ETV Bharat / state

বন্ধুর সামনে বিশেষভাবে সক্ষম তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 3 যুবক - Gang Rape in Bardhaman

Purba Bardhaman Gang Rape Case: পূর্ব বর্ধমানে গণধর্ষণের অভিযোগ ৷ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে এমনই দুর্ঘটনার শিকার বিশেষভাবে সক্ষম তরুণী ৷ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 10:55 PM IST

Gang Rape
প্রতীকী ছবি (Etv Bharat)

বর্ধমান, 12 অগস্ট: বিশেষভাবে সক্ষম তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল 3 যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করেছে বর্ধমান মহিলা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 7 অগস্ট এক তরুণী তার বন্ধুর সঙ্গে বর্ধমান-নবদ্বীপ রোডের একটি জায়গায় বেড়াতে যায় । সেখানে তিন যুবক গিয়ে তাদের ঘিরে ধরে । ওই যুগলকে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে এই দাবি তুলে তারা মোটা টাকা দাবি করে । ওই যুগল যখন জানায় তাদের কাছে টাকা নেই এই কথা শুনে তরুণীকে তারা নিগ্রহ করে বলে অভিযোগ । তরুণীর সঙ্গে থাকা যুবক তাদের বাধা দিলে তিনজনে মিলে তাকে মারধর করে । এরপর তারা মেয়েটিকে গণধর্ষণ করে ।

মেয়েটি বাড়ি ফিরে ঘটনার তিনদিন পরে বর্ধমান মহিলা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে । অভিযোগ পেয়ে পুলিশ তিনজন অভিযুক্তকে শক্তিগড় এলাকা থেকে গ্রেফতার করে । পুলিশ জানিয়েছে অভিযুক্ত তাপস পন্ডিত, সজল ঘাটোয়াল ও বিক্রম মালিককে গ্রেফতার করে বর্ধমান জেলা আদালতে তোলা হয় । তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে । নির্যাতিতা তরুণী পুলিশকে জবানবন্দি দিয়েছে । তাদের মেডিক্যাল টেস্ট করা হয়েছে ।

এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন,"ঘটনাটি ঘটেছে 7 অগস্ট । অভিযোগ দায়ের করা হয়েছে 10 অগস্ট । বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করার পরেই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় । যে জায়গায় এই ঘটনা ঘটে সেই ঘটনাস্থল লাগোয়া তিনটি থানাকে বিষয়টি জানিয়ে অ্যালার্ট করা হয় । শক্তিগড় এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে । ওই তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয় ।অভিযুক্তদের টি-আই প্যারেড করানো হবে । পুলিশের একটা স্পেশাল টিম গঠন করা হয়েছে । মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আমরা ফাস্ট ট্র্যাক ট্রায়াল শুরু করতে চাই ।"

বর্ধমান, 12 অগস্ট: বিশেষভাবে সক্ষম তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল 3 যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করেছে বর্ধমান মহিলা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 7 অগস্ট এক তরুণী তার বন্ধুর সঙ্গে বর্ধমান-নবদ্বীপ রোডের একটি জায়গায় বেড়াতে যায় । সেখানে তিন যুবক গিয়ে তাদের ঘিরে ধরে । ওই যুগলকে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে এই দাবি তুলে তারা মোটা টাকা দাবি করে । ওই যুগল যখন জানায় তাদের কাছে টাকা নেই এই কথা শুনে তরুণীকে তারা নিগ্রহ করে বলে অভিযোগ । তরুণীর সঙ্গে থাকা যুবক তাদের বাধা দিলে তিনজনে মিলে তাকে মারধর করে । এরপর তারা মেয়েটিকে গণধর্ষণ করে ।

মেয়েটি বাড়ি ফিরে ঘটনার তিনদিন পরে বর্ধমান মহিলা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে । অভিযোগ পেয়ে পুলিশ তিনজন অভিযুক্তকে শক্তিগড় এলাকা থেকে গ্রেফতার করে । পুলিশ জানিয়েছে অভিযুক্ত তাপস পন্ডিত, সজল ঘাটোয়াল ও বিক্রম মালিককে গ্রেফতার করে বর্ধমান জেলা আদালতে তোলা হয় । তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে । নির্যাতিতা তরুণী পুলিশকে জবানবন্দি দিয়েছে । তাদের মেডিক্যাল টেস্ট করা হয়েছে ।

এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন,"ঘটনাটি ঘটেছে 7 অগস্ট । অভিযোগ দায়ের করা হয়েছে 10 অগস্ট । বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করার পরেই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় । যে জায়গায় এই ঘটনা ঘটে সেই ঘটনাস্থল লাগোয়া তিনটি থানাকে বিষয়টি জানিয়ে অ্যালার্ট করা হয় । শক্তিগড় এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে । ওই তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয় ।অভিযুক্তদের টি-আই প্যারেড করানো হবে । পুলিশের একটা স্পেশাল টিম গঠন করা হয়েছে । মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আমরা ফাস্ট ট্র্যাক ট্রায়াল শুরু করতে চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.