ETV Bharat / state

ভলভো বাসে উত্তরবঙ্গ থেকে দিঘা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী - NORTH BENGAL TO DIGHA BUS SERVICE

উত্তরবঙ্গের ছয় জেলা থেকে অত্যাধুনিক এই বাসে সরাসরি পৌঁছে যাওয়া যাবে দিঘা ৷

North Bengal to Digha Bus Service
ভলভো বাসে উত্তরবঙ্গ থেকে দিঘা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2025 at 9:41 PM IST

2 Min Read

কলকাতা, 19 মে: দীঘার জগন্নাথ মন্দির সম্প্রতি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই এবার উত্তরবঙ্গ থেকে যাতে সহজেই দক্ষিণবঙ্গের দিঘায় পৌঁছনো যায়, সেই কারণে আগামিকাল মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক রুটে ভলভো বাসের উদ্বোধন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত এমনটাই স্থির রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর ।

আজ সোমবার উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আগামিকাল শিলিগুড়ি থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি । আর সেইসব প্রকল্পের একটি হল ছ'টি ঝাঁ চকচকে একেবারে নতুন মডেলের ভলভো বাসের উদ্বোধন ।

North Bengal to Digha Bus Service
ভলভো বাস (নিজস্ব ছবি)

সম্প্রতি রাজ্য পরিবহণ দফতর ছ'টি ভলভো বাস কেনার সিদ্ধান্ত নেয় । সেই মতো ছয়টি বাস কেনা হয় । বাসগুলো কিনতে খরচ পড়েছে প্রায় সাড়ে ন'কোটি টাকা । এক একটি বাসের আসন সংখ্যা হল 43 । একেবারে নতুন মডেল তাই বাসগুলোতে রয়েছে হিটিং ব্যবস্থা । পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা রয়েছে । এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে ।

North Bengal to Digha Bus Service
ভলভো বাস (নিজস্ব ছবি)

প্রতিটি বাসের এক বছরের ওয়ারেন্টি রয়েছে । এছাড়াও প্রতি বাসের দু'বছর পর্যন্ত অথবা ছয় লক্ষ কিলোমিটার পর্যন্ত ড্রাইভ লাইন ওয়ারেন্টি রয়েছে । অন্যান্য বাসের তুলনায় এই বাসগুলো যেমন অনেক বেশী আরামদায়ক, তেমনই যাত্রী নিরাপত্তার দিক থেকে অনেক বেশি মজবুত ।

North Bengal to Digha Bus Service
ভলভো বাস (নিজস্ব ছবি)

ইতিমধ্যেই সবকটি বাস উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে । উত্তরবঙ্গের যেই ছ’টি জেলা থেকে বাস ছাড়বে সেগুলি হল: শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ ও মালদা ।

North Bengal to Digha Bus Service
ভলভো বাস (নিজস্ব ছবি)

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারপার্সন পার্থপ্রতিম রায় জানিয়েছেন, আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসগুলোর উদ্বোধন করার কথা রয়েছে । তবে পূর্ণাঙ্গ রুট, বাসের ভাড়া এবং সপ্তাহের কোনদিনগুলিতে পরিষেবা দেওয়া হবে, এইসব বিষয়গুলি এখনও চূড়ান্ত হয়নি ।

North Bengal to Digha Bus Service
ভলভো বাস (নিজস্ব ছবি)

উত্তরবঙ্গে আগে শিতাতপ নিয়ন্ত্রিত এসি বাস থাকলেও NBSTC এই প্রথমবার এই ধরনের একেবারে অত্যাধুনিক মডেলের বিলাসবহুল ভলভো বাসের পরিষেবা চালু করতে চলেছে ।

কলকাতা, 19 মে: দীঘার জগন্নাথ মন্দির সম্প্রতি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই এবার উত্তরবঙ্গ থেকে যাতে সহজেই দক্ষিণবঙ্গের দিঘায় পৌঁছনো যায়, সেই কারণে আগামিকাল মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক রুটে ভলভো বাসের উদ্বোধন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত এমনটাই স্থির রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর ।

আজ সোমবার উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আগামিকাল শিলিগুড়ি থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি । আর সেইসব প্রকল্পের একটি হল ছ'টি ঝাঁ চকচকে একেবারে নতুন মডেলের ভলভো বাসের উদ্বোধন ।

North Bengal to Digha Bus Service
ভলভো বাস (নিজস্ব ছবি)

সম্প্রতি রাজ্য পরিবহণ দফতর ছ'টি ভলভো বাস কেনার সিদ্ধান্ত নেয় । সেই মতো ছয়টি বাস কেনা হয় । বাসগুলো কিনতে খরচ পড়েছে প্রায় সাড়ে ন'কোটি টাকা । এক একটি বাসের আসন সংখ্যা হল 43 । একেবারে নতুন মডেল তাই বাসগুলোতে রয়েছে হিটিং ব্যবস্থা । পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা রয়েছে । এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে ।

North Bengal to Digha Bus Service
ভলভো বাস (নিজস্ব ছবি)

প্রতিটি বাসের এক বছরের ওয়ারেন্টি রয়েছে । এছাড়াও প্রতি বাসের দু'বছর পর্যন্ত অথবা ছয় লক্ষ কিলোমিটার পর্যন্ত ড্রাইভ লাইন ওয়ারেন্টি রয়েছে । অন্যান্য বাসের তুলনায় এই বাসগুলো যেমন অনেক বেশী আরামদায়ক, তেমনই যাত্রী নিরাপত্তার দিক থেকে অনেক বেশি মজবুত ।

North Bengal to Digha Bus Service
ভলভো বাস (নিজস্ব ছবি)

ইতিমধ্যেই সবকটি বাস উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে । উত্তরবঙ্গের যেই ছ’টি জেলা থেকে বাস ছাড়বে সেগুলি হল: শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ ও মালদা ।

North Bengal to Digha Bus Service
ভলভো বাস (নিজস্ব ছবি)

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারপার্সন পার্থপ্রতিম রায় জানিয়েছেন, আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসগুলোর উদ্বোধন করার কথা রয়েছে । তবে পূর্ণাঙ্গ রুট, বাসের ভাড়া এবং সপ্তাহের কোনদিনগুলিতে পরিষেবা দেওয়া হবে, এইসব বিষয়গুলি এখনও চূড়ান্ত হয়নি ।

North Bengal to Digha Bus Service
ভলভো বাস (নিজস্ব ছবি)

উত্তরবঙ্গে আগে শিতাতপ নিয়ন্ত্রিত এসি বাস থাকলেও NBSTC এই প্রথমবার এই ধরনের একেবারে অত্যাধুনিক মডেলের বিলাসবহুল ভলভো বাসের পরিষেবা চালু করতে চলেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.