কলকাতা, 14 এপ্রিল: সাতসকালে খাস কলকাতায় পথ দুর্ঘটনা! হাওড়া থেকে আসা যাদবপুরগামী একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল ডিভাইডারে। ডিভাইডারে সজোরে ধাক্কা মারার পর বাসটি উঠে পড়ল ফুটপাতে। আজ সকাল সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট এলাকায়।
গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ব্যস্ত এলাকায়। বাসে 49 জন যাত্রী ছিলেন। এই ঘটনায় মোট আহত সংখ্যা 6 জন। তাদের সঙ্গে সঙ্গে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন।
যে হেতু ঘটনাস্থলটি শেক্সপিয়ার সরণী থানার অন্তর্গত, ফলে সেখান থেকে তড়িঘড়ি ছুটে আসেন ট্রাফিকের উচ্চ পদস্থ আধিকারিক। পুলিশ কর্মীদের প্রচেষ্টায় ক্রেন এনে ঘাতক গাড়িটিকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বাসটির গতি অত্যন্ত বেশি ছিল বলে দাবি করেছেন ওই বাসে থাকা যাত্রীরা। তবে এই দুর্ঘটনার নেপথ্যের কারণ কি, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং এর নেপথ্যে অন্য বাসের সঙ্গে রেষারেষি ছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সাতসকালে পার্ক স্ট্রিটের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই রকমের দুর্ঘটনা ঘটার ফলে রীতিমতো আতঙ্ক এবং উত্তেজনা ছড়ায়। বাস ড্রাইভারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই বাসের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রের খবর, ওই বাসের আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফুটপাতের উপর দাঁড়িয়ে থাকা দুজনও এই দুর্ঘটনায় আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে, এখনও কোনও প্রাণহানি ঘটেনি। বাসটি এতটাই গতিতে ছিল যে সামনের অংশটি একেবারে ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে।