ETV Bharat / state

কসবায় চাকরিহারাদের উপর লাঠিচার্জ, 'বিকিয়ে যাওয়া পুলিশকে' টাকা উপহার আন্দোলনকারীদের ! - KASBA DI OFFICE CLASH

পুলিশের উপর আগে হামলা ৷ তাই মৃদু লাঠিচার্জ, দাবি লালবাজারের ৷ হাসপাতালে আহত তিন পুলিশকর্মী ৷

KASBA DI OFFICE CLASH
পুলিশ-চাকরিহারাদের সংঘর্ষ কসবা ডিআই অফিসে ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 9, 2025 at 1:44 PM IST

2 Min Read

কলকাতা, 9 এপ্রিল: কসবার ডিআই অফিসের সামনে ধুন্ধুমার-কাণ্ড ৷ চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা ডিআই অফিসের গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ ৷ তাঁদের আটকাতে পুলিশ লাঠিচার্জ করে ৷ এই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন ৷ প্রতিবাদে 'বিকিয়ে' যাওয়া পুলিশকে টাকা 'উপহার' দিতে চাইলেন আন্দোলনকারী চাকরিহারারা ৷

এদিন বিক্ষোভ চলাকালীন এক চাকরিহারা শিক্ষিকা জ্ঞান হারান ৷ দু’জন বিক্ষোভকারীর পায়ে গুরুতর চোট লেগেছে ৷ তাঁদের পা ভেঙে গিয়েছে বলে অভিযোগ ৷ এমনকি পুরুষ পুলিশ কর্মীদের বিরুদ্ধে বেছে-বেছে মহিলা আন্দোলনকারীদের গায়ে হাত তোলার অভিযোগও উঠেছে ৷ এই ঘটনায় চার-পাঁচজন শিক্ষককে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ ৷

কসবায় চাকরিহারাদের উপর লাঠিচার্জ পুলিশের (নিজস্ব ভিডিয়ো)

আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে কসবা ডিআই অফিসের বাইরে অবস্থান-বিক্ষোভে বসেছেন বাকি চাকরিহারারা ৷ তাঁদের দাবি, সহযোদ্ধাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা জানাতে হবে এবং তাঁদের দ্রুত মুক্তি দিতে হবে ৷ দাবি না-মানা পর্যন্ত তাঁরা বিক্ষোভ তুলবেন না-বলে হুঁশিয়ারি দিয়েছেন ৷

Kasba DI Office Clash
কসবা ডিআই অফিসে পুলিশের লাঠির আঘাতে আহত চাকরিহারা শিক্ষকরা ৷ (নিজস্ব ছবি)

অন্যদিকে, লালবাজারের তরফে দাবি করা হয়েছে, পুলিশের উপরে আন্দোলনকারীরা হামলা চালিয়েছিলেন আগে ৷ তার জেরে তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ লালবাজারের তরফে এও দাবি করা হয়েছে যে, পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করেছে ৷ অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ শুধু লাঠি উঁচিয়ে তেড়ে গিয়েছে ৷

Kasba DI Office Clash
মহিলা চাকরিহারা শিক্ষকদের ডিআই অফিসের বাইরে বাধা পুলিশের ৷ (নিজস্ব ছবি)

কিন্তু, আন্দোলনকারীদের দেওয়া ভিডিয়ো এবং সংবাদমাধ্যমের ফুটেজে উঠে এসেছে অন্য ছবি ৷ বাম-বিজেপির নবান্ন অভিযান বা রাজনৈতিক মিছিলকে ঠেকাতে যেভাবে লাঠি চালানো হয়, ঠিক একই কায়দায় চাকরিহারা শিক্ষকদের উপর নির্বিচারে লাঠি চালানো হয় এ দিন ৷ আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, বেছে-বেছে তাঁদেরই মারা হয়েছে, যাঁরা এই চাকরি ফিরে পাওয়ার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন ৷ পুলিশের বিরুদ্ধে এক চাকরিহারা শিক্ষককে লাথি মারার অভিযোগও উঠেছে ৷

Kasba DI Office Clash
কসবা ডিআই অফিসের গেট ভেঙে ঢোকার চেষ্টা চাকরিহারাদের ৷ (নিজস্ব ছবি)

চাকরিহারা এক শিক্ষিকা তমশ্রী সরকার অভিযোগ করেন, "আমার কোমরে লাঠি দিয়ে মেরেছে ৷ আমাদের তো কোনও অপরাধ নেই ৷ আমরা যোগ্যরা দাবি করেছি, আমাদের লিস্ট প্রকাশ করা হোক ৷ আমরা সসম্মানে আবার স্কুলে ফিরতে চাই ৷" আরেক আহত শিক্ষক সুনীত রায় বলেন, "আমাদের অপরাধটা কী ? আমরা আমাদের যোগ্য অধিকার ও সম্মান দাবি করেছি ৷ এভাবে কেউ মারে ! আমরা কি চোর-অপরাধী, কেন এভাবে মারল ? আমরা সরব না, আমাদের আর উপায় নেই ৷ আমাদের আন্দোলনই শেষ পথ ৷"

Kasba DI Office Clash
কসবা ডিআই অফিসে চাকরিহারাদের সঙ্গে পুলিশের বচসা ৷ (নিজস্ব ছবি)
Kasba DI Office Clash
কসবা ডিআই অফিসে চাকরিহারাদের বাধা পুলিশের ৷ (নিজস্ব ছবি)

কলকাতা, 9 এপ্রিল: কসবার ডিআই অফিসের সামনে ধুন্ধুমার-কাণ্ড ৷ চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা ডিআই অফিসের গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ ৷ তাঁদের আটকাতে পুলিশ লাঠিচার্জ করে ৷ এই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন ৷ প্রতিবাদে 'বিকিয়ে' যাওয়া পুলিশকে টাকা 'উপহার' দিতে চাইলেন আন্দোলনকারী চাকরিহারারা ৷

এদিন বিক্ষোভ চলাকালীন এক চাকরিহারা শিক্ষিকা জ্ঞান হারান ৷ দু’জন বিক্ষোভকারীর পায়ে গুরুতর চোট লেগেছে ৷ তাঁদের পা ভেঙে গিয়েছে বলে অভিযোগ ৷ এমনকি পুরুষ পুলিশ কর্মীদের বিরুদ্ধে বেছে-বেছে মহিলা আন্দোলনকারীদের গায়ে হাত তোলার অভিযোগও উঠেছে ৷ এই ঘটনায় চার-পাঁচজন শিক্ষককে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ ৷

কসবায় চাকরিহারাদের উপর লাঠিচার্জ পুলিশের (নিজস্ব ভিডিয়ো)

আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে কসবা ডিআই অফিসের বাইরে অবস্থান-বিক্ষোভে বসেছেন বাকি চাকরিহারারা ৷ তাঁদের দাবি, সহযোদ্ধাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা জানাতে হবে এবং তাঁদের দ্রুত মুক্তি দিতে হবে ৷ দাবি না-মানা পর্যন্ত তাঁরা বিক্ষোভ তুলবেন না-বলে হুঁশিয়ারি দিয়েছেন ৷

Kasba DI Office Clash
কসবা ডিআই অফিসে পুলিশের লাঠির আঘাতে আহত চাকরিহারা শিক্ষকরা ৷ (নিজস্ব ছবি)

অন্যদিকে, লালবাজারের তরফে দাবি করা হয়েছে, পুলিশের উপরে আন্দোলনকারীরা হামলা চালিয়েছিলেন আগে ৷ তার জেরে তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ লালবাজারের তরফে এও দাবি করা হয়েছে যে, পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করেছে ৷ অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ শুধু লাঠি উঁচিয়ে তেড়ে গিয়েছে ৷

Kasba DI Office Clash
মহিলা চাকরিহারা শিক্ষকদের ডিআই অফিসের বাইরে বাধা পুলিশের ৷ (নিজস্ব ছবি)

কিন্তু, আন্দোলনকারীদের দেওয়া ভিডিয়ো এবং সংবাদমাধ্যমের ফুটেজে উঠে এসেছে অন্য ছবি ৷ বাম-বিজেপির নবান্ন অভিযান বা রাজনৈতিক মিছিলকে ঠেকাতে যেভাবে লাঠি চালানো হয়, ঠিক একই কায়দায় চাকরিহারা শিক্ষকদের উপর নির্বিচারে লাঠি চালানো হয় এ দিন ৷ আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, বেছে-বেছে তাঁদেরই মারা হয়েছে, যাঁরা এই চাকরি ফিরে পাওয়ার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন ৷ পুলিশের বিরুদ্ধে এক চাকরিহারা শিক্ষককে লাথি মারার অভিযোগও উঠেছে ৷

Kasba DI Office Clash
কসবা ডিআই অফিসের গেট ভেঙে ঢোকার চেষ্টা চাকরিহারাদের ৷ (নিজস্ব ছবি)

চাকরিহারা এক শিক্ষিকা তমশ্রী সরকার অভিযোগ করেন, "আমার কোমরে লাঠি দিয়ে মেরেছে ৷ আমাদের তো কোনও অপরাধ নেই ৷ আমরা যোগ্যরা দাবি করেছি, আমাদের লিস্ট প্রকাশ করা হোক ৷ আমরা সসম্মানে আবার স্কুলে ফিরতে চাই ৷" আরেক আহত শিক্ষক সুনীত রায় বলেন, "আমাদের অপরাধটা কী ? আমরা আমাদের যোগ্য অধিকার ও সম্মান দাবি করেছি ৷ এভাবে কেউ মারে ! আমরা কি চোর-অপরাধী, কেন এভাবে মারল ? আমরা সরব না, আমাদের আর উপায় নেই ৷ আমাদের আন্দোলনই শেষ পথ ৷"

Kasba DI Office Clash
কসবা ডিআই অফিসে চাকরিহারাদের সঙ্গে পুলিশের বচসা ৷ (নিজস্ব ছবি)
Kasba DI Office Clash
কসবা ডিআই অফিসে চাকরিহারাদের বাধা পুলিশের ৷ (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.