ETV Bharat / state

বাংলাদেশিদের জাল পরিচয়পত্র তৈরির অভিযোগ, ইকোপার্ক চত্বর থেকে ধৃত ব্যক্তি - FAKE IDENTITY CARDS RACKET

ধৃত জিয়াউদ্দিন এখনও পর্যন্ত কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারীর জাল পরিচয়পত্র বানিয়ে দিয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

Fake Identity Cards Racket
রহড়া থানা ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 8, 2025 at 8:01 PM IST

2 Min Read

রহড়া, 8 জুন: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার তজিয়াউদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তি ৷ নিউটাউনের ইকোপার্ক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে রহড়া থানার পুলিশ ৷ তাঁর কাছ থেকে বেশ কিছু জাল নথিপত্র বাজেয়াপ্তও করা হয়েছে ৷ ধৃত ব্যক্তি বাংলাদেশি কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

সম্প্রতি পানিহাটির একটি ফ্ল‍্যাটে অভিযান চালিয়ে বাংলাদেশি অনুপ্রেবেশকারী সন্দেহে দু'জনকে গ্রেফতার করে রহড়া থানার পুলিশ ৷ জানা যায় সম্পর্কে তাঁরা ভাই-বোন ৷ ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে ওই ফ্ল্যাটের মালিকও বাংলাদেশি যুবতী ৷ অভিযোগ, অবৈধভাবে ভারতে প্রবেশ করে তিনি এদেশের ভুয়ো ভোটার ও আধার কার্ড বানিয়েছেন ৷

Fake Identity Cards Racket
বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার জিয়াউদ্দিন মণ্ডল ৷ (ছবি- পুলিশ সূত্রে)

সেই তথ্য হাতে আসার পরেই বাংলাদেশি ওই যুবতীকে গ্রেফতার করে পুলিশ ৷ জেরায় জানা যায় তাঁর আসল নাম প্রিয়া খাতুন ৷ তবে, অদিতি পাত্র নামে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বানিয়েছিলেন তিনি ৷ এদেশে পাকাপাকিভাবে বসবাস করার মতলব করেছিল বলেও জানতে পারেন তদন্তকারীরা ৷ ধৃত ওই তিনজনকে জেরা করেই জিয়াউদ্দিনের নাম জানতে পারে পুলিশ ৷

এরপর জিয়াউদ্দিনকে ধরতে তল্লাশি শুরু করে পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোররাতে ইকোপার্ক চত্বর থেকে হাতেনাতে পাকড়াও করা হয় তাঁকে ৷ এরপর ধৃতকে নিয়ে আসা হয় রহড়া থানায় ৷ সেখানে পুলিশের উচ্চপদস্থ কর্তারা দফায়-দফায় জেরা করেন জিয়াউদ্দিন মণ্ডলকে ৷ জেরায় ধৃত জিয়াউদ্দিন জানিয়েছেন, তাঁকে এই কাজে সহযোগিতা করতেন রাজারহাট-নিউটাউনের কয়েকজন বাসিন্দা ৷ তাঁর কথার সত‍্যতা যাচাই করে দেখছেন তদন্তকারীরা ৷

বিষয়টি নিয়ে ব‍্যারাকপুর কমিশনারেটের এক শীর্ষ কর্তা বলেন, "ধৃত জিয়াউদ্দিন এখনও পর্যন্ত কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারীর হয়ে জাল পরিচয়পত্র বানিয়ে দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তদন্তের স্বার্থে ধৃতকে আরও জেরা করার প্রয়োজন রয়েছে ৷ সেই কারণে জিয়াউদ্দিনকে পুলিশি হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হয়েছে ৷"

উল্লেখ্য, কয়েক মাস আগে খাস কলকাতায় বসে জাল পাসপোর্ট চক্র চালানোর অভিযোগে আজাদ মালিক নামে এক ব‍্যক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ জানা যায়, সে যে পাকিস্তানি সেই পরিচয় লুকোতে আজাদই নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়েছিল তদন্তকারীদের কাছে ৷ তবে, আজাদ মালিকের পাকিস্তানি পরিচয় সামনে চলে আসে ৷ পাসপোর্ট মামলায় আদালতে এমনই বিস্ফোরক অভিযোগ করেছে ইডি ৷

রহড়া, 8 জুন: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার তজিয়াউদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তি ৷ নিউটাউনের ইকোপার্ক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে রহড়া থানার পুলিশ ৷ তাঁর কাছ থেকে বেশ কিছু জাল নথিপত্র বাজেয়াপ্তও করা হয়েছে ৷ ধৃত ব্যক্তি বাংলাদেশি কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

সম্প্রতি পানিহাটির একটি ফ্ল‍্যাটে অভিযান চালিয়ে বাংলাদেশি অনুপ্রেবেশকারী সন্দেহে দু'জনকে গ্রেফতার করে রহড়া থানার পুলিশ ৷ জানা যায় সম্পর্কে তাঁরা ভাই-বোন ৷ ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে ওই ফ্ল্যাটের মালিকও বাংলাদেশি যুবতী ৷ অভিযোগ, অবৈধভাবে ভারতে প্রবেশ করে তিনি এদেশের ভুয়ো ভোটার ও আধার কার্ড বানিয়েছেন ৷

Fake Identity Cards Racket
বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার জিয়াউদ্দিন মণ্ডল ৷ (ছবি- পুলিশ সূত্রে)

সেই তথ্য হাতে আসার পরেই বাংলাদেশি ওই যুবতীকে গ্রেফতার করে পুলিশ ৷ জেরায় জানা যায় তাঁর আসল নাম প্রিয়া খাতুন ৷ তবে, অদিতি পাত্র নামে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বানিয়েছিলেন তিনি ৷ এদেশে পাকাপাকিভাবে বসবাস করার মতলব করেছিল বলেও জানতে পারেন তদন্তকারীরা ৷ ধৃত ওই তিনজনকে জেরা করেই জিয়াউদ্দিনের নাম জানতে পারে পুলিশ ৷

এরপর জিয়াউদ্দিনকে ধরতে তল্লাশি শুরু করে পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোররাতে ইকোপার্ক চত্বর থেকে হাতেনাতে পাকড়াও করা হয় তাঁকে ৷ এরপর ধৃতকে নিয়ে আসা হয় রহড়া থানায় ৷ সেখানে পুলিশের উচ্চপদস্থ কর্তারা দফায়-দফায় জেরা করেন জিয়াউদ্দিন মণ্ডলকে ৷ জেরায় ধৃত জিয়াউদ্দিন জানিয়েছেন, তাঁকে এই কাজে সহযোগিতা করতেন রাজারহাট-নিউটাউনের কয়েকজন বাসিন্দা ৷ তাঁর কথার সত‍্যতা যাচাই করে দেখছেন তদন্তকারীরা ৷

বিষয়টি নিয়ে ব‍্যারাকপুর কমিশনারেটের এক শীর্ষ কর্তা বলেন, "ধৃত জিয়াউদ্দিন এখনও পর্যন্ত কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারীর হয়ে জাল পরিচয়পত্র বানিয়ে দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তদন্তের স্বার্থে ধৃতকে আরও জেরা করার প্রয়োজন রয়েছে ৷ সেই কারণে জিয়াউদ্দিনকে পুলিশি হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হয়েছে ৷"

উল্লেখ্য, কয়েক মাস আগে খাস কলকাতায় বসে জাল পাসপোর্ট চক্র চালানোর অভিযোগে আজাদ মালিক নামে এক ব‍্যক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ জানা যায়, সে যে পাকিস্তানি সেই পরিচয় লুকোতে আজাদই নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়েছিল তদন্তকারীদের কাছে ৷ তবে, আজাদ মালিকের পাকিস্তানি পরিচয় সামনে চলে আসে ৷ পাসপোর্ট মামলায় আদালতে এমনই বিস্ফোরক অভিযোগ করেছে ইডি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.