দুর্গাপুর, 6 ফেব্রুয়ারি: বহুতল থেকে ছিঁড়ে পড়ল লিফট ! আশঙ্কাজনক সেনা জওয়ান । রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগ তুলে বৃহস্পতিবার তপোবন সিটিতে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন আবাসিকরা ।
গুরুতর জখম সেনা জওয়ানের নাম কৃশানু বন্দ্যোপাধ্যায় । তাঁকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তপোবন সিটির 58 নম্বর টাওয়ারের পাঁচতলা থেকে নীচে নামার জন্য লিফটে চেপেছিলেন কৃশানুবাবু । চাপা মাত্রই একেবারে নীচে ছিঁড়ে পড়ে লিফট । তাতেই গুরুতর জখম হন তিনি । দেখতে পেয়ে নিরাপত্তারক্ষী ও আবাসিকরা লিফটের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁকে উদ্ধার করে ৷ নিয়ে যাওয়া হয় বিধাননগরের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ।
আবাসিক গোপা পালের অভিযোগ, "রক্ষণাবেক্ষণের দিকে কোনও নজর নেই আবাসন কর্তৃপক্ষের। এর আগেও একাধিকবার লিফটে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে । অভিযোগ জানানোর পরেও কোনও ব্যবস্থা গ্রহণ করেননি তাঁরা । এবার একেবারে লিফট ছিড়েই পড়ল পাঁচতলা থেকে। একেবারে সম্পূর্ণ গাফিলতি আবাসন কর্তৃপক্ষের ।"
এই বিষয়ে তপোবন সিটি আবাসনের সম্পাদক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন,"আজকে তো একেবারে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। এর আগেও একাধিকবার ফাঁকা লিফট ছিঁড়ে পড়েছে । আর আবাসন কর্তৃপক্ষর কোনও হেলদোল নেই । আজ এত বড় ঘটনা ঘটে গেল, তারপরেও আবাসন কর্তৃপক্ষের দেখা নেই ।"
তপোবন সিটি আবাসন কর্তৃপক্ষের সুপারভাইজার উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন,"যে কোনও দুর্ঘটনায় দুঃখজনক । তবে আমাদের তরফ থেকে রক্ষণাবেক্ষণ করা হয়। আবাসিকদের সমস্যার সমাধানেরও চেষ্টা চালানো হয় । ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকেও নজরদারি বাড়ানো হবে ।"