ETV Bharat / state

দক্ষিণ-পূর্ব রেলে একাধিক ট্রেন বাতিল! ঘুরপথেও চলবে বেশ কিছু এক্সপ্রেস - TRAIN CANCELLED

Trains Cancel in South Eastern Railway: কিছু ট্রেন বাতিল । কিছু ট্রেনের যাত্রাপথ বদলাবে ৷ আবার কিছু ট্রেনের সময়সূচি বদলে গেল ৷ তাই যাত্রীদের ফের দুর্ভোগ ৷ কবে থেকে এই বদল, তা জানিয়ে দিল দক্ষিণ-পূর্ব রেল ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 10:49 PM IST

Trains Cancel in South Eastern Railway
একাধিক ট্রেন বাতিল (ইটিভি ভারত)

কলকাতা, 21 জুন: সাউথ-ইস্ট-সেন্ট্রাল রেলের বিলাসপুর বিভাগের জরুরি কাজ ও ওয়েস্ট-সেন্ট্রাল রেলের ভোপাল বিভাগে উন্নয়নমূলক কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেল আগামী 24 থেকে 30 জুন ও 29 জুন থেকে 11 জুলাই একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল।

বাতিল হওয়া ট্রেনের তালিকা-

  • 18113 টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস 24-29 জুন পর্যন্ত বাতিল থাকবে
  • 18114 বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস 25-30 জুন পর্যন্ত বাতিল থাকবে
  • 18109 টাটানগর-এনএসসিবি ইটওয়ারি এক্সপ্রেস 25-30 জুন পর্যন্ত বাতিল থাকবে
  • 18110 এনএসসিবি ইটওয়ারি-টাটানগর এক্সপ্রেস 25-30 জুন পর্যন্ত বাতিল থাকবে
  • 20828 সাঁতরাগাছি-জব্বলপুর এক্সপ্রেস 26 জুন বাতিল থাকবে
  • 20827 জব্বলপুর-সাঁতরাগাছি এক্সপ্রেস 27 জুন বাতিল থাকবে
  • 17007 সেকেন্দ্রাবাদ-দ্বারভাঙা এক্সপ্রেস 25 ও 29 জুন বাতিল থাকবে
  • 17008 দ্বারভাঙা-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস 28 জুন ও 2 জুলাই বাতিল থাকবে
  • 20822 সাঁতরাগাছি-পুনে এক্সপ্রেস 29 জুন বাতিল থাকবে
  • 20821 পুনে-সাঁতরাগাছি এক্সপ্রেস 1 জুলাই বাতিল থাকবে
  • 22843 বিলাসপুর-পটনা এক্সপ্রেস 28 জুন বাতিল থাকবে
  • 22844 পটনা-বিলাসপুর এক্সপ্রেস 30 জুন বাতিল থাকবে
  • 12130 হাওড়া-পুনে এক্সপ্রেস 25 ও 30 জুন বাতিল থাকবে
  • 12129 পুনে-হাওড়া এক্সপ্রেস 27 জুন ও 2 জুলাই বাতিল থাকবে
  • 12101 মুম্বই-শালিমার এক্সপ্রেস 24, 25, 28 ও 29 জুন বাতিল থাকবে
  • 12102 শালিমার-মুম্বই এক্সপ্রেস 26, 27, 30 জুন ও 1 জুলাই বাতিল থাকবে
  • 20971 উদয়পুর সিটি-শালিমার এক্সপ্রেস 29 জুন ও 6 জুলাই বাতিল থাকবে
  • 20972 শালিমার-উদয়পুর সিটি এক্সপ্রেস 30 জুন ও 7 জুলাই বাতিল থাকবে
  • 18009 সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস 21, 28 জুন ও 5 জুলাই বাতিল থাকবে
  • 18010 আজমের-সাঁতরাগাছি এক্সপ্রেস 23, 30 জুন ও 7 জুলাই বাতিল থাকবে
  • 22830 শালিমার-ভুজ এক্সপ্রেস 29 জুন ও 6 জুলাই বাতিল থাকবে
  • 22829 ভুজ-শালিমার এক্সপ্রেস 2 ও 9 জুলাই বাতিল থাকবে
  • 22169 রানি কামলাপতি-সাঁতরাগাছি এক্সপ্রেস 3 ও 10 জুলাই বাতিল থাকবে
  • 22170 সাঁতরাগাছি-রানি কামলাপাতি এক্সপ্রেস 4 ও 11 জুলাই বাতিল থাকবে

ঘুরপথে যাত্রা করবে যে ট্রেনগুলি-

  • 12860 হাওড়া-মুম্বই এক্সপ্রেস 24 ও 29 জুন ঝাড়সুগুড়া-তিতলাগড়-রায়পুর হয়ে চলবে
  • 12859 মুম্বই-হাওড়া এক্সপ্রেস 26 জুন ও 1 জুলাই রায়পুর-তিতলাগড়-ঝাড়সুগুড়া হয়ে চলাচল করবে
  • 12905 পোরবন্দর-শালিমার এক্সপ্রেস 26, 27 জুন রায়পুর-তিতলাগড়-ঝাড়সুগুড়া হয়ে চলাচল করবে
  • 12906 শালিমার-পোরবন্দর এক্সপ্রেস 28, 29 জুন ঝাড়সুগুড়া-তিতলাগড়-রায়পুর হয়ে চলবে
  • 22846 হাতিয়া-পুনে এক্সপ্রেস 24, 28 জুন ঝাড়সুগুড়া-তিতলাগড়-রায়পুর হয়ে চলবে
  • 22845 পুনে-হাতিয়া এক্সপ্রেস 26, 30 জুন রায়পুর-তিতলাগড়-ঝাড়সুগুড়া হয়ে চলাচল করবে

সংক্ষিপ্ত যাত্রাপথ হওয়া ট্রেনের তালিকা-

  • 08862/08861 ঝাড়সুগুড়া-গন্ডিয়া-ঝাড়সুগুড়া মেমু স্পেশাল, 25 থেকে 30 জুন বিলাসপুর থেকে চলবে

কলকাতা, 21 জুন: সাউথ-ইস্ট-সেন্ট্রাল রেলের বিলাসপুর বিভাগের জরুরি কাজ ও ওয়েস্ট-সেন্ট্রাল রেলের ভোপাল বিভাগে উন্নয়নমূলক কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেল আগামী 24 থেকে 30 জুন ও 29 জুন থেকে 11 জুলাই একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল।

বাতিল হওয়া ট্রেনের তালিকা-

  • 18113 টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস 24-29 জুন পর্যন্ত বাতিল থাকবে
  • 18114 বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস 25-30 জুন পর্যন্ত বাতিল থাকবে
  • 18109 টাটানগর-এনএসসিবি ইটওয়ারি এক্সপ্রেস 25-30 জুন পর্যন্ত বাতিল থাকবে
  • 18110 এনএসসিবি ইটওয়ারি-টাটানগর এক্সপ্রেস 25-30 জুন পর্যন্ত বাতিল থাকবে
  • 20828 সাঁতরাগাছি-জব্বলপুর এক্সপ্রেস 26 জুন বাতিল থাকবে
  • 20827 জব্বলপুর-সাঁতরাগাছি এক্সপ্রেস 27 জুন বাতিল থাকবে
  • 17007 সেকেন্দ্রাবাদ-দ্বারভাঙা এক্সপ্রেস 25 ও 29 জুন বাতিল থাকবে
  • 17008 দ্বারভাঙা-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস 28 জুন ও 2 জুলাই বাতিল থাকবে
  • 20822 সাঁতরাগাছি-পুনে এক্সপ্রেস 29 জুন বাতিল থাকবে
  • 20821 পুনে-সাঁতরাগাছি এক্সপ্রেস 1 জুলাই বাতিল থাকবে
  • 22843 বিলাসপুর-পটনা এক্সপ্রেস 28 জুন বাতিল থাকবে
  • 22844 পটনা-বিলাসপুর এক্সপ্রেস 30 জুন বাতিল থাকবে
  • 12130 হাওড়া-পুনে এক্সপ্রেস 25 ও 30 জুন বাতিল থাকবে
  • 12129 পুনে-হাওড়া এক্সপ্রেস 27 জুন ও 2 জুলাই বাতিল থাকবে
  • 12101 মুম্বই-শালিমার এক্সপ্রেস 24, 25, 28 ও 29 জুন বাতিল থাকবে
  • 12102 শালিমার-মুম্বই এক্সপ্রেস 26, 27, 30 জুন ও 1 জুলাই বাতিল থাকবে
  • 20971 উদয়পুর সিটি-শালিমার এক্সপ্রেস 29 জুন ও 6 জুলাই বাতিল থাকবে
  • 20972 শালিমার-উদয়পুর সিটি এক্সপ্রেস 30 জুন ও 7 জুলাই বাতিল থাকবে
  • 18009 সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস 21, 28 জুন ও 5 জুলাই বাতিল থাকবে
  • 18010 আজমের-সাঁতরাগাছি এক্সপ্রেস 23, 30 জুন ও 7 জুলাই বাতিল থাকবে
  • 22830 শালিমার-ভুজ এক্সপ্রেস 29 জুন ও 6 জুলাই বাতিল থাকবে
  • 22829 ভুজ-শালিমার এক্সপ্রেস 2 ও 9 জুলাই বাতিল থাকবে
  • 22169 রানি কামলাপতি-সাঁতরাগাছি এক্সপ্রেস 3 ও 10 জুলাই বাতিল থাকবে
  • 22170 সাঁতরাগাছি-রানি কামলাপাতি এক্সপ্রেস 4 ও 11 জুলাই বাতিল থাকবে

ঘুরপথে যাত্রা করবে যে ট্রেনগুলি-

  • 12860 হাওড়া-মুম্বই এক্সপ্রেস 24 ও 29 জুন ঝাড়সুগুড়া-তিতলাগড়-রায়পুর হয়ে চলবে
  • 12859 মুম্বই-হাওড়া এক্সপ্রেস 26 জুন ও 1 জুলাই রায়পুর-তিতলাগড়-ঝাড়সুগুড়া হয়ে চলাচল করবে
  • 12905 পোরবন্দর-শালিমার এক্সপ্রেস 26, 27 জুন রায়পুর-তিতলাগড়-ঝাড়সুগুড়া হয়ে চলাচল করবে
  • 12906 শালিমার-পোরবন্দর এক্সপ্রেস 28, 29 জুন ঝাড়সুগুড়া-তিতলাগড়-রায়পুর হয়ে চলবে
  • 22846 হাতিয়া-পুনে এক্সপ্রেস 24, 28 জুন ঝাড়সুগুড়া-তিতলাগড়-রায়পুর হয়ে চলবে
  • 22845 পুনে-হাতিয়া এক্সপ্রেস 26, 30 জুন রায়পুর-তিতলাগড়-ঝাড়সুগুড়া হয়ে চলাচল করবে

সংক্ষিপ্ত যাত্রাপথ হওয়া ট্রেনের তালিকা-

  • 08862/08861 ঝাড়সুগুড়া-গন্ডিয়া-ঝাড়সুগুড়া মেমু স্পেশাল, 25 থেকে 30 জুন বিলাসপুর থেকে চলবে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.