কলকাতা, 19 মে: দীঘার জগন্নাথ মন্দির সম্প্রতি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই এবার উত্তরবঙ্গ থেকে যাতে সহজেই দক্ষিণবঙ্গের দিঘায় পৌঁছনো যায়, সেই কারণে আগামিকাল মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক রুটে ভলভো বাসের উদ্বোধন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত এমনটাই স্থির রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর ।
আজ সোমবার উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আগামিকাল শিলিগুড়ি থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি । আর সেইসব প্রকল্পের একটি হল ছ'টি ঝাঁ চকচকে একেবারে নতুন মডেলের ভলভো বাসের উদ্বোধন ।

সম্প্রতি রাজ্য পরিবহণ দফতর ছ'টি ভলভো বাস কেনার সিদ্ধান্ত নেয় । সেই মতো ছয়টি বাস কেনা হয় । বাসগুলো কিনতে খরচ পড়েছে প্রায় সাড়ে ন'কোটি টাকা । এক একটি বাসের আসন সংখ্যা হল 43 । একেবারে নতুন মডেল তাই বাসগুলোতে রয়েছে হিটিং ব্যবস্থা । পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা রয়েছে । এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে ।

প্রতিটি বাসের এক বছরের ওয়ারেন্টি রয়েছে । এছাড়াও প্রতি বাসের দু'বছর পর্যন্ত অথবা ছয় লক্ষ কিলোমিটার পর্যন্ত ড্রাইভ লাইন ওয়ারেন্টি রয়েছে । অন্যান্য বাসের তুলনায় এই বাসগুলো যেমন অনেক বেশী আরামদায়ক, তেমনই যাত্রী নিরাপত্তার দিক থেকে অনেক বেশি মজবুত ।

ইতিমধ্যেই সবকটি বাস উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে । উত্তরবঙ্গের যেই ছ’টি জেলা থেকে বাস ছাড়বে সেগুলি হল: শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ ও মালদা ।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারপার্সন পার্থপ্রতিম রায় জানিয়েছেন, আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসগুলোর উদ্বোধন করার কথা রয়েছে । তবে পূর্ণাঙ্গ রুট, বাসের ভাড়া এবং সপ্তাহের কোনদিনগুলিতে পরিষেবা দেওয়া হবে, এইসব বিষয়গুলি এখনও চূড়ান্ত হয়নি ।

উত্তরবঙ্গে আগে শিতাতপ নিয়ন্ত্রিত এসি বাস থাকলেও NBSTC এই প্রথমবার এই ধরনের একেবারে অত্যাধুনিক মডেলের বিলাসবহুল ভলভো বাসের পরিষেবা চালু করতে চলেছে ।