ডায়মন্ড হারবার, 8 সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে ৷ এমন একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ মহিলা মিডিয়ায় সংবাদমাধ্যমের সামনে ওই মন্তব্য করে ৷ এই ঘটনায় অভিযুক্ত মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয় ৷ শনিবার উত্তর চব্বিশ পরগনার নিমতা থেকে এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করে ফলতা থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরজি করে চিকিৎসক পড়ুয়ার হত্যার ঘটনায় বিচারের দাবিতে একটি প্রতিবাদ মিছিল হচ্ছিল ৷ সেই প্রতিবাদ মিছিল থেকে ওই মহিলা সংবাদমাধ্যমের বুমের সামনে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে ৷ এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷
এরপর ফলতা থানাতে অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আরেক মহিলা ৷ অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ফলতা থানার পুলিশ উত্তর 24 পরগনার নিমতা এলাকা থেকে অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করে ৷ অভিযুক্ত ওই মহিলার নাম রুমা দাস ৷ অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে ফলতা থানার পুলিশ ৷
অভিযুক্ত মহিলাকে রবিবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করে ফলতা থানার পুলিশ ৷ আদালত আগামিকাল, সোমবার পুনরায় ডায়মন্ড হারবার আদালতের বিশেষ আদালতে পেশ করার অনুমতি দেন বিচারক ৷
এ বিষয়ে ডায়মন্ড হারবার আদালতের এক আইনজীবী তিনি জানান, ডায়মন্ড হারবারের সংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে অভিযুক্ত ওই মহিলা ৷ তার বিরুদ্ধে ফলতা থানায় একটি অভিযোগ দায়ের করেন আরেক মহিলা ৷ অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ফলতা থানার পুলিশ অভিযুক্ত ওই মহিলাকে উত্তর 24 পরগনা এলাকা থেকে গ্রেফতার করে ৷
তিনি বলেন, "মিডিয়ার সামনে এই বাইট দিয়ে সোশাল মিডিয়ায় কতটা প্রভাব পড়ল, তা পড়ে দেখা যাবে ৷ মহিলা সমাজকে অপমানিত করা হল ৷ এই ধরনের মন্তব্য যাঁরা করছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা হোক ৷"
এই বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন কুমার দে জানান, সাংসদের পরিবারকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে অভিযুক্ত এই মহিলা অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে ফলতা থানায় একটি অভিযোগ দায়ের করে অভিযোগকারী এক মহিলা ৷ সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করা হয় ৷ এই মহিলার কোনও রাজনৈতিক পরিচয় জানা যায়নি ৷ কিন্তু পুলিশ তদন্তে নেমেছে ৷ ওই মহিলা যেখানে সাক্ষাৎকার দিয়েছে, সেই মিডিয়ার বেশ কয়েকজনকে পুলিশের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে ৷