ETV Bharat / state

ভোটের উত্তাপে স্বস্তি দেবে বৃষ্টি, জোরালো হচ্ছে নিম্নচাপের সম্ভাবনা - WB Weather Update

author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 8:18 AM IST

Weather Forecast: পঞ্চম দফায় রাজ্যে ক্রমশ চড়ছে নির্বাচনী পারদ ৷ এই আবহে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷ পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর ক্রমশ জোড়ালো হচ্ছে নিম্নচাপ ৷ যার কারণে ভোটের উত্তাপে স্বস্তি আনবে বৃষ্টি ৷

Weather Update
বঙ্গের আবহাওয়ার পূর্বাভাস (নিজস্ব চিত্র)

কলকাতা, 20 মে: রাজ্যে পঞ্চম দফার ভোটকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে উত্তাপ ৷ তাতে আরও একমাত্রা যোগ করেছে বঙ্গের অস্বস্তিকর ভ্যাবসা গরম ৷ এই আবহে স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ পূর্বাভাস অনুযায়ী, ভোটের উত্তাপে স্বস্তি আনবে বৃষ্টি ৷ বঙ্গোপসাগরের উপর ক্রমশ জোড়ালো হচ্ছে নিম্নচাপ ৷

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী 22 মে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ ৷ তৈরি হওয়ার পর প্রাথমিকভাবে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে সেটি ৷ এরপর 24 মে, শুক্রবার মধ্য বঙ্গোপসাগরে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রবিবার ভারতের দ্বীপপুঞ্জ এলাকায় প্রবেশ করেছে । নির্ধারিত সময়ের তিন দিন আগে চলে এসেছে বর্ষা । মালদ্বীপ কোমোরিন এলাকা, দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু এলাকায় পৌঁছে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ।

উল্লেখ্য, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ক্রমশ ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত । এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে বাংলায় । আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জাড়ি করেছে হাওয়া অফিস । আজ, সোমবার পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে । সেইসঙ্গে জেলাগুলিতে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর ।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে । সঙ্গে বজ্রপাতের সতর্কতাও দিয়েছে হাওয়া অফিস । এই পরিস্থিতি চলবে বুধবার পর্যন্ত । আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কালিম্পং ও কোচবিহারে । তবে মালদা ও দুই দিনাজপুরে দিনের বেশিরভাগ সময় গরমের অস্বস্তি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস । তবে বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ।

মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে । ভোটের দিন হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে ৷ উত্তর 24 পরগনার ব্যারাকপুর ও বনগাঁতে রয়েছে কালবৈশাখীর সর্তকতা । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সঙ্গে 60 কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে আলিপুর ।

রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 81 শতাংশ এবং সর্বনিম্ন 41 শতাংশ । আজ, সোমবার দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা । বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

আরও পড়ুন:

কলকাতা, 20 মে: রাজ্যে পঞ্চম দফার ভোটকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে উত্তাপ ৷ তাতে আরও একমাত্রা যোগ করেছে বঙ্গের অস্বস্তিকর ভ্যাবসা গরম ৷ এই আবহে স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ পূর্বাভাস অনুযায়ী, ভোটের উত্তাপে স্বস্তি আনবে বৃষ্টি ৷ বঙ্গোপসাগরের উপর ক্রমশ জোড়ালো হচ্ছে নিম্নচাপ ৷

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী 22 মে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ ৷ তৈরি হওয়ার পর প্রাথমিকভাবে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে সেটি ৷ এরপর 24 মে, শুক্রবার মধ্য বঙ্গোপসাগরে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রবিবার ভারতের দ্বীপপুঞ্জ এলাকায় প্রবেশ করেছে । নির্ধারিত সময়ের তিন দিন আগে চলে এসেছে বর্ষা । মালদ্বীপ কোমোরিন এলাকা, দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু এলাকায় পৌঁছে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ।

উল্লেখ্য, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ক্রমশ ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত । এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে বাংলায় । আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জাড়ি করেছে হাওয়া অফিস । আজ, সোমবার পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে । সেইসঙ্গে জেলাগুলিতে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর ।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে । সঙ্গে বজ্রপাতের সতর্কতাও দিয়েছে হাওয়া অফিস । এই পরিস্থিতি চলবে বুধবার পর্যন্ত । আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কালিম্পং ও কোচবিহারে । তবে মালদা ও দুই দিনাজপুরে দিনের বেশিরভাগ সময় গরমের অস্বস্তি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস । তবে বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ।

মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে । ভোটের দিন হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে ৷ উত্তর 24 পরগনার ব্যারাকপুর ও বনগাঁতে রয়েছে কালবৈশাখীর সর্তকতা । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সঙ্গে 60 কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে আলিপুর ।

রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 81 শতাংশ এবং সর্বনিম্ন 41 শতাংশ । আজ, সোমবার দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা । বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.