ETV Bharat / state

ফের পরীক্ষার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ নিট পরীক্ষার্থী, সুপ্রিম কোর্টে যেতে বললেন বিচারপতি - HC on NEET UG Row

HC on NEET UG Row: ফের পরীক্ষার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ নিট পরীক্ষার্থী ৷ ফুটেজ সংরক্ষণ করতে বলেও সুপ্রিম কোর্টে যেতে বললেন হাইকোর্টের বিচারপতি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 9:52 PM IST

HC on NEET UG Row
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)

কলকাতা, 21 জুন: পরীক্ষা কেন্দ্রে ছেঁড়া ওএমআর শিট দেওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ নিট পরীক্ষার্থী। যে মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আসল ওএমআর শিট এবং সিসিটিভি ফুটেজ এক বছরের জন্য সংরক্ষণ করতে হবে।

এরই পাশাপাশি বিচারপতি সেনগুপ্তর পর্যবেক্ষণে জানান, পুনরায় ওই পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। এই অবস্থায় হাইকোর্ট কোনও আলাদা নির্দেশ দেবে না। মামলাকারী প্রয়োজন মনে করলে শনিবার শীর্ষ আদালতে যেতে পারবেন। কারণ, হিসেবে হাইকোর্টের পর্যবেক্ষণ, রবিবার সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রেস নম্বর পেয়েছেন এমন 1563 জন পরীক্ষার্থীর পুনরায় পরীক্ষা নেওয়া হচ্ছে। হাইকোর্টের আরও পর্যবেক্ষণ, পরীক্ষা কেন্দ্রে মামলাকারী তথা পরীক্ষার্থীর সময় নষ্ট করা হয়েছে ৷ এই নিয়ে কোনও সন্দেহ নেই। এতে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও আদালত মনে করছে ৷

মামলা করেছিলেন এমবিবিএস কোর্সের নিট (ইউজি)-র এক পরীক্ষার্থী। অভিযোগ, পরীক্ষার হলে তাঁকে ছেঁড়া ওএমআর শিট দেওয়া হয়েছে ৷ এই নিয়ে পরীক্ষার হলে অভিযোগও জানান ওই পরীক্ষার্থী ৷ তার পরে নির্দেশের জন্য দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয় তাঁকে। শেষমেশ অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ করেন ওই মামলাকারী। তাই ফের তাঁর পরীক্ষা নেওয়ার আর্জিও জানান ওই পরীক্ষার্থী ৷ যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই আবেদন মঞ্জুর না করায় আদালতের দ্বারস্থ হয়েছেন ওই পরীক্ষার্থী।

এনটিএর তরফে দাবি করা হয়, ওই ওএমআর শিট স্ক্যান করে দেওয়া হয়েছিল। ছেঁড়া ওএমআর শিট দেওয়া হয়নি। উপরের অংশটি ক্ষতিগ্রস্ত ছিল। পরীক্ষার্থী অভিযোগ জানালে তাঁকে ওই ওএমআর শিটে পরীক্ষা দিতেই বলা হয়ে। তবে এই টানাপোড়েনে কয়েক মিনিট নষ্ট হয়েছে ওই পরীক্ষার্থীর।

কলকাতা, 21 জুন: পরীক্ষা কেন্দ্রে ছেঁড়া ওএমআর শিট দেওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ নিট পরীক্ষার্থী। যে মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আসল ওএমআর শিট এবং সিসিটিভি ফুটেজ এক বছরের জন্য সংরক্ষণ করতে হবে।

এরই পাশাপাশি বিচারপতি সেনগুপ্তর পর্যবেক্ষণে জানান, পুনরায় ওই পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। এই অবস্থায় হাইকোর্ট কোনও আলাদা নির্দেশ দেবে না। মামলাকারী প্রয়োজন মনে করলে শনিবার শীর্ষ আদালতে যেতে পারবেন। কারণ, হিসেবে হাইকোর্টের পর্যবেক্ষণ, রবিবার সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রেস নম্বর পেয়েছেন এমন 1563 জন পরীক্ষার্থীর পুনরায় পরীক্ষা নেওয়া হচ্ছে। হাইকোর্টের আরও পর্যবেক্ষণ, পরীক্ষা কেন্দ্রে মামলাকারী তথা পরীক্ষার্থীর সময় নষ্ট করা হয়েছে ৷ এই নিয়ে কোনও সন্দেহ নেই। এতে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও আদালত মনে করছে ৷

মামলা করেছিলেন এমবিবিএস কোর্সের নিট (ইউজি)-র এক পরীক্ষার্থী। অভিযোগ, পরীক্ষার হলে তাঁকে ছেঁড়া ওএমআর শিট দেওয়া হয়েছে ৷ এই নিয়ে পরীক্ষার হলে অভিযোগও জানান ওই পরীক্ষার্থী ৷ তার পরে নির্দেশের জন্য দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয় তাঁকে। শেষমেশ অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ করেন ওই মামলাকারী। তাই ফের তাঁর পরীক্ষা নেওয়ার আর্জিও জানান ওই পরীক্ষার্থী ৷ যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই আবেদন মঞ্জুর না করায় আদালতের দ্বারস্থ হয়েছেন ওই পরীক্ষার্থী।

এনটিএর তরফে দাবি করা হয়, ওই ওএমআর শিট স্ক্যান করে দেওয়া হয়েছিল। ছেঁড়া ওএমআর শিট দেওয়া হয়নি। উপরের অংশটি ক্ষতিগ্রস্ত ছিল। পরীক্ষার্থী অভিযোগ জানালে তাঁকে ওই ওএমআর শিটে পরীক্ষা দিতেই বলা হয়ে। তবে এই টানাপোড়েনে কয়েক মিনিট নষ্ট হয়েছে ওই পরীক্ষার্থীর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.