ভাটপাড়া, 8 এপ্রিল: রামনবমীর শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা বিতর্ক কাণ্ডের জল এবার গড়াল থানা পর্যন্ত ! বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক হিংসা বাঁধানোর চেষ্টার অভিযোগে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং তাঁর ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম । সোমবার রাতে ভাটপাড়া থানায় এই দুই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ ৷
অভিযোগপত্রে তৃণমূল বিধায়ক বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক হিংসা বাঁধানোর চেষ্টার বিষয়টি উল্লেখ করেছেন । ব্যারাকপুর শিল্পাঞ্চল বিশেষত ভাটপাড়া থানা এলাকায় শান্তি বজায় রাখতে অর্জুন ও প্রিয়াঙ্কু'র বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করার দাবিও জানিয়েছেন সোমনাথ । যদিও এফআইআর হওয়ার পরেও নিজের অবস্থানে অনড় ব্যারাকপুরের 'বাহুবলী' নেতা অর্জুন সিং । পালটা, মহরমের শোভাযাত্রায় বিতর্কিত প্যালেস্তাইনের পতাকাকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপির এই দাপুটে নেতা । আর দাবি, পালটা দাবি ঘিরে আবারও সরগরম হতে শুরু করেছে গঙ্গা পারের শিল্পাঞ্চল ।
বিতর্কের সূত্রপাত, রবিবার উত্তর 24 পরগনার কাঁকিনাড়ায় রামনবমীর শোভাযাত্রায় ইজরায়েলের পতাকাকে কেন্দ্র করে । সেদিন কাঁকিনাড়ার আর্য সমাজ মোড় থেকে ভাটপাড়া মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়েছিল প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের তত্ত্বাবধানে । অর্জুনের সঙ্গেই ছিলেন তাঁর ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে । সেই ধর্মীয় মিছিলে অস্ত্রের দাপাদাপি তো ছিলই । সঙ্গে ছিল প্রতিবেশী দেশ ইজরায়েলের পতাকাও । স্বয়ং প্রাক্তন সাংসদ অর্জুনের হাতে সেই পতাকা থাকায় বিতর্ক আরও বেড়েছে ।

ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, অর্জুন সিংয়ের এক হাতে রয়েছে অস্ত্র । অন্য হাতে ইজরায়েলের পতাকা । শুধু তাঁর হাতেই নয় । সেই শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকের হাতেই জ্বলজ্বল করছিল ইজরায়েলের পতাকা । আর সেই ভিডিয়োকে অস্ত্র করে প্রাক্তন সাংসদের সমালোচনায় সরব হয়েছিলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম । পালটা অর্জুনও মুখ খুলে 'বন্ধু দেশ' ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছিলেন । এ নিয়ে যখন অর্জুন-সোমনাথের বাকযুদ্ধ চরমে উঠেছে, তখনই প্রাক্তন সাংসদকে চাপে ফেলতে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক । আর এতেই যুযুধান দুই নেতার দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠেছে ।
এদিকে, এফআইআর দায়েরের পর মঙ্গলবার এ নিয়ে সুর আরও চড়িয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম । তিনি বলেন, "রবিবার সুষ্ঠুভাবেই ভাটপাড়ায় সনাতনী হিন্দুদের রামনবমীর শোভাযাত্রা সম্পন্ন হয়েছে । কিন্তু, আশ্চর্যজনকভাবে কাঁকিনাড়ায় দেখলাম প্রাক্তন সাংসদ নিজে ইজরায়েলের পতাকা হাতে নিয়ে মিছিল করছেন । এর উদ্দেশ্য একটাই, বিশৃঙ্খলা তৈরি করা । যা উনি আগেও ব্যারাকপুর শিল্পাঞ্চলে করেছেন ।ইজরায়েলের পতাকা হাতে নিয়ে প্রাক্তন সাংসদ আসলে ভারতের সংস্কৃতি এবং বাংলার কৃষ্টিকে নষ্ট করতে চাইছেন । উনি সেদিন চেয়েছিলেন ধর্মীয় দ্বন্দ্বকে উস্কে দিয়ে হিংসা বাঁধাতে । ওঁর এই পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল । রামনবমীতে সেটা প্রকাশ্যে চলে এসেছে । ও যতই চেষ্টা করুক ।আমরা সেই উদ্দেশ্যকে সফল হতে দেব না ।"
পালটা জবাব দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং-ও । তাঁর কথায়, "যা করেছি ভেবেচিন্তেই করেছি । এর মধ্যে অন্যায় কী আছে ? 2024 সালে কাঁকিনাড়ায় মহরমের শোভাযাত্রায় বিতর্কিত প্যালেস্তাইনের পতাকা নিয়ে মিছিল হয়েছিল । ফিলিস্তিন অর্থাৎ প্যালেস্তাইন দেশ মানব সমাজের শত্রু ।ইজরায়েলের নারীদের উপর অত্যাচার, খুন করছে হামাসের সন্ত্রাসবাদীরা । তাদের শায়েস্তা করতে পালটা হামলা চালাচ্ছে ইজরায়েলের সেনারা ।হিন্দু, সনাতনীদের রক্ষা করতে তারা সঠিক পদক্ষেপ করছে ।"
অর্জুন সিং আরও বলেন, "ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে ইজরায়েল দেশ । সেখানে বন্ধু দেশের সমর্থনে পতাকা থাকলেই সাম্প্রদায়িক ! আসলে তৃণমূল হল জেহাদিদের দল । জেহাদিদের প্রশ্রয় দেয় তারা । বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন, মহিলাদের উপর ধর্ষণের ঘটনা ঘটলেও এ রাজ্যের শাসকদল নিশ্চুপ । উলটে, তারা ওপার বাংলার জিহাদিদের এপার বাংলায় বসবাসের সুযোগ করে দিচ্ছে । জেহাদিরা ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল করলে কোনও দোষের হয় না ! বন্ধু দেশের পতাকা নিয়ে মিছিল করলেই দোষ ! যা করেছি বেশ করেছি । কাউকে কোনও কৈফিয়ত দিতে যাব না । পারলে জিহাদিদের দিয়েও অভিযোগ করাক তৃণমূলের নেতারা ।"
যদিও, ধর্মীয় মিছিলে নির্দিষ্ট একটি দেশের পতাকা এনে প্রাক্তন সাংসদ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চাইছেন বলে মনে করছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক ।