ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি, সালারে জখম এক পুলিশকর্মী - Bombing in Murshidabad

Bombing in Salar: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজিতে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের সালারে ৷ ঘটনায় আহত হয়েছেন সালার থানার এক পুলিশকর্মী ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাসকদলের বর্তমান ব্লক সভাপতি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 5:28 PM IST

Bombing in Murshidabad
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি (নিজস্ব ছবি)
বোমাবাজি সালারে আহত এক পুলিশকর্মী (ইটিভি ভারত)

সালার (মুর্শিদাবাদ), 18 মে: লোকসভা নির্বাচন মিটতেই ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের সালার থানার উঁজুনিয়া গ্রামে ৷ অভিযোগ, এ দিন সকালে তৃণমূল কংগ্রেসের ভরতপুর-2 ব্লকের প্রাক্তন সভাপতি মহম্মদ আজাহারউদ্দিনের সিজারের বাড়িতে একদল দুষ্কৃতী বোমাবাজি করে । বোমাবাজির খবর পেয়ে সালার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । সেই সময় বোমার আঘাতে এক পুলিশকর্মী জখম হয়েছেন বলে সূত্রের খবর । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তাঁর বাড়িতে ব্যাপক বোমাবাজিতে সরাসরি অভিযোগ করেছেন বর্তমান ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ।

প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল নেতা মহম্মদ আজহারউদ্দিন সিজারের দাবি, শাসকদলের ব্লক সভাপতির অত্যাচারে প্রাণনাশের আশঙ্কায় আতঙ্কিত হয়ে রয়েছেন তিনি ৷ তাঁর কথায়, এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন । যদি ওঁনার কিছু হয় তার জন্য দায়ী থাকবেন মুস্তাফিজুর রহমান বলে দাবি করেন সিরাজ ৷ তিনি এও জানান, মুস্তাফিজুরের বিরুদ্ধে অনেক কুকর্মের তালিকা রয়েছে । এইভাবে প্রাণনাশের হুমকি দেওয়ায় এবং পরিস্থিতি সরগরম করায় রীতিমতো তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগ্র দিয়েছেন সিজার ।

তিনি বলেন, "আমাকে বারবার খুন করার চেষ্টা করা হচ্ছে ৷ এসবের পিছনে রয়েছে মুস্তাফিজুর রহমান ৷ বিভিন্ন জায়গায় অশান্তি ছড়াচ্ছেন তিনি ৷ আমি তার প্রতিবাদ করেছি ৷ প্রতিরোধের কন্ঠকে দমানোর চেষ্টা করছেন তিনি ৷ তাই আমার উপর হামলা চালানো হচ্ছে ৷ আমার বাড়িতে বোমাবাজি করা হয়েছে ৷ আমি এতে খুন হতে পারতাম ৷ আমি ওসিকে এ বিষয়ে জানিয়েছি ৷" তবে এই বিষযে মুস্তাফিজুরকে প্রশ্ন করা হলে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নাকোচ করে দেন ৷ তাঁর পালটা দাবি, এই বোমাবাজির ঘটনায় তাঁর কোনও হাত নেই ।

আরও পড়ুন:

  1. রেজিনগরের পর বেলডাঙা, ভোটের আবহে ফের বোমা বিস্ফোরণ ! উড়ল বাড়ির চাল
  2. রেজিনগরে বোমা বিস্ফোরণ! উদ্ধার 24টি তাজা বোমা
  3. মুর্শিদাবাদ ইস্যুতে কড়া কমিশন, বেলডাঙা বিস্ফোরণ কাণ্ডের রিপোর্ট তলব

বোমাবাজি সালারে আহত এক পুলিশকর্মী (ইটিভি ভারত)

সালার (মুর্শিদাবাদ), 18 মে: লোকসভা নির্বাচন মিটতেই ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের সালার থানার উঁজুনিয়া গ্রামে ৷ অভিযোগ, এ দিন সকালে তৃণমূল কংগ্রেসের ভরতপুর-2 ব্লকের প্রাক্তন সভাপতি মহম্মদ আজাহারউদ্দিনের সিজারের বাড়িতে একদল দুষ্কৃতী বোমাবাজি করে । বোমাবাজির খবর পেয়ে সালার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । সেই সময় বোমার আঘাতে এক পুলিশকর্মী জখম হয়েছেন বলে সূত্রের খবর । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তাঁর বাড়িতে ব্যাপক বোমাবাজিতে সরাসরি অভিযোগ করেছেন বর্তমান ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ।

প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল নেতা মহম্মদ আজহারউদ্দিন সিজারের দাবি, শাসকদলের ব্লক সভাপতির অত্যাচারে প্রাণনাশের আশঙ্কায় আতঙ্কিত হয়ে রয়েছেন তিনি ৷ তাঁর কথায়, এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন । যদি ওঁনার কিছু হয় তার জন্য দায়ী থাকবেন মুস্তাফিজুর রহমান বলে দাবি করেন সিরাজ ৷ তিনি এও জানান, মুস্তাফিজুরের বিরুদ্ধে অনেক কুকর্মের তালিকা রয়েছে । এইভাবে প্রাণনাশের হুমকি দেওয়ায় এবং পরিস্থিতি সরগরম করায় রীতিমতো তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগ্র দিয়েছেন সিজার ।

তিনি বলেন, "আমাকে বারবার খুন করার চেষ্টা করা হচ্ছে ৷ এসবের পিছনে রয়েছে মুস্তাফিজুর রহমান ৷ বিভিন্ন জায়গায় অশান্তি ছড়াচ্ছেন তিনি ৷ আমি তার প্রতিবাদ করেছি ৷ প্রতিরোধের কন্ঠকে দমানোর চেষ্টা করছেন তিনি ৷ তাই আমার উপর হামলা চালানো হচ্ছে ৷ আমার বাড়িতে বোমাবাজি করা হয়েছে ৷ আমি এতে খুন হতে পারতাম ৷ আমি ওসিকে এ বিষয়ে জানিয়েছি ৷" তবে এই বিষযে মুস্তাফিজুরকে প্রশ্ন করা হলে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নাকোচ করে দেন ৷ তাঁর পালটা দাবি, এই বোমাবাজির ঘটনায় তাঁর কোনও হাত নেই ।

আরও পড়ুন:

  1. রেজিনগরের পর বেলডাঙা, ভোটের আবহে ফের বোমা বিস্ফোরণ ! উড়ল বাড়ির চাল
  2. রেজিনগরে বোমা বিস্ফোরণ! উদ্ধার 24টি তাজা বোমা
  3. মুর্শিদাবাদ ইস্যুতে কড়া কমিশন, বেলডাঙা বিস্ফোরণ কাণ্ডের রিপোর্ট তলব
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.