস্তুতি (ইটিভি ভারত)
সাধারণত বড় পুজোগুলি দুর্গোৎসব শেষ হওয়ার পরেই পরের বছরের জন্য থিম থেকে শুরু করে অন্যান্য পরিকল্পনা শুরু করে দেয় । সেই মতো গত বছরই ঠিক হয়ে গিয়েছিল এ বছরের পুজোর থিম হবে ত্রি-মাত্রিক । যার থিম ভাবনা ও রূপায়ণ করেছেন বিমান সাহা । প্যান্ডেলের আলোকসজ্জা করেছেন দীনেশ পোদ্দার । প্রতিমা শিল্পী অসিত পাল এবং প্রতিমার সাজসজ্জায় গণেশ কয়াল ।

থিম ভাবনা নিয়ে ক্লাবের কালচারাল কমিটির সদস্য অনির্বিত রক্ষিত জানান যে, ত্রি-মাত্রিকে থাকছে ব্রহ্মাণ্ডের তিন মাতৃক বর্ণনা । হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের রূপ ত্রিমাত্রিক । ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর । তবে প্রতিমা হচ্ছে সাবেকি ।

ক্লাব কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে যে, দর্শনার্থী বিশেষ করে মহিলা বয়স্ক এবং ছোটদের সুরক্ষা নিশ্চিত করতে মণ্ডপে থাকছে বিশেষ ব্যবস্থা । আগে শুধু মণ্ডপের ভিতরেই সিসিটিভি রাখা হত ৷ তবে এই প্যান্ডেলের যেই তিনটি প্রবেশ পথ রয়েছে সেখানেও সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে । কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে অন্যান্য বছর যেরকম সাড়ম্বরে দুর্গোৎসব পালন করা হয় এই বছর তেমনটা হবে না । উৎসব নয়, এবারে শুধুই পুজো করা হবে । আরজি করের পাশাপাশি সম্প্রতি রাজ্যে যে বন্যা পরিস্থিতি হয়েছে সেখানেও পুজোর খরচে কাঁটছাট করে ত্রাণ পৌঁছে দেওয়া হবে ।

কলকাতা, 23 সেপ্টেম্বর: দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম মুদিয়ালি ক্লাবের পুজো ৷ প্রতিবছরই বহু মানুষ ভিড় জমান এই পুজোয় ৷ যদিও এবার কলকাতার পুজোর ছবি একটু আলাদা ৷ আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বেশিরভাগ পুজো কমিটিই এবার উৎসবের দিকে ঝুঁকছে না ৷ কেবল মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে ৷

এবার 90 বছরে পদার্পণ করল দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের পুজো । অনেক কিছু করার ইচ্ছে থাকলেও আরজি কর কাণ্ডের পর তা বদলে গিয়েছে ৷ প্যান্ডেলসজ্জা থেকে শুরু করে প্রতিমা তৈরির কাজ বেশ কিছুদিন আগে শুরু হলেও এবার উৎসবে না, বরং আচার মেনেই একেবারে সাদামাটাভাবে পুজো হবে মুদিয়ালিতে ৷

দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের দুর্গাপুজো প্রস্তুতি (ইটিভি ভারত)
সাধারণত বড় পুজোগুলি দুর্গোৎসব শেষ হওয়ার পরেই পরের বছরের জন্য থিম থেকে শুরু করে অন্যান্য পরিকল্পনা শুরু করে দেয় । সেই মতো গত বছরই ঠিক হয়ে গিয়েছিল এ বছরের পুজোর থিম হবে ত্রি-মাত্রিক । যার থিম ভাবনা ও রূপায়ণ করেছেন বিমান সাহা । প্যান্ডেলের আলোকসজ্জা করেছেন দীনেশ পোদ্দার । প্রতিমা শিল্পী অসিত পাল এবং প্রতিমার সাজসজ্জায় গণেশ কয়াল ।

থিম ভাবনা নিয়ে ক্লাবের কালচারাল কমিটির সদস্য অনির্বিত রক্ষিত জানান যে, ত্রি-মাত্রিকে থাকছে ব্রহ্মাণ্ডের তিন মাতৃক বর্ণনা । হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের রূপ ত্রিমাত্রিক । ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর । তবে প্রতিমা হচ্ছে সাবেকি ।

ক্লাব কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে যে, দর্শনার্থী বিশেষ করে মহিলা বয়স্ক এবং ছোটদের সুরক্ষা নিশ্চিত করতে মণ্ডপে থাকছে বিশেষ ব্যবস্থা । আগে শুধু মণ্ডপের ভিতরেই সিসিটিভি রাখা হত ৷ তবে এই প্যান্ডেলের যেই তিনটি প্রবেশ পথ রয়েছে সেখানেও সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে । কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে অন্যান্য বছর যেরকম সাড়ম্বরে দুর্গোৎসব পালন করা হয় এই বছর তেমনটা হবে না । উৎসব নয়, এবারে শুধুই পুজো করা হবে । আরজি করের পাশাপাশি সম্প্রতি রাজ্যে যে বন্যা পরিস্থিতি হয়েছে সেখানেও পুজোর খরচে কাঁটছাট করে ত্রাণ পৌঁছে দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.