ETV Bharat / state

ভরদুপুরে ব‍্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি, আতঙ্ক বেলঘরিয়ায় - BELGHARIA BUSINESSMAN ATTACK

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 8:01 PM IST

Attack on Businessman Car: বসিরহাটের পিফা বাজার, কলকাতার মির্জা গালিফ স্ট্রিটের পর এবার বেলঘরিয়ার বিটি রোড ৷ রাজ‍্যে একের পর এক গুলি চালানোর ঘটনায় উদ্বেগ বেড়েছে পুলিশ মহলে ৷

Belgharia Shots to Businessman Car
ব‍্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি (নিজস্ব চিত্র)

বেলঘরিয়া, 15 জুন: প্রকাশ্যে রীতিমতো ফিল্মি কায়দায় ব‍্যবসায়ীর গাড়ি ধাওয়া করে পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা ৷ ভরদুপুরে বিটি রোডের মতো জনবহুল এলাকায় এই গুলি চালানোর ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বেলঘরিয়া রথতলা মোড়ে। ঘটনার পর বিটি রোড ধরেই পালিয়ে যায় দুই বাইক আরোহী দুষ্কৃতী ৷ যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

ব‍্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি (ইটিভি ভারত)

গুলি ব‍্যবসায়ীর গাড়িতে লাগায় শনিবার কার্যত বরাত জোরে বেঁচে গিয়েছেন অজয় মণ্ডল। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই টাকা চেয়ে ফোন আসছিল ওই ব‍্যবসায়ী কাছে। যা নিয়ে তেমন গুরুত্ব দেননি তিনি। এই গুলি চালানোর ঘটনার নেপথ্যে তার কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

জানা গিয়েছে, আগরপাড়ায় বিটি রোডের ধারে একটি গাড়ির শোরুম রয়েছে পেশায় পরিবহণ ব্যবসায়ী অজয় মণ্ডলের। তাঁর বাড়ি ব‍্যারাকপুরের নোনাচন্দন পুকুরে। এদিন দুপুরে ওই ব‍্যবসায়ী বেলঘরিয়ার বিটি রোড ধরে নিজের শোরুমে যাচ্ছিলেন কালো রঙের একটি ভলভো গাড়িতে চেপে। সেই সময়েই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলির শব্দে প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় পথচারীদের মধ্যেও। এরপর, খবর পেয়ে সেখানে ছুটে আসে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দুষ্কৃতীরা বাইকে চেপে এসেছিল। সবমিলিয়ে তারা দু'জন ছিল। যদিও পরিচয় এড়াতে তাদের মুখ ঢাকা ছিল হেলমেট দিয়ে। কী কারণে ব্যবসায়ীর উপর এই হামলা তা অবশ্য স্পষ্ট নয় ৷ তবে পুলিশের অনুমান, টাকা সংক্রান্ত গোলমাল থাকতে পারে ৷ ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ক'দিন ধরেই কয়েকজন বারবার ফোন করছিল তাঁকে। ফোন করে তাঁর কাছ থেকে টাকা চাওয়া হচ্ছিল বলেও অভিযোগ। সেই টাকা না দেওয়াতেই এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা তদন্তকারীদের ৷

এদিকে, ব্যবসায়ীর কালো রঙের ভলভো গাড়িতে অন্তত পাঁচটি বুলেটের চিহ্ন মিলেছে। যদিও স্থানীয়দের দাবি, অন্তত আট রাউন্ড গুলি চালানো হয়েছে ব‍্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে। এই বিষয়ে গাড়িতে থাকা ব‍্যবসায়ীর এক সহযোগী বলেন, "সিগন্যালের কারণে রথতলা মোড়ে গাড়ির গতি কম ছিল। সেই সময় এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুই হেলমেটধারী দুষ্কৃতী। সুরক্ষিত গাড়ি থাকায় কোনও অঘটন ঘটেনি। কী কারণে হামলা তা বলতে পারব না। পুলিশ বিষয়টি দেখছে।"

অন‍্যদিকে, ঘটনার গুরুত্ব বুঝে এদিন ঘটনাস্থলে ছুটে আসেন ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তিনি বলেন, "দু’জন বাইকে করে এসে সরাসরি অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি করে। মোট কত রাউন্ড গুলি চলেছে, তা এই মুহূর্তে জানা নেই। তবে ওই ব্যবসায়ীর গাড়িতে পাঁচ রাউন্ড বুলেটের চিহ্ন পাওয়া গিয়েছে। বেশ ক’দিন আগে থেকে দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা চাইছিল বলে জানতে পেরেছি। তা না দেওয়াতে গুলি করে। তবে থানায় এখনও কোনও অভিযোগ জানানো হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।"

বেলঘরিয়া, 15 জুন: প্রকাশ্যে রীতিমতো ফিল্মি কায়দায় ব‍্যবসায়ীর গাড়ি ধাওয়া করে পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা ৷ ভরদুপুরে বিটি রোডের মতো জনবহুল এলাকায় এই গুলি চালানোর ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বেলঘরিয়া রথতলা মোড়ে। ঘটনার পর বিটি রোড ধরেই পালিয়ে যায় দুই বাইক আরোহী দুষ্কৃতী ৷ যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

ব‍্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি (ইটিভি ভারত)

গুলি ব‍্যবসায়ীর গাড়িতে লাগায় শনিবার কার্যত বরাত জোরে বেঁচে গিয়েছেন অজয় মণ্ডল। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই টাকা চেয়ে ফোন আসছিল ওই ব‍্যবসায়ী কাছে। যা নিয়ে তেমন গুরুত্ব দেননি তিনি। এই গুলি চালানোর ঘটনার নেপথ্যে তার কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

জানা গিয়েছে, আগরপাড়ায় বিটি রোডের ধারে একটি গাড়ির শোরুম রয়েছে পেশায় পরিবহণ ব্যবসায়ী অজয় মণ্ডলের। তাঁর বাড়ি ব‍্যারাকপুরের নোনাচন্দন পুকুরে। এদিন দুপুরে ওই ব‍্যবসায়ী বেলঘরিয়ার বিটি রোড ধরে নিজের শোরুমে যাচ্ছিলেন কালো রঙের একটি ভলভো গাড়িতে চেপে। সেই সময়েই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলির শব্দে প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় পথচারীদের মধ্যেও। এরপর, খবর পেয়ে সেখানে ছুটে আসে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দুষ্কৃতীরা বাইকে চেপে এসেছিল। সবমিলিয়ে তারা দু'জন ছিল। যদিও পরিচয় এড়াতে তাদের মুখ ঢাকা ছিল হেলমেট দিয়ে। কী কারণে ব্যবসায়ীর উপর এই হামলা তা অবশ্য স্পষ্ট নয় ৷ তবে পুলিশের অনুমান, টাকা সংক্রান্ত গোলমাল থাকতে পারে ৷ ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ক'দিন ধরেই কয়েকজন বারবার ফোন করছিল তাঁকে। ফোন করে তাঁর কাছ থেকে টাকা চাওয়া হচ্ছিল বলেও অভিযোগ। সেই টাকা না দেওয়াতেই এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা তদন্তকারীদের ৷

এদিকে, ব্যবসায়ীর কালো রঙের ভলভো গাড়িতে অন্তত পাঁচটি বুলেটের চিহ্ন মিলেছে। যদিও স্থানীয়দের দাবি, অন্তত আট রাউন্ড গুলি চালানো হয়েছে ব‍্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে। এই বিষয়ে গাড়িতে থাকা ব‍্যবসায়ীর এক সহযোগী বলেন, "সিগন্যালের কারণে রথতলা মোড়ে গাড়ির গতি কম ছিল। সেই সময় এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুই হেলমেটধারী দুষ্কৃতী। সুরক্ষিত গাড়ি থাকায় কোনও অঘটন ঘটেনি। কী কারণে হামলা তা বলতে পারব না। পুলিশ বিষয়টি দেখছে।"

অন‍্যদিকে, ঘটনার গুরুত্ব বুঝে এদিন ঘটনাস্থলে ছুটে আসেন ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তিনি বলেন, "দু’জন বাইকে করে এসে সরাসরি অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি করে। মোট কত রাউন্ড গুলি চলেছে, তা এই মুহূর্তে জানা নেই। তবে ওই ব্যবসায়ীর গাড়িতে পাঁচ রাউন্ড বুলেটের চিহ্ন পাওয়া গিয়েছে। বেশ ক’দিন আগে থেকে দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা চাইছিল বলে জানতে পেরেছি। তা না দেওয়াতে গুলি করে। তবে থানায় এখনও কোনও অভিযোগ জানানো হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.