ETV Bharat / state

ফের অক্সিজেন-সাপোর্ট ছাড়াই পর্বত অভিযানের পথে পিয়ালী, তৈরি হচ্ছে এভারেস্ট জয়ীর বায়োপিক - PIYALI BASAK

এভারেস্টের পর অক্সিজেন-সাপোর্ট ছাড়াই এবার চৌ ইউ ও শিশাপাংমা শৃঙ্গ জয়ে যাচ্ছেন পিয়ালী বসাক । পাশাপাশি তাঁর বায়োপিক তৈরির কাজও প্রাথমিক পর্যায়ে এগিয়েছে ৷

Piyali Basak
এভারেস্ট জয়ী পর্বতারোহী পিয়ালী বসাক (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 27, 2025 at 9:12 PM IST

6 Min Read

চন্দননগর/কলকাতা, 27 মার্চ: ফের অক্সিজেন সিলিন্ডার ছাড়া পর্বত অভিযানে যাচ্ছেন এভারেস্ট জয়ী পিয়ালী বসাক । সামনে আবারও দু’টি আট হাজারী শৃঙ্গ জয়ের লক্ষ্য তাঁর ৷ 40 লাখের ঋণের চিন্তা নিয়েই শিশাপাংমা ও চৌ ইউ পর্বত জয়ের জন্য আগামী 7 এপ্রিল রওনা দেবেন এই পর্বতারোহী ।

শিশাপাংমার উচ্চতা যথাক্রমে 8016.24 মিটার (26300 ফুট) ৷ আর চৌ ইউ-এর উচ্চতা 8229.6 মিটার (27000 ফুট) ৷ এই দু’টি পাহাড় চড়তে গেলে চিনের ছাড়পত্র লাগবে । কারণ, এখানে চিন হয়ে যেতে হয় । সেই ছাড়পত্র পেলে তবেই ওই দু’টি পর্বত আরোহনে যেতে পারবেন পিয়ালী । তবে, নিতান্তই যদি চিন সরকার অনুমতি না দেয় তাহলে থেমে থাকবেন না তিনি ৷ কাঞ্চনজঙ্ঘা হয়ে রওনা দেবেন । যদিও বাংলা থেকে তিনি একা শিশাপাংমা ও চৌ ইউ জয়ে গেলেও, অন্যান্য আন্তর্জাতিক স্তরের পর্বতারোহীরা একসঙ্গে মিলিত হয়ে রওনা দেবেন । এবার বিশ্ব শান্তি এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পাহাড় শিখরে পৌঁছনোর লক্ষ্য নিয়েছেন পিয়ালী বসাক ।

ইটিভি ভারতের মুখোমুখি এভারেস্ট জয়ী পিয়ালী বসাক (ইটিভি ভারত)

ছোটবেলা থেকেই তাঁর নেশা পর্বত আরোহণ করা । সেই নেশা থেকেই এখন পর্যন্ত আট হাজারের 6টি পর্বত শৃঙ্গ জয় করে ফেলেছেন পিয়ালী । এবার চৌ ইউ জয়ের লক্ষ্যে তিব্বত হয়ে চিনের উদ্দেশে রওনা দেবেন তিনি । এর আগে চৌ ইউ দক্ষিণ দিকে থেকে উঠতে গিয়ে তুষার ঝড়ে পড়েছিলেন পিয়ালী । তাই চৌ ইউ জয় করা আর হয়ে ওঠেনি তাঁর ৷ মাঝপথে ফিরে আসতে হয়েছিল তাঁকে । তাই এবছর চিন হয়ে উত্তর দিকে থেকে যাত্রা শুরু করতে চলেছেন পিয়ালী বসাক । এরপর শিশাপাংমা'র উদ্দেশে রওনা দেবেন তিনি ।

এই পর্বতারোহনে একমাস সময় লাগবে তাঁর । এই শৃঙ্গ জয়ের জন্য আর্থিক খরচ হবে 40 লক্ষ টাকা । আপাতত একটি বেসরকারি ব্যাংক 20 লক্ষ টাকা স্পনসর করেছে । আর বাকি টাকা কোনও স্পনসর, সরকারি সাহায্য বা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তোলার চিন্তাভাবনা চলছে পিয়ালীর ৷ সরকারের স্পোর্টস ডিপার্টমেন্ট এগিয়ে এলে অনেকটাই এক্ষেত্রে সাহায্য হয় তাঁর ।

Piyali Basak
অক্সিজেন ছাড়াই পর্বত অভিযানে যাচ্ছেন পিয়ালী (নিজস্ব ছবি)

এর আগে পিয়ালী আট হাজার মিটার উচ্চতার মানাসুলু, ধৌলাগিরি, লোৎসে, অন্নপূর্ণা, মাকালু এবং এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন । এর মধ্যে বেশ কয়েকটি বিনা অক্সিজেন-সাপোর্টে জয় করেছেন তিনি । এছাড়া আরও সাতটি শৃঙ্গ জয় করেছেন । যেগুলো আট হাজার মিটারের কম । এখনও পর্যন্ত 15 বার পর্বত অভিযান করেছেন পিয়ালী । এরপরের মাসে চন্দননগর থেকে পরিবেশ ও বিশ্ব শান্তির বার্তা নিয়ে অভিযান করবেন ।

Piyali Basak
শিশাপাংমা ও চৌ ইউ পর্বত জয়ের লক্ষ্য তাঁর (নিজস্ব ছবি)

পিয়ালীর মা স্বপ্না ও বাবা তপন বসাক প্রয়াত হয়েছেন গত এক বছরের মধ্যে । এতদিন বাবার অসুস্থতার কারণে পর্বতারোহনে যেতে পারেননি তিনি । কিন্তু বাবা-মা পাশে না থাকলেও তাঁদের আশীর্বাদ রয়েছে, সেই নিয়েই ফের পর্বতারোহনে যাচ্ছেন পিয়ালী । কঠিন বাঁধা এবং হাজারও প্রতিকূলতার মধ্যেও শৃঙ্গ জয়ের আশা ভরপুর রয়েছে তাঁর ৷ যদিও শেষবার অভিযানে সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরে এসেছিলেন তিনি । নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহ নেপালের কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি ছিলেন । তবুও থেমে থাকার পাত্রী তিনি নন ৷ এবারের অভিযান যথেষ্ট কঠিন । তবে ভয় পান না পিয়ালী । পাহাড়ের চূড়ায় অনায়াসেই বিচরণ করেন বলে আত্মবিশ্বাসী তিনি ৷

ইটিভি ভারতকে পিয়ালী বসাক বলেন, "দীর্ঘদিন ধরেই অক্সিজেন ছাড়াই পর্বত আরোহন করেছি । আমার অক্সিজেন স্যাচুরেশন অনেকটাই বেশি থাকে । অন্যদের যেমন পঞ্চাশে নেমে যায়, আমার 97 থেকে 98 স্যাচুরেশন থাকে ৷ আমি প্রমাণ করে দিয়েছি আমি পারি ।"

Piyali Basak
এভারেস্ট জয়ীর বায়োপিক তৈরির কাজ চলছে (নিজস্ব ছবি)

তাঁর কথায়, "সমুদ্র পৃষ্ঠতল থেকে দুর্গম গগনচুম্বী 27000 ফুট উচ্চতার দিগ্বিদিকে যাতে বিশ্ব শান্তি ও পরিবেশ ভাবনার কথা বিকশিত হয় তারই চেষ্টা চলবে এবারের এই অভিযানের সমস্ত পথরেখায় । জীবন একটা । ঋণ থাকবে, ঋণ পরিশোধ হবে আজ হোক বা কাল । তবে, একের পর এই যে পাহাড় জয় করতে পারছি তাতেই আলাদা অনুভূতি । নতুন প্রজন্মের কাছে বিশ্ববাসীর কাছে দেশের নাম রাজ্যের নাম উজ্জ্বল করতে পারছি । এটাতেই আলাদা আনন্দ । আর্থিক সাহায্যের জন্য দুই সরকারের কাছেও আবেদন করছি ।"

Piyali Basak
আট হাজারের 6টি পর্বত শৃঙ্গ জয় করেছেন পিয়ালী (নিজস্ব ছবি)

কীভাবে পর্বত আরোহনে যাবেন? এই প্রশ্নের জবাবে পিয়ালী বলেন, "উত্তর দিকে তিব্বত দিয়ে যাত্রা শুরু করতে চলেছি অত্যন্ত জীবন বিদারী ভগ্ন হৃদয় নিয়েই । কারণ, পাহাড় আমার পেশা না, নেশাও না, একবারে অস্থিমজ্জায় ঢুকে আছে । একটু ফাঁকা ও নিশ্বাস পেলেই মন প্রাণ ছুটে যায় ওই শিখর চূড়ায় ৷ নারী দিবসের মঞ্চ থেকেই আবারও নতুন উদ্যোমে সাহস সঞ্চারিত হল ৷"

তিনি আরও বলেন, "পর পর 15টি শিখর অভিযানগুলির অভিজ্ঞতা এবং ডেথ জোনের উপর ছয়টি পর্বত শৃঙ্গ এভারেস্ট, লোৎসে, মাকালু, ধৌলাগিরি, মানাসলু, অন্নপূর্ণা জয় করেছি ৷ অসংখ্য মানুষের ভালোবাসার যে মনিহার আমার কাছে গচ্ছিত রেখেছেন ৷ তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে এবারও এই অভিযান ।"

Piyali Basak
7 এপ্রিল রওনা দেবেন এই পর্বতারোহী (নিজস্ব ছবি)

তবে পর্বতারোহনে ফান্ডিং নিয়ে আফসোস করেন পিয়ালী বসাক ৷ তাঁর বক্তব্য, "অন্যান্য খেলার তুলনায় পর্বতারোহনে ফান্ডিং খুবই কম । আমি চাই রাজ্য ও কেন্দ্র সরকার এগিয়ে আসুক । আমি 2022 সালে পৃথিবীর মধ্যে প্রথম একটি ইন্টারন্যাশনাল পর্বতারোহন দলের সঙ্গে গিয়েছিলাম । কিন্তু তুষার ঝড়ের কারণে চৌ ইউ জয় করা হয়নি । এবার উত্তরদিকে থেকে গিয়ে জয় করব । এরপর শিশাপাংমা যাব । এখানেও প্রচণ্ড ঝুঁকি রয়েছে । একটা পর্বতারোহণ করতেই 40 লক্ষ টাকা খরচ । কিছু টাকা ব্যবস্থা করলেও অনেক টাকার প্রয়োজন । মানুষ যদি আমার পাশে থাকে আবার ও পর্বত চূড়ায় উঠব আমি ।"

পিয়ালী ইটিভি ভারতকে এও বলেন, "আমার জীবন নিয়ে বিগ বাজেট ছবি তৈরি হচ্ছে ৷ বইও লেখা হচ্ছে ৷ হলিউড বলিউডের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে বায়োপিকটি ৷ ছবি তৈরির প্রাথমিক কাছ এগিয়ে গিয়েছে ৷ শুটিং শুরু হয়ে গিয়েছে ৷ আমার আগামী পর্বতারোহনেও ছবির কাজ চলবে ৷"

চন্দননগর/কলকাতা, 27 মার্চ: ফের অক্সিজেন সিলিন্ডার ছাড়া পর্বত অভিযানে যাচ্ছেন এভারেস্ট জয়ী পিয়ালী বসাক । সামনে আবারও দু’টি আট হাজারী শৃঙ্গ জয়ের লক্ষ্য তাঁর ৷ 40 লাখের ঋণের চিন্তা নিয়েই শিশাপাংমা ও চৌ ইউ পর্বত জয়ের জন্য আগামী 7 এপ্রিল রওনা দেবেন এই পর্বতারোহী ।

শিশাপাংমার উচ্চতা যথাক্রমে 8016.24 মিটার (26300 ফুট) ৷ আর চৌ ইউ-এর উচ্চতা 8229.6 মিটার (27000 ফুট) ৷ এই দু’টি পাহাড় চড়তে গেলে চিনের ছাড়পত্র লাগবে । কারণ, এখানে চিন হয়ে যেতে হয় । সেই ছাড়পত্র পেলে তবেই ওই দু’টি পর্বত আরোহনে যেতে পারবেন পিয়ালী । তবে, নিতান্তই যদি চিন সরকার অনুমতি না দেয় তাহলে থেমে থাকবেন না তিনি ৷ কাঞ্চনজঙ্ঘা হয়ে রওনা দেবেন । যদিও বাংলা থেকে তিনি একা শিশাপাংমা ও চৌ ইউ জয়ে গেলেও, অন্যান্য আন্তর্জাতিক স্তরের পর্বতারোহীরা একসঙ্গে মিলিত হয়ে রওনা দেবেন । এবার বিশ্ব শান্তি এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পাহাড় শিখরে পৌঁছনোর লক্ষ্য নিয়েছেন পিয়ালী বসাক ।

ইটিভি ভারতের মুখোমুখি এভারেস্ট জয়ী পিয়ালী বসাক (ইটিভি ভারত)

ছোটবেলা থেকেই তাঁর নেশা পর্বত আরোহণ করা । সেই নেশা থেকেই এখন পর্যন্ত আট হাজারের 6টি পর্বত শৃঙ্গ জয় করে ফেলেছেন পিয়ালী । এবার চৌ ইউ জয়ের লক্ষ্যে তিব্বত হয়ে চিনের উদ্দেশে রওনা দেবেন তিনি । এর আগে চৌ ইউ দক্ষিণ দিকে থেকে উঠতে গিয়ে তুষার ঝড়ে পড়েছিলেন পিয়ালী । তাই চৌ ইউ জয় করা আর হয়ে ওঠেনি তাঁর ৷ মাঝপথে ফিরে আসতে হয়েছিল তাঁকে । তাই এবছর চিন হয়ে উত্তর দিকে থেকে যাত্রা শুরু করতে চলেছেন পিয়ালী বসাক । এরপর শিশাপাংমা'র উদ্দেশে রওনা দেবেন তিনি ।

এই পর্বতারোহনে একমাস সময় লাগবে তাঁর । এই শৃঙ্গ জয়ের জন্য আর্থিক খরচ হবে 40 লক্ষ টাকা । আপাতত একটি বেসরকারি ব্যাংক 20 লক্ষ টাকা স্পনসর করেছে । আর বাকি টাকা কোনও স্পনসর, সরকারি সাহায্য বা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তোলার চিন্তাভাবনা চলছে পিয়ালীর ৷ সরকারের স্পোর্টস ডিপার্টমেন্ট এগিয়ে এলে অনেকটাই এক্ষেত্রে সাহায্য হয় তাঁর ।

Piyali Basak
অক্সিজেন ছাড়াই পর্বত অভিযানে যাচ্ছেন পিয়ালী (নিজস্ব ছবি)

এর আগে পিয়ালী আট হাজার মিটার উচ্চতার মানাসুলু, ধৌলাগিরি, লোৎসে, অন্নপূর্ণা, মাকালু এবং এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন । এর মধ্যে বেশ কয়েকটি বিনা অক্সিজেন-সাপোর্টে জয় করেছেন তিনি । এছাড়া আরও সাতটি শৃঙ্গ জয় করেছেন । যেগুলো আট হাজার মিটারের কম । এখনও পর্যন্ত 15 বার পর্বত অভিযান করেছেন পিয়ালী । এরপরের মাসে চন্দননগর থেকে পরিবেশ ও বিশ্ব শান্তির বার্তা নিয়ে অভিযান করবেন ।

Piyali Basak
শিশাপাংমা ও চৌ ইউ পর্বত জয়ের লক্ষ্য তাঁর (নিজস্ব ছবি)

পিয়ালীর মা স্বপ্না ও বাবা তপন বসাক প্রয়াত হয়েছেন গত এক বছরের মধ্যে । এতদিন বাবার অসুস্থতার কারণে পর্বতারোহনে যেতে পারেননি তিনি । কিন্তু বাবা-মা পাশে না থাকলেও তাঁদের আশীর্বাদ রয়েছে, সেই নিয়েই ফের পর্বতারোহনে যাচ্ছেন পিয়ালী । কঠিন বাঁধা এবং হাজারও প্রতিকূলতার মধ্যেও শৃঙ্গ জয়ের আশা ভরপুর রয়েছে তাঁর ৷ যদিও শেষবার অভিযানে সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরে এসেছিলেন তিনি । নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহ নেপালের কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি ছিলেন । তবুও থেমে থাকার পাত্রী তিনি নন ৷ এবারের অভিযান যথেষ্ট কঠিন । তবে ভয় পান না পিয়ালী । পাহাড়ের চূড়ায় অনায়াসেই বিচরণ করেন বলে আত্মবিশ্বাসী তিনি ৷

ইটিভি ভারতকে পিয়ালী বসাক বলেন, "দীর্ঘদিন ধরেই অক্সিজেন ছাড়াই পর্বত আরোহন করেছি । আমার অক্সিজেন স্যাচুরেশন অনেকটাই বেশি থাকে । অন্যদের যেমন পঞ্চাশে নেমে যায়, আমার 97 থেকে 98 স্যাচুরেশন থাকে ৷ আমি প্রমাণ করে দিয়েছি আমি পারি ।"

Piyali Basak
এভারেস্ট জয়ীর বায়োপিক তৈরির কাজ চলছে (নিজস্ব ছবি)

তাঁর কথায়, "সমুদ্র পৃষ্ঠতল থেকে দুর্গম গগনচুম্বী 27000 ফুট উচ্চতার দিগ্বিদিকে যাতে বিশ্ব শান্তি ও পরিবেশ ভাবনার কথা বিকশিত হয় তারই চেষ্টা চলবে এবারের এই অভিযানের সমস্ত পথরেখায় । জীবন একটা । ঋণ থাকবে, ঋণ পরিশোধ হবে আজ হোক বা কাল । তবে, একের পর এই যে পাহাড় জয় করতে পারছি তাতেই আলাদা অনুভূতি । নতুন প্রজন্মের কাছে বিশ্ববাসীর কাছে দেশের নাম রাজ্যের নাম উজ্জ্বল করতে পারছি । এটাতেই আলাদা আনন্দ । আর্থিক সাহায্যের জন্য দুই সরকারের কাছেও আবেদন করছি ।"

Piyali Basak
আট হাজারের 6টি পর্বত শৃঙ্গ জয় করেছেন পিয়ালী (নিজস্ব ছবি)

কীভাবে পর্বত আরোহনে যাবেন? এই প্রশ্নের জবাবে পিয়ালী বলেন, "উত্তর দিকে তিব্বত দিয়ে যাত্রা শুরু করতে চলেছি অত্যন্ত জীবন বিদারী ভগ্ন হৃদয় নিয়েই । কারণ, পাহাড় আমার পেশা না, নেশাও না, একবারে অস্থিমজ্জায় ঢুকে আছে । একটু ফাঁকা ও নিশ্বাস পেলেই মন প্রাণ ছুটে যায় ওই শিখর চূড়ায় ৷ নারী দিবসের মঞ্চ থেকেই আবারও নতুন উদ্যোমে সাহস সঞ্চারিত হল ৷"

তিনি আরও বলেন, "পর পর 15টি শিখর অভিযানগুলির অভিজ্ঞতা এবং ডেথ জোনের উপর ছয়টি পর্বত শৃঙ্গ এভারেস্ট, লোৎসে, মাকালু, ধৌলাগিরি, মানাসলু, অন্নপূর্ণা জয় করেছি ৷ অসংখ্য মানুষের ভালোবাসার যে মনিহার আমার কাছে গচ্ছিত রেখেছেন ৷ তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে এবারও এই অভিযান ।"

Piyali Basak
7 এপ্রিল রওনা দেবেন এই পর্বতারোহী (নিজস্ব ছবি)

তবে পর্বতারোহনে ফান্ডিং নিয়ে আফসোস করেন পিয়ালী বসাক ৷ তাঁর বক্তব্য, "অন্যান্য খেলার তুলনায় পর্বতারোহনে ফান্ডিং খুবই কম । আমি চাই রাজ্য ও কেন্দ্র সরকার এগিয়ে আসুক । আমি 2022 সালে পৃথিবীর মধ্যে প্রথম একটি ইন্টারন্যাশনাল পর্বতারোহন দলের সঙ্গে গিয়েছিলাম । কিন্তু তুষার ঝড়ের কারণে চৌ ইউ জয় করা হয়নি । এবার উত্তরদিকে থেকে গিয়ে জয় করব । এরপর শিশাপাংমা যাব । এখানেও প্রচণ্ড ঝুঁকি রয়েছে । একটা পর্বতারোহণ করতেই 40 লক্ষ টাকা খরচ । কিছু টাকা ব্যবস্থা করলেও অনেক টাকার প্রয়োজন । মানুষ যদি আমার পাশে থাকে আবার ও পর্বত চূড়ায় উঠব আমি ।"

পিয়ালী ইটিভি ভারতকে এও বলেন, "আমার জীবন নিয়ে বিগ বাজেট ছবি তৈরি হচ্ছে ৷ বইও লেখা হচ্ছে ৷ হলিউড বলিউডের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে বায়োপিকটি ৷ ছবি তৈরির প্রাথমিক কাছ এগিয়ে গিয়েছে ৷ শুটিং শুরু হয়ে গিয়েছে ৷ আমার আগামী পর্বতারোহনেও ছবির কাজ চলবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.