ETV Bharat / state

বাগনানে রূপনারায়ণের পাড়ে উদ্ধার সামুদ্রিক অলিভ রিডলি কচ্ছপ - Olive Ridley Sea Turtle

Sea Turtle in Rupnarayan River: প্রশান্ত মহাসাগরের গভীর জলে থাকা অলিভ রিডলি কচ্ছপ এবার রূপনারায়ণ নদের মিষ্টি জলে ! কিন্তু, কীভাবে এল সেটি ? জানা গিয়েছে, বাগনানে রূপনারায়ণের পাড়ে বিশালাকৃতির কচ্ছপটি উদ্ধার হয়েছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 11:49 AM IST

ETV BHARAT
ETV BHARAT

হাওড়া, 22 এপ্রিল: অলিভ রিডেল অথবা লেপিড চেলিস অলিভাসিয়া, বিরল প্রজাতির কচ্ছপ না-হলেও, সাধারণত ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের গভীর জলেই এদের দেখতে পাওয়া যায় ৷ সমুদ্রের গভীর জলে থাকা সেই বিশালাকার কচ্ছপ এবার পাওয়া গেল হাওড়ার বাগনানে রূপনারায়ণ নদের পাড়ে ৷

শনিবার হাওড়া গ্রামীণের বাগনান থানার বাকসিহাট পঞ্চায়েতের মানকুরে রূপনারায়ণ নদের পাড় থেকে প্রায় 40 কেজি ওজনের অলিভ রিডলি কচ্ছপটি উদ্ধার হয়েছে ৷ কিন্তু, কীভাবে এখানে এই কচ্ছপটি এল ? তা নিয়ে চলছে বিস্তর জল্পনা ৷ স্থানীয় সূত্রে খবর, সেখানকার বাসিন্দারা রূপনারায়ণের পাড়ে ওই কচ্ছপটিকে দেখতে পেয়ে জলে নামিয়ে দেওয়ার চেষ্টা করে ৷ কিন্তু, কচ্ছপটি বারবার পাড়ে উঠে আসে ৷ এরপরেই বাগনান থানায় খবর দেওয়া হয় ৷

পুলিশ সেখানে পৌঁছে হাওড়া জেলার যৌথ পরিবেশ মঞ্চ ও বন্যপ্রাণ সংরক্ষণকারীদের সঙ্গে যোগাযোগ করে ৷ তারা রূপনারায়ণের পাড়ে পৌঁছে বিশালাকৃতির কচ্ছপটিকে দেখে বুঝে যান, সেটি সামুদ্রিক কচ্ছপ ৷ বন দফতরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷

বন দফতর একটি সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া কচ্ছপটি অলিভ রিডলি প্রজাতির ৷ সাধারণত প্রশান্ত মহাসাগরের গভীর জলে এই কচ্ছপ দেখা যায় ৷ কখনও কখনও আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের গভীর জলেও এদের দেখা মেলে ৷ দীর্ঘপথ অতিক্রম করার ফলে খুবই ক্লান্ত হয়ে গেছে কচ্ছপটি ৷ শুধু তাই নয়, তার বাঁ-দিকের ডানাতেও সামান্য চোট আছে ৷ বছরের নির্দিষ্ট সময়ে এরা ডিম পারার জন্য বঙ্গোপসাগরের উপকূলে ডিম পারতে আসে ৷ ওড়িশার সুনশান উপকূলে ডিম পেরে আবার গভীর সমুদ্রে ফিরে যায় ৷ ফলে অনুমান করা হচ্ছে, এই কচ্ছপটিও ওড়িশার উপকূলে ডিম পারার পর, কোনও কারণে দিগভ্রষ্ট হয়ে রূপনারায়ণ নদে ঢুকে পড়েছিল ৷

রূপনারায়ণের পাড়ে কচ্ছপ উদ্ধারের খবর দ্রুত ছড়িয়ে পড়ে ৷ ফলে এলাকাযর প্রচুর মানুষ কচ্ছপটিকে দেখতে ভিড় জমায় সেখানে ৷ জানা গিয়েছে, হাওড়া বন্যপ্রাণ সংরক্ষণ বিভাগের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করে গড়চুমুক চিড়িয়াখানায় নিয়ে গিয়েছে ৷ সেখানে কচ্ছপটির চিকিৎসা করা হবে ৷ সেটিকে সুস্থ করে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেওয়া হবে ৷

আরও পড়ুন:

  1. মৎস্যজীবীর জালে পড়ল 40 কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ
  2. চারটি ব্যাগে লুকনো প্রায় একশো কচ্ছপ, মালদা স্টেশনে গ্রেফতার ভিনরাজ্যের কিশোর

হাওড়া, 22 এপ্রিল: অলিভ রিডেল অথবা লেপিড চেলিস অলিভাসিয়া, বিরল প্রজাতির কচ্ছপ না-হলেও, সাধারণত ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের গভীর জলেই এদের দেখতে পাওয়া যায় ৷ সমুদ্রের গভীর জলে থাকা সেই বিশালাকার কচ্ছপ এবার পাওয়া গেল হাওড়ার বাগনানে রূপনারায়ণ নদের পাড়ে ৷

শনিবার হাওড়া গ্রামীণের বাগনান থানার বাকসিহাট পঞ্চায়েতের মানকুরে রূপনারায়ণ নদের পাড় থেকে প্রায় 40 কেজি ওজনের অলিভ রিডলি কচ্ছপটি উদ্ধার হয়েছে ৷ কিন্তু, কীভাবে এখানে এই কচ্ছপটি এল ? তা নিয়ে চলছে বিস্তর জল্পনা ৷ স্থানীয় সূত্রে খবর, সেখানকার বাসিন্দারা রূপনারায়ণের পাড়ে ওই কচ্ছপটিকে দেখতে পেয়ে জলে নামিয়ে দেওয়ার চেষ্টা করে ৷ কিন্তু, কচ্ছপটি বারবার পাড়ে উঠে আসে ৷ এরপরেই বাগনান থানায় খবর দেওয়া হয় ৷

পুলিশ সেখানে পৌঁছে হাওড়া জেলার যৌথ পরিবেশ মঞ্চ ও বন্যপ্রাণ সংরক্ষণকারীদের সঙ্গে যোগাযোগ করে ৷ তারা রূপনারায়ণের পাড়ে পৌঁছে বিশালাকৃতির কচ্ছপটিকে দেখে বুঝে যান, সেটি সামুদ্রিক কচ্ছপ ৷ বন দফতরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷

বন দফতর একটি সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া কচ্ছপটি অলিভ রিডলি প্রজাতির ৷ সাধারণত প্রশান্ত মহাসাগরের গভীর জলে এই কচ্ছপ দেখা যায় ৷ কখনও কখনও আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের গভীর জলেও এদের দেখা মেলে ৷ দীর্ঘপথ অতিক্রম করার ফলে খুবই ক্লান্ত হয়ে গেছে কচ্ছপটি ৷ শুধু তাই নয়, তার বাঁ-দিকের ডানাতেও সামান্য চোট আছে ৷ বছরের নির্দিষ্ট সময়ে এরা ডিম পারার জন্য বঙ্গোপসাগরের উপকূলে ডিম পারতে আসে ৷ ওড়িশার সুনশান উপকূলে ডিম পেরে আবার গভীর সমুদ্রে ফিরে যায় ৷ ফলে অনুমান করা হচ্ছে, এই কচ্ছপটিও ওড়িশার উপকূলে ডিম পারার পর, কোনও কারণে দিগভ্রষ্ট হয়ে রূপনারায়ণ নদে ঢুকে পড়েছিল ৷

রূপনারায়ণের পাড়ে কচ্ছপ উদ্ধারের খবর দ্রুত ছড়িয়ে পড়ে ৷ ফলে এলাকাযর প্রচুর মানুষ কচ্ছপটিকে দেখতে ভিড় জমায় সেখানে ৷ জানা গিয়েছে, হাওড়া বন্যপ্রাণ সংরক্ষণ বিভাগের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করে গড়চুমুক চিড়িয়াখানায় নিয়ে গিয়েছে ৷ সেখানে কচ্ছপটির চিকিৎসা করা হবে ৷ সেটিকে সুস্থ করে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেওয়া হবে ৷

আরও পড়ুন:

  1. মৎস্যজীবীর জালে পড়ল 40 কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ
  2. চারটি ব্যাগে লুকনো প্রায় একশো কচ্ছপ, মালদা স্টেশনে গ্রেফতার ভিনরাজ্যের কিশোর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.