ETV Bharat / state

বিকাশ ভবন থেকে বস্তাবন্দি নথি বাজেয়াপ্ত করল সিবিআই - Recruitment Scam

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 4:15 PM IST

Updated : Jun 28, 2024, 4:39 PM IST

CBI Raids at Bikash Bhavan: আদালতের নির্দেশে তল্লাশি ৷ তারপরেই বিকাশ ভবন থেকে উদ্ধার বস্তা বস্তা নথি ৷ এইসব যাচাই করে নিয়োগ দুর্নীতির তদন্তে গতি আসবে বলে আশা সিবিআই আধিকারিকদের ৷

CBI
বিকাশ ভবন থেকে রাশি রাশি নথি উদ্ধার করল সিবিআই (নিজস্ব ছবি)

কলকাতা, 28 জুন: দেড় বছর আগে সিল করে দেওয়া গুদাম ঘরে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করল সিবিআই ৷ 2022 সালের 23 ডিসেম্বর থেকে বিকাশ ভবনের গুদাম ঘর সিল করে দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । এবার সেখানেই ম্যারাথন তল্লাশি চালিয়ে কয়েক বস্তা নথি বাজেয়াপ্ত করল সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই বাজেয়াপ্ত হওয়া নথি স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতির মামলার সঙ্গে সম্পর্কিত। এই সমস্ত নথি ঘেঁটে একাধিক তথ্য মিলতে পারে । বেশ কয়েকদিন ধরে সাউথবেকের বিকাশ ভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা দফায় দফায় তল্লাশি চালাচ্ছিলেন ৷ শুক্রবার দুপুরে পণ্যবাহী গাড়ি এনে সল্টলেকের বিকাশ ভবনের সংশ্লিষ্ট গুদাম ঘর থেকে রাশি রাশি ফাইল-সহ একাধিক নথিপত্র নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই।

  • বিকাশ ভবনে মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়্যার হাউসে সিবিআই তল্লাশি

আদালতের আদেশ অনুযায়ী, তদন্তকারী সংস্থার গোয়েন্দারা সেখানে গিয়ে তল্লাশি চালায় এবং একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত হওয়া নথিপত্র ঘেঁটে তদন্তকারীরা জানতে পারেন যে, নিয়োগ দুর্নীতি মামলায় রাজনৈতিক প্রভাবশালীরা যুক্ত তেমনটা নয়। বরং এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে সংশ্লিষ্ট দফতরের নিচুতলার কর্মীরাও।

নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ ধীরে ধীরে ভিন্ন জেলার এজেন্ট হয়ে কাজ করা প্রসন্ন রায়কেও গ্রেফতার করা হয়। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে সিবিআই জানতে পারে ধৃত শান্তিপ্রসাদ সিনহার দক্ষিণ কলকাতার বাড়িতে বৈঠকে বসত প্রসন্ন রায় থেকে শুরু করে একাধিক প্রভাবশালীরা। এদিনের উদ্ধার হওয়া নথি উদ্ধার হওয়ায় তদন্তে গতি আসবে বলে মনে করছেন গোয়েন্দারা ৷

কলকাতা, 28 জুন: দেড় বছর আগে সিল করে দেওয়া গুদাম ঘরে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করল সিবিআই ৷ 2022 সালের 23 ডিসেম্বর থেকে বিকাশ ভবনের গুদাম ঘর সিল করে দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । এবার সেখানেই ম্যারাথন তল্লাশি চালিয়ে কয়েক বস্তা নথি বাজেয়াপ্ত করল সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই বাজেয়াপ্ত হওয়া নথি স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতির মামলার সঙ্গে সম্পর্কিত। এই সমস্ত নথি ঘেঁটে একাধিক তথ্য মিলতে পারে । বেশ কয়েকদিন ধরে সাউথবেকের বিকাশ ভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা দফায় দফায় তল্লাশি চালাচ্ছিলেন ৷ শুক্রবার দুপুরে পণ্যবাহী গাড়ি এনে সল্টলেকের বিকাশ ভবনের সংশ্লিষ্ট গুদাম ঘর থেকে রাশি রাশি ফাইল-সহ একাধিক নথিপত্র নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই।

  • বিকাশ ভবনে মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়্যার হাউসে সিবিআই তল্লাশি

আদালতের আদেশ অনুযায়ী, তদন্তকারী সংস্থার গোয়েন্দারা সেখানে গিয়ে তল্লাশি চালায় এবং একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত হওয়া নথিপত্র ঘেঁটে তদন্তকারীরা জানতে পারেন যে, নিয়োগ দুর্নীতি মামলায় রাজনৈতিক প্রভাবশালীরা যুক্ত তেমনটা নয়। বরং এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে সংশ্লিষ্ট দফতরের নিচুতলার কর্মীরাও।

নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ ধীরে ধীরে ভিন্ন জেলার এজেন্ট হয়ে কাজ করা প্রসন্ন রায়কেও গ্রেফতার করা হয়। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে সিবিআই জানতে পারে ধৃত শান্তিপ্রসাদ সিনহার দক্ষিণ কলকাতার বাড়িতে বৈঠকে বসত প্রসন্ন রায় থেকে শুরু করে একাধিক প্রভাবশালীরা। এদিনের উদ্ধার হওয়া নথি উদ্ধার হওয়ায় তদন্তে গতি আসবে বলে মনে করছেন গোয়েন্দারা ৷

Last Updated : Jun 28, 2024, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.