ETV Bharat / state

মেয়র ফিরহাদের সামনেই দলীয় কোন্দল, রক্তাক্ত তৃণমূল কর্মী - TMC INNER CLASH

দমদম সেভেন ট্যাঙ্ক এলাকায় ভূগর্ভস্থ নিকাশি নালার কাজের উদ্বোধনে যান মেয়র ফিরহাদ হাকিম ৷ তাঁর সামনেই তৃণমূল কর্মীর মারে রক্তাক্ত হন অপর এক কর্মী ৷

TMC INNER CLASH
পুর প্রকল্প উদ্বোধনে মেয়র (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 8, 2025 at 8:38 AM IST

2 Min Read

কলকাতা, 8 এপ্রিল: মেয়র ফিরহাদ হাকিমের সামনেই তৃণমূলের গোষ্ঠীকোন্দলে ঝরল রক্ত ৷ সোমবার পুরনিগমের প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে এক তৃণমূল কর্মীর মারে রক্তাক্ত হলেন দলের অপর এক কর্মী ৷ পরিস্থিতি বেগতিক বুঝে মেয়রকে কোনওরকমে আগলে রাখলেন নিরাপত্তারক্ষীরা ৷

দমদন সেভেন ট্যাঙ্ক এলাকার ভূ-গর্ভস্থ নিকাশি নালার কাজ শুরু হতে চলেছে ৷ সোমবার তারই উদ্বোধন অনুষ্ঠানে যান মেয়র ফিরহাদ হাকিম ৷ তাঁর সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক ও ডেপুটি মেয়র অতীন ঘোষ, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি সেন, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবিকা ভট্টাচার্য এবং বরো চেয়ারম্যান তরুণ সাহা ।

অনুষ্ঠানের মধ্যেই শান্তুনু সেন ও অতীন ঘোষ, দুই গোষ্ঠীর কর্মীদের হাতাহাতির ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় দমদম এলাকা । তৃণমূলের এক কর্মীর মারে মাথা ফেটে যায় দলেরই এক কর্মীর ৷ গোটা ঘটনটি ঘটে মেয়রের সামনেই । গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে তাঁকে আগলে নিয়ে কোনও ক্রমে এগিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা ৷

মেয়র ফিরহাদের সামনেই দলীয় কোন্দল (ইটিভি ভারত)

উদ্বোধন অনুষ্ঠানের মূল মঞ্চটি তৈরি করা হয় 3 নম্বর ওয়ার্ডে ৷ আরও একটি সংবর্ধনা মঞ্চ তৈরি করেন তৃণমূল প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের স্ত্রী 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি সেন । সম্প্রতি, আরজি কর ঘটনার পর থেকেই তৃণমূলের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ে শান্তনু সেন ও তাঁর স্ত্রীয়ের । দলে কোণঠাসা হতেই স্থানীয় বিধায়ক অতীন ঘোষের গোষ্ঠী ক্রমশ এলাকায় প্রভাবশালী হয়ে ওঠে বলে অভিযোগ ।

এদিন, সেই কারণে মূল অনুষ্ঠান মঞ্চ তৈরি করা হয়েছিল অতীন ঘনিষ্ঠ কাউন্সিলর দেবিকা ভট্টাচার্যের ওয়ার্ডে । তাই পাল্টা কাকলি সেনও মঞ্চ তৈরি করেন । সেখানে মেয়রকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করেন । সেই নিয়েই শুরু হয় দুই গোষ্ঠীর বচসা । সেখান থেকেই শুরু হয় হাতাহাতি । মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা ।

মেয়রকে সেই ঝামেলার মাঝখান থেকে বের করে নিয়ে মূল অনুষ্ঠান মঞ্চে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা । এরপর তাঁর হস্তক্ষেপে কোনওমতে দুই গোষ্ঠীকে বাগে আনা যায় । দেবিকা ভট্টাচার্য, কাকলি সেন, তারক সিং, অতীন ঘোষ সকলেই মঞ্চে হাজির হন । অনুষ্ঠান হয় । তবে, তার মধ্যেই তৃণমূলের এক গোষ্ঠীর কর্মীরা অপর গোষ্ঠীর কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ । ঘটনায় কার্যত অস্বস্তিতে পড়ে যান ফিরহাদ হাকিম ।

কলকাতা, 8 এপ্রিল: মেয়র ফিরহাদ হাকিমের সামনেই তৃণমূলের গোষ্ঠীকোন্দলে ঝরল রক্ত ৷ সোমবার পুরনিগমের প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে এক তৃণমূল কর্মীর মারে রক্তাক্ত হলেন দলের অপর এক কর্মী ৷ পরিস্থিতি বেগতিক বুঝে মেয়রকে কোনওরকমে আগলে রাখলেন নিরাপত্তারক্ষীরা ৷

দমদন সেভেন ট্যাঙ্ক এলাকার ভূ-গর্ভস্থ নিকাশি নালার কাজ শুরু হতে চলেছে ৷ সোমবার তারই উদ্বোধন অনুষ্ঠানে যান মেয়র ফিরহাদ হাকিম ৷ তাঁর সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক ও ডেপুটি মেয়র অতীন ঘোষ, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি সেন, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবিকা ভট্টাচার্য এবং বরো চেয়ারম্যান তরুণ সাহা ।

অনুষ্ঠানের মধ্যেই শান্তুনু সেন ও অতীন ঘোষ, দুই গোষ্ঠীর কর্মীদের হাতাহাতির ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় দমদম এলাকা । তৃণমূলের এক কর্মীর মারে মাথা ফেটে যায় দলেরই এক কর্মীর ৷ গোটা ঘটনটি ঘটে মেয়রের সামনেই । গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে তাঁকে আগলে নিয়ে কোনও ক্রমে এগিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা ৷

মেয়র ফিরহাদের সামনেই দলীয় কোন্দল (ইটিভি ভারত)

উদ্বোধন অনুষ্ঠানের মূল মঞ্চটি তৈরি করা হয় 3 নম্বর ওয়ার্ডে ৷ আরও একটি সংবর্ধনা মঞ্চ তৈরি করেন তৃণমূল প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের স্ত্রী 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি সেন । সম্প্রতি, আরজি কর ঘটনার পর থেকেই তৃণমূলের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ে শান্তনু সেন ও তাঁর স্ত্রীয়ের । দলে কোণঠাসা হতেই স্থানীয় বিধায়ক অতীন ঘোষের গোষ্ঠী ক্রমশ এলাকায় প্রভাবশালী হয়ে ওঠে বলে অভিযোগ ।

এদিন, সেই কারণে মূল অনুষ্ঠান মঞ্চ তৈরি করা হয়েছিল অতীন ঘনিষ্ঠ কাউন্সিলর দেবিকা ভট্টাচার্যের ওয়ার্ডে । তাই পাল্টা কাকলি সেনও মঞ্চ তৈরি করেন । সেখানে মেয়রকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করেন । সেই নিয়েই শুরু হয় দুই গোষ্ঠীর বচসা । সেখান থেকেই শুরু হয় হাতাহাতি । মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা ।

মেয়রকে সেই ঝামেলার মাঝখান থেকে বের করে নিয়ে মূল অনুষ্ঠান মঞ্চে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা । এরপর তাঁর হস্তক্ষেপে কোনওমতে দুই গোষ্ঠীকে বাগে আনা যায় । দেবিকা ভট্টাচার্য, কাকলি সেন, তারক সিং, অতীন ঘোষ সকলেই মঞ্চে হাজির হন । অনুষ্ঠান হয় । তবে, তার মধ্যেই তৃণমূলের এক গোষ্ঠীর কর্মীরা অপর গোষ্ঠীর কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ । ঘটনায় কার্যত অস্বস্তিতে পড়ে যান ফিরহাদ হাকিম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.