ETV Bharat / state

ভোট প্রচারে প্রকাশ্যে দলীয় কোন্দল! প্রসূন-মনোজকে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের - lok sabha election 2024

Prasun Banerjee: ভোট প্রচারে নেমে দলীয় কর্মীদের বিক্ষোভ মুখে পড়লেন বিদায়ী সাংসদ তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ৷ পুরনো কর্মীদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠেছে প্রসূন-মনোজের বিরুদ্ধে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 10:48 PM IST

Bengal Vote
দলীয় কর্মীদেরই বিক্ষোভের মুখে প্রসূন-মনোজ (নিজস্ব চিত্র)
ধৈর্য হারালেন বিদায়ী সাংসদ প্রসূন (নিজস্ব প্রতিনিধি)

বেলগাছিয়া, 13 মে: প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন হাওড়ার বিদায়ী সাংসদ তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এই দিন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে সঙ্গে নিয়ে হুডখোলা জিপে প্রচার করছিলেন প্রার্থী। সেই সময় দলের বেশ কিছু পুরানো কর্মী প্রসূনকে দেখে বিক্ষোভ দেখান। ওঠে গো ব্যাক স্লোগানও ৷ বিক্ষোভের মুখে পড়ে ধৈর্য হারিয়ে ফেরেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ও ৷ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো ৷

তৃণমূল নেতা জগৎ দাস বলেন, "আমরা দলের পুরনো কর্মী ৷ দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করে যাচ্ছি ৷ কিন্তু বর্তমানে আমাদের সঙ্গে সেইভাবে প্রসূন বন্দ্যোপাধ্যায় যোগাযোগ রাখছেন না ৷ আমরা দেওয়াল লিখন থেকে শুরু করে সব রকম কাজ করছি ৷ কিন্তু দরকার পড়লে শুধু ফোনে নির্দেশ দেওয়া হয় ৷ লোকসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়া হলেও শিবপুর বিধানসভা কেন্দ্রের পুরনো দলীয় কর্মীদের সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। এমনকী, বুথে বুথে কীভাবে দায়িত্ব পালন করা হবে, সে ব্যাপারেও কথা বলা হয়নি। এই ভাবে কখনও দল চলতে পারে না ৷ আমরা তাই বিক্ষোভ দেখিয়েছি ৷ আসলে বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি নিয়ে অবগত করতেই এই বিক্ষোভ দেখানো হয়েছে ৷"

অন্যদিকে বিক্ষোভের কথা শুনে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী বলেন, "ওখানকার মন্ত্রী নানা রকম দুর্নীতির সঙ্গে সংযুক্ত ৷ সাংসদ হচ্ছেন তাঁর সহযোগী ৷ তার জন্য সাধারণ মানুষ তিতিবিরক্ত ৷ এলাকায় যে ধরনের তোলাবাজি-কাটমানি চলছে, তাতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে ৷ যার প্রতিফলন এই বিক্ষোভ ৷" বিক্ষুব্ধ তৃণমূল সমর্থকরা জানিয়েছেন, যদি এভাবে সব বিষয় চলতে থাকে তবে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে দলের পক্ষে লিড পাওয়া কঠিন হবে।

আরও পড়ুন

1. তৃণমূলের বুথ লুটে অসুবিধে হচ্ছে বলে কনভয় আটকেছে দলদাস পুলিশ: অধীর

2. 'ওরা বড়জোড় 190 থেকে 195'; বনগাঁয় বিজেপি'র সিট সংখ্যা নিয়ে বড় দাবি মমতার

3. 50তম বিবাহ বার্ষিকী, ফুল দিয়ে সাজানো বুথের প্রথম ভোটার সিনহা দম্পতি

ধৈর্য হারালেন বিদায়ী সাংসদ প্রসূন (নিজস্ব প্রতিনিধি)

বেলগাছিয়া, 13 মে: প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন হাওড়ার বিদায়ী সাংসদ তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এই দিন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে সঙ্গে নিয়ে হুডখোলা জিপে প্রচার করছিলেন প্রার্থী। সেই সময় দলের বেশ কিছু পুরানো কর্মী প্রসূনকে দেখে বিক্ষোভ দেখান। ওঠে গো ব্যাক স্লোগানও ৷ বিক্ষোভের মুখে পড়ে ধৈর্য হারিয়ে ফেরেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ও ৷ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো ৷

তৃণমূল নেতা জগৎ দাস বলেন, "আমরা দলের পুরনো কর্মী ৷ দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করে যাচ্ছি ৷ কিন্তু বর্তমানে আমাদের সঙ্গে সেইভাবে প্রসূন বন্দ্যোপাধ্যায় যোগাযোগ রাখছেন না ৷ আমরা দেওয়াল লিখন থেকে শুরু করে সব রকম কাজ করছি ৷ কিন্তু দরকার পড়লে শুধু ফোনে নির্দেশ দেওয়া হয় ৷ লোকসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়া হলেও শিবপুর বিধানসভা কেন্দ্রের পুরনো দলীয় কর্মীদের সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। এমনকী, বুথে বুথে কীভাবে দায়িত্ব পালন করা হবে, সে ব্যাপারেও কথা বলা হয়নি। এই ভাবে কখনও দল চলতে পারে না ৷ আমরা তাই বিক্ষোভ দেখিয়েছি ৷ আসলে বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি নিয়ে অবগত করতেই এই বিক্ষোভ দেখানো হয়েছে ৷"

অন্যদিকে বিক্ষোভের কথা শুনে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী বলেন, "ওখানকার মন্ত্রী নানা রকম দুর্নীতির সঙ্গে সংযুক্ত ৷ সাংসদ হচ্ছেন তাঁর সহযোগী ৷ তার জন্য সাধারণ মানুষ তিতিবিরক্ত ৷ এলাকায় যে ধরনের তোলাবাজি-কাটমানি চলছে, তাতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে ৷ যার প্রতিফলন এই বিক্ষোভ ৷" বিক্ষুব্ধ তৃণমূল সমর্থকরা জানিয়েছেন, যদি এভাবে সব বিষয় চলতে থাকে তবে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে দলের পক্ষে লিড পাওয়া কঠিন হবে।

আরও পড়ুন

1. তৃণমূলের বুথ লুটে অসুবিধে হচ্ছে বলে কনভয় আটকেছে দলদাস পুলিশ: অধীর

2. 'ওরা বড়জোড় 190 থেকে 195'; বনগাঁয় বিজেপি'র সিট সংখ্যা নিয়ে বড় দাবি মমতার

3. 50তম বিবাহ বার্ষিকী, ফুল দিয়ে সাজানো বুথের প্রথম ভোটার সিনহা দম্পতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.