ETV Bharat / state

কলকাতা পুলিশ কমিশনার, স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবিতে সরব নওশাদ - Kolkata Doctor Rape and Murder

Nawsad Siddiqui: আরজি কর কাণ্ডে শনিবার সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে গ্রেফতার করেছে সিবিআই ৷ এই আবহে কলকাতা পুলিশের কমিশনার ও স্বাস্থ্য সচিবকে বহিষ্কারের দাবি তুললেন ফুরফুরা শরিফের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 11:24 AM IST

Nawsad Siddiqui
নওশাদ সিদ্দিকি (নিজস্ব চিত্র)

ফুরফুরা, 15 সেপ্টেম্বর: আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে তোলপাড় রাজ্য ৷ টানা 6 দিন ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা ৷ এই আবহে কলকাতা পুলিশের কমিশনার ও রাজ্যের স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি তুললেন ফুরফুরা শরিফের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি ৷

কমিশনার ও স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবিতে সরব নওশাদ (ইটিভি ভারত)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে এই বিষয়ে আবেদনও জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, "সেদিনের সেই নৃশংস ঘটনার প্রধান দোষীকে গ্রেফতার করতে হবে ৷ বাংলার মানুষ দ্রুত সুবিচার চাইছে ৷ সিবিআই চার্জশিট গঠন করে দ্রুত দোষীদের শাস্তি দিক, এটাই আমাদের দাবি ৷ সেই সঙ্গে, মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ কলকাতা পুলিশের কমিশনার ও রাজ্যের স্বাস্থ্য সচিবকে তাঁদের দায়িত্ব থেকে দ্রুত অব্যাহতি দিন তিনি ৷" উল্লেখ্য, শনিবার খুনের মামলায় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতার করেছে সিবিআই ৷

নওশাদের দাবি, "এই গ্রেফতারির পর এটা পরিস্কার হয়ে গিয়েছে, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে পুলিশও জড়িয়ে রয়েছে ৷" তাঁর মতে, এবার কমিশনার ও স্বাস্থ্য সচিবকে বহিষ্কার করা উচিত ৷ তিনি আরও বলেন, "রাজ্য সরকার ও পুলিশ যদি তদন্তে অসহযোগিতা করে, সেটাও সিবিআই প্রকাশ্যে আনুক ।মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে ৷ বিষয়টা কোনও ভাবেই ধামাচাপা পড়ে যাক, সেটা মেনে নেওয়া যাবে না । শহর থেকে শহরাঞ্চল, বাংলার মানুষ সুবিচার চাইছে ।"

উল্লেখ্য, সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অনেক দেরিতে এফআইআর-এর অভিযোগ রয়েছে ৷ তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে ৷ এর আগে ঘটনার 24 ঘণ্টার মধ্যে সিভিক ভলান্টিয়ার সঞ্জিবকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ এই নিয়ে মোট 3 জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী দল ৷ এদিকে, দীর্ঘ আন্দোলনের পর শনিবারই কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল জুনিয়র চিকিৎসকদের ৷ কিন্তু সেই বৈঠকও ভেস্তে গিয়েছে ৷ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসে 3 ঘণ্টা অপেক্ষা করার পরও সেই বৈঠক হয়নি ৷

আরও পড়ুন

ফুরফুরা, 15 সেপ্টেম্বর: আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে তোলপাড় রাজ্য ৷ টানা 6 দিন ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা ৷ এই আবহে কলকাতা পুলিশের কমিশনার ও রাজ্যের স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি তুললেন ফুরফুরা শরিফের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি ৷

কমিশনার ও স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবিতে সরব নওশাদ (ইটিভি ভারত)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে এই বিষয়ে আবেদনও জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, "সেদিনের সেই নৃশংস ঘটনার প্রধান দোষীকে গ্রেফতার করতে হবে ৷ বাংলার মানুষ দ্রুত সুবিচার চাইছে ৷ সিবিআই চার্জশিট গঠন করে দ্রুত দোষীদের শাস্তি দিক, এটাই আমাদের দাবি ৷ সেই সঙ্গে, মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ কলকাতা পুলিশের কমিশনার ও রাজ্যের স্বাস্থ্য সচিবকে তাঁদের দায়িত্ব থেকে দ্রুত অব্যাহতি দিন তিনি ৷" উল্লেখ্য, শনিবার খুনের মামলায় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতার করেছে সিবিআই ৷

নওশাদের দাবি, "এই গ্রেফতারির পর এটা পরিস্কার হয়ে গিয়েছে, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে পুলিশও জড়িয়ে রয়েছে ৷" তাঁর মতে, এবার কমিশনার ও স্বাস্থ্য সচিবকে বহিষ্কার করা উচিত ৷ তিনি আরও বলেন, "রাজ্য সরকার ও পুলিশ যদি তদন্তে অসহযোগিতা করে, সেটাও সিবিআই প্রকাশ্যে আনুক ।মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে ৷ বিষয়টা কোনও ভাবেই ধামাচাপা পড়ে যাক, সেটা মেনে নেওয়া যাবে না । শহর থেকে শহরাঞ্চল, বাংলার মানুষ সুবিচার চাইছে ।"

উল্লেখ্য, সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অনেক দেরিতে এফআইআর-এর অভিযোগ রয়েছে ৷ তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে ৷ এর আগে ঘটনার 24 ঘণ্টার মধ্যে সিভিক ভলান্টিয়ার সঞ্জিবকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ এই নিয়ে মোট 3 জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী দল ৷ এদিকে, দীর্ঘ আন্দোলনের পর শনিবারই কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল জুনিয়র চিকিৎসকদের ৷ কিন্তু সেই বৈঠকও ভেস্তে গিয়েছে ৷ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসে 3 ঘণ্টা অপেক্ষা করার পরও সেই বৈঠক হয়নি ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.