ETV Bharat / state

গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী, হদিশ জাল নথি তৈরির কারবারি - FAKE INDIAN DOCUMENT RECORVERED

Bangladeshi Infiltrators: বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য ভারতীয় নথি তৈরি করে দেওয়ার কাজ হত একটি দোকানে ৷ পুলিশ দোকানের মালিক-সহ 4 জনকে গ্রেফতার করেছে ৷ গ্রেফতার হয়েছে অনুপ্রবেশকারীরাও ৷

Bangladeshi Infiltrators Arrested in Bangaon
বনগাঁ থেকে গ্রেফতার অনুপ্রবেশকারী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 8:30 PM IST

বনগাঁ, 10 সেপ্টেম্বর: মোটা টাকার বিনিময়ে রাতারাতি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বানিয়ে দেওয়া হচ্ছিল ভারতীয় নাগরিক ! উত্তর 24 পরগনার সীমান্ত শহর বনগাঁয় অনলাইন কাজের আড়ালে চলছিল এমনই বেআইনি কারবার ৷ সোমবার রাতে সেখানে হানা দিয়ে প্রচুর জাল নথি উদ্ধার করে পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে দোকান মালিককেও ৷

বনগাঁ থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক দোকানের মালিক (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বনগাঁ 2 নম্বর গেট এলাকা থেকে সন্দেহজনকভাবে চার জনকে গ্রেফতার করা হয় ৷ যার মধ্যে তিন জন বাংলাদেশি এবং একজন ভারতীয় দালাল ৷ তাঁদের কাছ থেকে কয়েকটি জাল নথি পাওয়া যায়, যেগুলি ভারতীয় ৷ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বনগাঁর গান্ধীপল্লী এলাকায় রাকেশ ডিজিটাল শপে জাল নথি তৈরির কাজ হয় ৷ রাতেই সেখানে অভিযান চালায় বনগাঁ থানার পুলিশ ৷

বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, "ওই দোকানে তল্লাশি চালিয়ে রেশনকার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, এবং 13 জনের ভোটার কার্ড পাওয়া গিয়েছে ৷ এছাড়াও একটি প্রিন্টার মেশিন উদ্ধার হয়েছে ৷" গ্রেফতার করা হয়েছে দোকাল মালিক রাকেশ মণ্ডল ও মিডিল ম্যান দিব্যেন্দু সরকারকে ৷

তিনি আরও বলেন, "ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে দেখা হবে তারা আর কত জনকে এই রকম জালনথি বানিয়ে দিয়েছেন ৷ এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তাও দেখা হবে!" স্থানীয়রা জানিয়েছেন, শিলিগুড়ির বাসিন্দা রাকেশ মাস ছ'য়েক আগে গান্ধীপল্লী এলাকায় দোকান ভাড়া নিয়েছিল ৷ প্রতিবেশী ব্যবসায়ীরা জানত, তার দোকানে প্লেন, ট্রেনের টিকিট কাটার পাশাপাশি অনলাইনে নানারকম কাজ হয় ৷ ধৃত ছ'জনকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় ৷

বনগাঁ, 10 সেপ্টেম্বর: মোটা টাকার বিনিময়ে রাতারাতি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বানিয়ে দেওয়া হচ্ছিল ভারতীয় নাগরিক ! উত্তর 24 পরগনার সীমান্ত শহর বনগাঁয় অনলাইন কাজের আড়ালে চলছিল এমনই বেআইনি কারবার ৷ সোমবার রাতে সেখানে হানা দিয়ে প্রচুর জাল নথি উদ্ধার করে পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে দোকান মালিককেও ৷

বনগাঁ থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক দোকানের মালিক (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বনগাঁ 2 নম্বর গেট এলাকা থেকে সন্দেহজনকভাবে চার জনকে গ্রেফতার করা হয় ৷ যার মধ্যে তিন জন বাংলাদেশি এবং একজন ভারতীয় দালাল ৷ তাঁদের কাছ থেকে কয়েকটি জাল নথি পাওয়া যায়, যেগুলি ভারতীয় ৷ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বনগাঁর গান্ধীপল্লী এলাকায় রাকেশ ডিজিটাল শপে জাল নথি তৈরির কাজ হয় ৷ রাতেই সেখানে অভিযান চালায় বনগাঁ থানার পুলিশ ৷

বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, "ওই দোকানে তল্লাশি চালিয়ে রেশনকার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, এবং 13 জনের ভোটার কার্ড পাওয়া গিয়েছে ৷ এছাড়াও একটি প্রিন্টার মেশিন উদ্ধার হয়েছে ৷" গ্রেফতার করা হয়েছে দোকাল মালিক রাকেশ মণ্ডল ও মিডিল ম্যান দিব্যেন্দু সরকারকে ৷

তিনি আরও বলেন, "ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে দেখা হবে তারা আর কত জনকে এই রকম জালনথি বানিয়ে দিয়েছেন ৷ এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তাও দেখা হবে!" স্থানীয়রা জানিয়েছেন, শিলিগুড়ির বাসিন্দা রাকেশ মাস ছ'য়েক আগে গান্ধীপল্লী এলাকায় দোকান ভাড়া নিয়েছিল ৷ প্রতিবেশী ব্যবসায়ীরা জানত, তার দোকানে প্লেন, ট্রেনের টিকিট কাটার পাশাপাশি অনলাইনে নানারকম কাজ হয় ৷ ধৃত ছ'জনকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.