দার্জিলিং, 6 জুন: দক্ষিণ 24 পরগনার মহেশতলার পর এবার শিলিগুড়ি । এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল এলাকাবাসী । প্যান্ডেলের বাঁশ চুরি করার ঘটনায় প্রৌঢ়কে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর কামাদগছে । ঘটনায় সুভাষ সিংহ নামে এক ব্যক্তিকে আটক করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মঙ্গল টুডু (50) । তিনি বিধাননগর কামাদগছে এলাকারই বাসিন্দা । স্থানীয় এক অনুষ্ঠানের জন্য বাড়ির সামনে প্যান্ডেলের বাঁশ পড়েছিল । অভিযোগ, বৃহস্পতিবার ওই ব্যক্তি সেই বাঁশ বাড়িতে নিয়ে চলে যান । এরপরেই স্থানীয় তিনজন মিলে তাঁকে বেধড়ক মারধর করেন । মারধরের পর তাঁকে টেনে হিঁচড়ে বাড়ির সামনে ফেলে দিয়ে চলে যায় বলে অভিযোগ । স্থানীয়রা দেখে মঙ্গল টুডুর ছোট ছেলেকে খবর দেয় । এরপর ছেলে তাঁর দাদা তপন টুডুকে খবর দেন । তপন খবর পেয়ে ছুটে এলে ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন ।
তড়িঘড়ি মঙ্গল টুডুকে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয় ৷ কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে বিধাননগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
এই বিষয়ে দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক নায়ার বলেন, "যদিও ঘটনায় এখনও পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি । তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে । মৃতের পরিবারের তরফে অভিযোগ হলেই বাকি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।"