ETV Bharat / state

যৌনাঙ্গে পাথর ঢুকিয়ে নির্যাতন তৃণমূল নেতার ! জাতীয় মহিলা কমিশন বলল, এ তো আরেক শাহজাহান - NARAYANGARH SEXUAL ABUSE CASE

নারায়ণগড়-কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারির দাবি জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার ৷ নির্যাতিতার পাশাপাশি তিনি পুলিশের সঙ্গে দেখা করেন ৷

narayangarh sexual abuse case
নারায়ণগড়-কাণ্ডে নির্যাতিতার বাড়িতে জাতীয় মহিলা কমিশন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 16, 2025 at 6:08 PM IST

3 Min Read

নারায়ণগড়, 16 মার্চ: এ তো আরেক শেখ শাহজাহান ! পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে নির্যাতিত বিজেপি কর্মীর অভিযোগ শুনতে এসে এমনই উপলব্ধি হল জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের । তিনি জানান, একজনের অভিযোগ শুনতে এসেছিলেন তিনি ৷ কিন্তু 20 জন মহিলা অভিযোগ করলেন ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ নারায়ণগড়-কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারির দাবি জানিয়েছে জাতীয় মহিলা কমিশন ৷

ঘটনার পর প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত ৷ এখনও অধরা নারায়ণগড়-কাণ্ডে মূল অভিযুক্ত । এবার এখানে এসে নির্যাতিতা মহিলার পাশে দাঁড়াল জাতীয় মহিলা কমিশন । গত 9 মার্চ মহিলাকে যৌন নির্যাতন ও তাঁর যৌনাঙ্গে স্টোনচিপস ও বালি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ৷ বিজেপি কর্মীর অভিযোগ, রবিবার দলীয় কার্যালয়ে ডেকে তাঁকে যৌন নির্যাতন করেন তৃণমূল নেতা-সহ আরও একজন ৷

জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার (ইটিভি ভারত)

ঘটনার পর এদিন নির্যাতিতার বাড়িতে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার । এদিন তিনি নির্যাতিতার বাড়িতে ঢুকে একান্তেই তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন ৷ এরপর জাতীয় মহিলা কমিশনের সদস্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি একটা মেয়ের জন্য এখানে এসেছি । কিন্তু এখানে এসে অন্তত 20টা মহিলার অভিযোগ পেলাম ৷ যাঁদের প্রত্যেকেরই অভিযোগ, ওই ভদ্রলোক অত্যাচার করেছে ৷ সে কোনও সময় আর্থিক তোলা, বাড়ি দখল করা থেকে শুরু করে মহিলাদের উপর শারীরিক নির্যাতন চালিয়েছে । আমার মনে হচ্ছে সে যেন আরেক শেখ শাহজাহান ৷ এই অঞ্চলের বেতাজ বাদশা ।"

পাশাপাশি তিনি এও বলেন, "যেখানে এক নির্যাতিতা মহিলা অভিযোগ করছেন তিনি যৌন হেনস্থা এবং যৌন নির্যাতনের শিকার, সেখানে পুলিশ কেন অভিযুক্তকে গ্রেফতার করেনি । আমরা প্রয়োজন হলে এখানকার পুলিশ সুপার ও জেলাশাসকের সঙ্গে কথা বলব । দরকার হলে তাদের দিল্লিতে ডেকে পাঠাব ।"

যদিও ওই মহিলার পরিবারের সঙ্গে দেখা করার পরে তিনি মূল অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে হাজির হন নারায়ণগড় থানায় । সেখানে পৌঁছে নারায়ণগড় থানার ওসি ও খড়গপুর মহকুমার অতিরিক্ত জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন তিনি ।

প্রসঙ্গত, নির্যাতিতা ও তাঁর স্বামী অভিযোগ করেন, মহিলা একসময়ে এলাকায় বিজেপি করতেন । কিন্তু শাসকদল তৃণমূলের হুমকিতে শেষ পর্যন্ত সেই দল ছাড়তে বাধ্য হন তিনি । তাতেও দমে যাননি এলাকার শাসকদলের নেতা ও ব্লক সভাপতির নেতৃত্বে একদল তৃণমূল নেতৃত্ব । মহিলাকে মুচলেকা দেওয়ার জন্য অফিসে ডাকা হয় বলে অভিযোগ ।

মহিলার আরও অভিযোগ, ওই অফিসে ডেকে মুচলেকা নেওয়ার নামে তাঁকে যৌন নির্যাতন এবং তাঁর যৌনাঙ্গে পাথরকুচি, বালি ঢুকিয়ে দেয় ওই তৃণমূল নেতা । এরপর ওই মহিলা অজ্ঞান হয়ে গেলে তাঁকে এলাকার তৃণমূল নেতৃত্ব তুলে নিয়ে আসে এবং হাসপাতালে ভর্তি করে । পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মেডিক্যাল কলেজে রেফার করা হয় । যদিও পরবর্তীকালে মেডিক্যালের জন্য এইমসের দ্বারস্থ হন ওই মহিলা । সেই ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে এদিন এসেছিল জাতীয় মহিলা কমিশন ।

নারায়ণগড়, 16 মার্চ: এ তো আরেক শেখ শাহজাহান ! পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে নির্যাতিত বিজেপি কর্মীর অভিযোগ শুনতে এসে এমনই উপলব্ধি হল জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের । তিনি জানান, একজনের অভিযোগ শুনতে এসেছিলেন তিনি ৷ কিন্তু 20 জন মহিলা অভিযোগ করলেন ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ নারায়ণগড়-কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারির দাবি জানিয়েছে জাতীয় মহিলা কমিশন ৷

ঘটনার পর প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত ৷ এখনও অধরা নারায়ণগড়-কাণ্ডে মূল অভিযুক্ত । এবার এখানে এসে নির্যাতিতা মহিলার পাশে দাঁড়াল জাতীয় মহিলা কমিশন । গত 9 মার্চ মহিলাকে যৌন নির্যাতন ও তাঁর যৌনাঙ্গে স্টোনচিপস ও বালি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ৷ বিজেপি কর্মীর অভিযোগ, রবিবার দলীয় কার্যালয়ে ডেকে তাঁকে যৌন নির্যাতন করেন তৃণমূল নেতা-সহ আরও একজন ৷

জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার (ইটিভি ভারত)

ঘটনার পর এদিন নির্যাতিতার বাড়িতে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার । এদিন তিনি নির্যাতিতার বাড়িতে ঢুকে একান্তেই তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন ৷ এরপর জাতীয় মহিলা কমিশনের সদস্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি একটা মেয়ের জন্য এখানে এসেছি । কিন্তু এখানে এসে অন্তত 20টা মহিলার অভিযোগ পেলাম ৷ যাঁদের প্রত্যেকেরই অভিযোগ, ওই ভদ্রলোক অত্যাচার করেছে ৷ সে কোনও সময় আর্থিক তোলা, বাড়ি দখল করা থেকে শুরু করে মহিলাদের উপর শারীরিক নির্যাতন চালিয়েছে । আমার মনে হচ্ছে সে যেন আরেক শেখ শাহজাহান ৷ এই অঞ্চলের বেতাজ বাদশা ।"

পাশাপাশি তিনি এও বলেন, "যেখানে এক নির্যাতিতা মহিলা অভিযোগ করছেন তিনি যৌন হেনস্থা এবং যৌন নির্যাতনের শিকার, সেখানে পুলিশ কেন অভিযুক্তকে গ্রেফতার করেনি । আমরা প্রয়োজন হলে এখানকার পুলিশ সুপার ও জেলাশাসকের সঙ্গে কথা বলব । দরকার হলে তাদের দিল্লিতে ডেকে পাঠাব ।"

যদিও ওই মহিলার পরিবারের সঙ্গে দেখা করার পরে তিনি মূল অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে হাজির হন নারায়ণগড় থানায় । সেখানে পৌঁছে নারায়ণগড় থানার ওসি ও খড়গপুর মহকুমার অতিরিক্ত জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন তিনি ।

প্রসঙ্গত, নির্যাতিতা ও তাঁর স্বামী অভিযোগ করেন, মহিলা একসময়ে এলাকায় বিজেপি করতেন । কিন্তু শাসকদল তৃণমূলের হুমকিতে শেষ পর্যন্ত সেই দল ছাড়তে বাধ্য হন তিনি । তাতেও দমে যাননি এলাকার শাসকদলের নেতা ও ব্লক সভাপতির নেতৃত্বে একদল তৃণমূল নেতৃত্ব । মহিলাকে মুচলেকা দেওয়ার জন্য অফিসে ডাকা হয় বলে অভিযোগ ।

মহিলার আরও অভিযোগ, ওই অফিসে ডেকে মুচলেকা নেওয়ার নামে তাঁকে যৌন নির্যাতন এবং তাঁর যৌনাঙ্গে পাথরকুচি, বালি ঢুকিয়ে দেয় ওই তৃণমূল নেতা । এরপর ওই মহিলা অজ্ঞান হয়ে গেলে তাঁকে এলাকার তৃণমূল নেতৃত্ব তুলে নিয়ে আসে এবং হাসপাতালে ভর্তি করে । পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মেডিক্যাল কলেজে রেফার করা হয় । যদিও পরবর্তীকালে মেডিক্যালের জন্য এইমসের দ্বারস্থ হন ওই মহিলা । সেই ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে এদিন এসেছিল জাতীয় মহিলা কমিশন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.