ভাটপাড়া, 19 জুলাই: হাতে বন্দুক ৷ চোখেমুখে আলাদাই মেজাজ ৷ বন্দুক হাতে বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিচ্ছেন তৃণমূলের যুব নেতা ৷ আর তা সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সরগরম হয়ে উঠেছে উত্তর 24 পরগনার ভাটপাড়া ৷ সূত্র মারফত জানা গিয়েছে, ভাইরাল ছবিতে যাঁকে বন্দুক হাতে দেখা গিয়েছে, তিনি শাসকদলের একজন ছাত্র নেতা ৷ তাঁর নাম শুভাশিস চক্রবর্তী ৷ বাড়ি ভাটপাড়ায় ৷ বন্দুক হাতে ওই ছাত্র নেতারই একাধিক ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ যদিও সেই সমস্ত ছবির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
কোনও ছবিতে দেখা যাচ্ছে নিজের গালে বন্দুক ঠেকিয়ে রেখেছেন তৃণমূলের ছাত্রনেতা শুভাশিস ৷ আবার কোনও ছবিতে তিনি সামনে বন্দুক তাক করে আছেন ৷ আর ছাত্র নেতার এই ছবি প্রকাশ্যে আসতেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, তাঁর কাছে আগ্নেয়াস্ত্র এল কীভাবে ? আর সেই বন্দুক নিয়ে ছবিই বা তুললেন কেন ? তবে, তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ছাত্রনেতা হিসেবে কোনও পদে নেই শুভাশিস ৷ তবে বন্দুক হাতে নিয়ে ছবি তোলার অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন শাসকদলের নেতারা ৷
ভাটপাড়ার 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই ছাত্র নেতার নামে আগেও একাধিক অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উঠেছে ৷ গ্রেফতারও হয়েছিলেন তিনি ৷ তারপরেও খোশমেজাজে বন্দুক হাতে একাধিক ভঙ্গিতে পোজ দিচ্ছেন তৃণমূলের ছাত্র নেতা শুভাশিস চক্রবর্তী ৷ ইতিমধ্যে রাজনৈতিক নেতার সঙ্গে তাঁর বেশকিছু ছবিও সামনে এসেছে ৷ স্বভাবতই, ছাত্র নেতার ছবি ভাইরাল হওয়ার পরও পুলিশ কেন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না ? কেন তাঁকে ডেকে এখনও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেনি পুলিশ ? সেই প্রশ্ন তুলে রীতিমতো সরব হয়েছে বিরোধীরা ৷
এই বিষয়ে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ-নেতা অর্জুন সিং বলেন, "তৃণমূলের নেতারা হাতে বন্দুক নিয়ে থাকবে, ছবি তুলবে এটাই তো স্বাভাবিক ৷ তৃণমূল করলেই বন্দুক নিয়ে ঘোরার অধিকার রয়েছে ।" ছাত্র নেতার হাতে বন্দুক থাকার প্রসঙ্গ তুলতেই ক্ষোভের সুরে এই প্রাক্তন তৃণমূল নেতা বলেন, "ছাড়ুন তো ছাত্র নেতা! কোন স্কুল, কলেজে লেখাপড়া হচ্ছে ৷ যত না পড়ুয়া আছে, তার চেয়ে বেশি মিড-ডে মিল চুরি হচ্ছে ৷ এক হাজার কোটি টাকার মিড-ডে মিল দুর্নীতির তদন্ত হতে চলেছে ৷ এঁদের মতো নেতারাও তদন্তের আওতায় আসবে ৷ শুধু অপেক্ষা করুন ! রাজ্যে আইনের কোনও শাসন নেই ৷"
যদিও বিপাকে পড়ে ওই ছাত্র নেতার সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করেছে শাসকদল ৷ এই বিষয়ে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষ বলেন, "শুভাশিস তৃণমূল ছাত্র পরিষদের কোনও পদে নেই ৷ ভাইরাল হওয়া ছবির সত্যতা আছে কি না, সেটা আগে দেখতে হবে ৷ যদি এর কোনও সততা থাকে, তাহলে পুলিশ ক্রিমিনালের মতোই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবে ৷ এই ধরনের কিছু সুযোগ সন্ধানী থাকে, যাঁরা নেতাদের সঙ্গে ছবি তুলে নিজেদের স্বার্থে ব্যবহার করে ৷ এটা সেরকমই মনে হয়েছে ৷" ছবি ভাইরাল হওয়ার পিছনে সমাজের অবক্ষয়কেই দায়ী করেছেন এই শাসক নেতা ৷
এদিকে, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে শুভাশিসের ছবি প্রকাশ্যে এসেছে ৷ যদিও এনিয়ে শুভাশিস কিংবা তৃণাঙ্কুরের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি ৷