জলপাইগুড়ি, 26 মার্চ: আলিপুরদুয়ারের মথুরা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল প্রভিডেন্ট ফান্ড দফতর। শ্রমিকদের পিএফের 2 কোটি 42 লক্ষ টাকা কেটে নিলেও তা জমা করেনি মালিকপক্ষ। এর পরেই থানার অভিযোগ জমা করল প্রভিডেন্ট ফান্ড দফতর। গত 7 মার্চে জলপাইগুড়ি জেলার জয়পুর চা বাগানের মালিকের বিরুদ্ধে এফআইআর করেছিল প্রভিডেন্ট ফান্ড দফতর। এবার মথুরা চা বাগানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল।
প্রভিডেন্ট ফান্ড দফতর সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ারের মথুরা চা বাগানের বিরুদ্ধে পিএফ জমা না করার অভিযোগ রয়েছে। শ্রমিকদের 2 কোটি 42 লক্ষ 14 হাজার 602 টাকা পিএফ জমা করেনি। পিএফ দফতর সুত্রে জানা গিয়েছে 2023 সালের এপ্রিল মাস থেকে 2024 সালের জুন মাস পর্যন্ত পিএফ জমা করেনি। অন্যদিকে, ডিসেম্বর 2024 সাল থেকে 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দুই দফায় শ্রমিকদের পিএফের টাকা জমা করেনি মথুরা চা বাগান কর্তৃপক্ষ। মথুরা চা বাগানে মোট শ্রমিক রয়েছে 2432 জন।
ইতিমধ্যেই জলপাইগুড়ি রিজিওন্যাল প্রভিডেন্ট ফান্ড অফিস থেকে সদর ব্লকের জয়পুর চা বাগানের 292 জন শ্রমিকদের বেতনের থেকে মালিকপক্ষ মেসার্স জয়পুর টি এস্টেট 77 লক্ষ 34 হাকার 838 টাকা শ্রমিকদের বেতনের থেকে কেটে নিলেও পিএফ অ্যাকাউন্টে টাকা জমা করেনি। সেই কারণেই জয়পুর চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে।
একাধিক চা-বাগান মালিকের বিরুদ্ধে FIR করল প্রভিডেন্ট ফান্ড দফতর
জলপাইগুড়ি রিজিওন্যাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার পবন কুমার বনসাল বলেন, "আমরা চলতি মাসে জয়পুর চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলাম। এবার আলিপুরদুয়ারের মথুরা চা বাগানের কর্তৃপক্ষের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় পিএফ জমা না করার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শ্রমিকদের বেতন থেকে পিএফের টাকা কেটে নিলেও বাগান কর্তৃপক্ষ পিএফের টাকা জমা করেননি। তাই আমরা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যেই আলিপুরদুয়ার থানায় অন্তর্গত জয়পুর চা বাগানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মথুরা চা বাগানের শ্রমিকদের পিএফের 2 কোটি 42 লক্ষ 14 হাজার 602 টাকা জমা করেনি বাগান কর্তৃপক্ষ বলে অভিযোগ করেছেন পিএফ কমিশনার। কমিশনার জানান, জলপাইগুড়ি জেলার 5 চা বাগানের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। জয়পুর, সাইলি,নয়া সাইলি,সুভাষিনি সিতারাম চা বাগানের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে।কেন গ্রেফতার করা হবে না এমন 33টি চা বাগানের মালিকের বিরুদ্ধে শোকজ নোটি দেওয়া হয়েছে। চলতি আর্থিক বছরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে 6টি চা বাগানের বিরুদ্ধে। কারবালা, বানারহাট নিউ ডুয়ার্স, হলদিবাড়ি, জয়পুর, মথুরা চা বাগানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
যে সমস্ত চা বাগানের মালিক শ্রমিকদের প্রাপ্য পাওনা-গণ্ডা থেকে বঞ্চিত করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী 6 মাসের জেল হতে পারে বাগান মালিকপক্ষদের।প্রথমে মালিকপক্ষকে নোটিশ প্রথমে দেওয়া হয়। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাটাচ করা হয়।
প্রভিডেন্ট ফান্ডের টাকা কয়েক মিনিটেই তোলা যাবে UPI-এর মাধ্যমে, কবে থেকে?