ETV Bharat / state

কোন্নগরে নাবালক খুনে গ্রেফতার মা ও তাঁর বান্ধবী - mother and her friend arrested

Konnager Minor Boy Murder: সোমবার নাবালকের বাবা পঙ্কজ শর্মাকে উত্তরপাড়া থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর আজ, মঙ্গলবার সকালে থানায় নিয়ে যাওয়া হয় মা ও তাঁর বান্ধবীকে ৷ গত 16 ফেব্রুয়ারি সন্ধেয় নৃশংসভাবে খুন করা হয় আট বছরের নাবালককে ।

নাবালক খুনে গ্রেফতার মা ও তার বান্ধবী
Konnager Minor Boy Murder
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 6:17 PM IST

Updated : Feb 20, 2024, 7:59 PM IST

উত্তরপাড়া, 20 ফেব্রুয়ারি: কোন্নগরে নৃশংসভাবে আট বছরের নাবালকের খুনে গ্রেফতার মা ও তাঁর বান্ধবী। মঙ্গলবার উত্তরপাড়া থানার পুলিশ কোন্নগরের আদর্শনগরের বাড়ি থেকে মাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, মা শান্তা শর্মা ও তাঁর বান্ধবীকে গ্রেফতার করা হয়। গত 16 ফেব্রুয়ারি সন্ধেয় নৃশংসভাবে খুন করা হয় আট বছরের নাবালককে । তারপর কেটে গিয়েছে চার দিন। খুনের নানা তত্ত্ব উঠে এলেও অধরা ছিল অপরাধী। আজ অভিযুক্তদের গ্রেফতার করা হল ৷

এদিন মৃত নাবালকের মা ও তাঁর বান্ধবীকে পুলিশ নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষজনের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ তদন্তে নেমেই আগেই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ফরেনসিকের সাহায্য নিয়েছে । সোমবার ফরেনসিক টিম বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি নাবালকের মা শান্তা শর্মা ও তার প্রতিবেশী পম্পা শর্মাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল নাবালকের বাবা পঙ্কজ শর্মাকে উত্তরপাড়া থানায় ডেকে জিজ্ঞোসাবাদ করা হয়। জানা গিয়েছে মা ও তার বান্ধবীর মোবাইল থেকে সূত্রের মাধ্যমেই প্রমাণ পেয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ।

ঘনিষ্ঠ সম্পর্ক থেকেই এই খুন, বলে জানাল পুলিশ। তদন্তের স্বার্থে এখনি পরিষ্কার করা হচ্ছে না পুলিশের তরফে। বিয়ের আগে থেকেই শান্তার সঙ্গে ইফফাত পারভিনের বন্ধুত্ব। খিদিরপুরের ওয়াটগঞ্জ থানার বাসিন্দা ইফফাত। বিয়ের পর কোন্নগরের বাড়িতে আসা যাওয়া ছিল তাঁর। গভীর রাত পর্যন্ত কথা বলতে দুই মহিলা বান্ধবী। সম্ভবত, কিছু দেখে ফেলেছিল , কিংবা হতে পারে তাঁদের সম্পর্কের পথের কাঁটা হয়েছিল সে। সেই কারণেই হয়তো এই খুন।

চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস সাংবাদিক সম্মেলনে বলেন, "দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত তদন্তে উঠে এসেছে মা ও বান্ধবীর নিবিড় সম্পর্ক থেকেই এই ঘটনা। তবে যেভাবে নাবালককে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার উদ্দেশ্য স্পষ্ট করেনি পুলিশ।

আরও পড়ুন:

  1. মারাত্মক রাগ থেকেই কি শিশুকে খুন ? হুগলির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে
  2. অমানবিক! আট বছরের শিশুকে ধারালো অস্ত্র দিয়ে খুন, তদন্তে পুলিশ
  3. 9 বছরের বালককে গলা কেটে খুনের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী তরুণ

উত্তরপাড়া, 20 ফেব্রুয়ারি: কোন্নগরে নৃশংসভাবে আট বছরের নাবালকের খুনে গ্রেফতার মা ও তাঁর বান্ধবী। মঙ্গলবার উত্তরপাড়া থানার পুলিশ কোন্নগরের আদর্শনগরের বাড়ি থেকে মাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, মা শান্তা শর্মা ও তাঁর বান্ধবীকে গ্রেফতার করা হয়। গত 16 ফেব্রুয়ারি সন্ধেয় নৃশংসভাবে খুন করা হয় আট বছরের নাবালককে । তারপর কেটে গিয়েছে চার দিন। খুনের নানা তত্ত্ব উঠে এলেও অধরা ছিল অপরাধী। আজ অভিযুক্তদের গ্রেফতার করা হল ৷

এদিন মৃত নাবালকের মা ও তাঁর বান্ধবীকে পুলিশ নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষজনের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ তদন্তে নেমেই আগেই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ফরেনসিকের সাহায্য নিয়েছে । সোমবার ফরেনসিক টিম বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি নাবালকের মা শান্তা শর্মা ও তার প্রতিবেশী পম্পা শর্মাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল নাবালকের বাবা পঙ্কজ শর্মাকে উত্তরপাড়া থানায় ডেকে জিজ্ঞোসাবাদ করা হয়। জানা গিয়েছে মা ও তার বান্ধবীর মোবাইল থেকে সূত্রের মাধ্যমেই প্রমাণ পেয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ।

ঘনিষ্ঠ সম্পর্ক থেকেই এই খুন, বলে জানাল পুলিশ। তদন্তের স্বার্থে এখনি পরিষ্কার করা হচ্ছে না পুলিশের তরফে। বিয়ের আগে থেকেই শান্তার সঙ্গে ইফফাত পারভিনের বন্ধুত্ব। খিদিরপুরের ওয়াটগঞ্জ থানার বাসিন্দা ইফফাত। বিয়ের পর কোন্নগরের বাড়িতে আসা যাওয়া ছিল তাঁর। গভীর রাত পর্যন্ত কথা বলতে দুই মহিলা বান্ধবী। সম্ভবত, কিছু দেখে ফেলেছিল , কিংবা হতে পারে তাঁদের সম্পর্কের পথের কাঁটা হয়েছিল সে। সেই কারণেই হয়তো এই খুন।

চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস সাংবাদিক সম্মেলনে বলেন, "দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত তদন্তে উঠে এসেছে মা ও বান্ধবীর নিবিড় সম্পর্ক থেকেই এই ঘটনা। তবে যেভাবে নাবালককে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার উদ্দেশ্য স্পষ্ট করেনি পুলিশ।

আরও পড়ুন:

  1. মারাত্মক রাগ থেকেই কি শিশুকে খুন ? হুগলির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে
  2. অমানবিক! আট বছরের শিশুকে ধারালো অস্ত্র দিয়ে খুন, তদন্তে পুলিশ
  3. 9 বছরের বালককে গলা কেটে খুনের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী তরুণ
Last Updated : Feb 20, 2024, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.