ETV Bharat / state

পরকিয়ায় বাধা সন্তানরা ! ফাঁস লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে

Mother Allegedly Attempts to Murder Children: পরকিয়ায় বাধা হওয়ায় দুই সন্তানকে খুনের চেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে ৷ নদিয়ার শান্তিপুরের ঘটনায় প্রতিবেশীদের তৎপরতায় প্রাণে বাঁচল 6 ও 8 বছরের দুই শিশু ৷ পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করেছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 11:59 AM IST

ETV BHARAT
ETV BHARAT
দুই সন্তানকে মারধর ও ফাঁস লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে

শান্তিপুর, 18 মার্চ: পরকিয়া বাধা হওয়ায় দুই শিশুকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর ও গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে ৷ হাড়হিম করা ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে ৷ প্রতিবেশীদের হস্তক্ষেপে শিশু দু’টি প্রাণে বাঁচে ৷ অভিযোগ একাধিক পরকিয়া সম্পর্ক রয়েছে অভিযুক্ত রহিমা বিবির ৷ রবিবার সন্ধ্যায় তেমনই এক প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি ৷ সেই সময় শিশু দু’টি ডাকডাকি করায় তাদের প্রথম রাস্তায় ফেলে বাঁশ দিয়ে মারেন অভিযুক্ত মা ৷ ঘটনায় শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করেছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শরিফুল মণ্ডল কর্মসূত্রে ভিনরাজ্যে রয়েছেন ৷ তাঁর স্ত্রী রহিমা বিবি সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে থাকেন ৷ গতকয়েক বছর ধরেই রহিমা বিবি একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা শুরু হয় ৷ তা নিয়ে শ্বশুর ও শাশুড়ি আপত্তি করায়, প্রায়ই বাড়িতে অশান্তি হয় ৷ রহিমা বিবির বিরুদ্ধে গালিগালাজ করার অভিযোগও উঠেছে ৷ গত কয়েকমাসে বাড়িতে একাধিক পুরুষের যাতায়াত শুরু হয় ৷ এমনকি দুই সন্তাকে প্রায়ই মারধর করতেন তিনি ৷ যা নিয়ে আপত্তি তোলে প্রতিবেশীরা ৷ তাদের দাবি, প্রতিবাদ করায় প্রতিবেশীদের থানায় গিয়ে শ্লীলতাহানির মিথ্যে অভিযোগের হুমকিও দেন রহিমা বিবি ৷

প্রতিবেশীদের অভিযোগ রবিবার সন্ধেবেলা হঠাৎ ওই দুই শিশুর চিৎকার শুনতে পান তাঁরা ৷ বাইরে বেরিয়ে তাঁরা দেখেন দুই সন্তানকে রাস্তা ফেলে বাঁশ দিয়ে মারছেন রহিমা বিবি ৷ বাচ্চা দু’টিকে উদ্ধার করতে গেলে ফের শ্লীলতাহানির মিথ্যে অভিযোগের হুমকি দেন তিনি ৷ এমনকি নিজের সন্তানকে তিনি যেভাবে খুশি শাসন করতে পারেন বলে জানান ৷ এরপরেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন রহিমা এবং দুই সন্তানের গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিতে যান তিনি ৷ রহিমার শ্বশুর-শাশুড়ি বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশীদের জানান ৷ তাঁরাই দরজা ভেঙে শিশু দু’টিকে উদ্ধার করেন ৷

স্থানীয়রাই শান্তিপুর থানায় খবর দেন ৷ জানা গিয়েছে, এরই মধ্যে রহিমা বিবির মা ঘটনাস্থলে চলে আসেন ৷ তিনিও মেয়ের পক্ষ নিয়ে সকলের সঙ্গে বচসায় জড়ান ৷ কিন্তু, পুলিশের গাড়ি আসতে দেখে মেয়েকে সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করেন মহিলা ৷ তবে, স্থানীয়রা তাড়া করে রহিমা বিবি এবং তাঁর মাকে ধরে ফেলেন ৷ পুলিশ রহিমা বিবিকে আটক করেছে ৷ বাচ্চা দু’টিকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করানো হয়েছে শারীরিক পরীক্ষার জন্য ৷ কেন তিনি সন্তানদের প্রাণে মারার চেষ্টা করলেন ? তা জানতে পুলিশ অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে ৷

আরও পড়ুন:

  1. মদ্যপানের টাকা না-পেয়ে আড়াই বছরের শিশুকে ছাদ থেকে ফেলল বাবা
  2. শিশু সন্তানকে খুনের দায়ে ফাঁসির সাজা মা ও প্রেমিকের
  3. কোন্নগরে নাবালক খুনে কারণ কি শুধুই সমকামিতা, নাকি অন্য স্বার্থ ! কী মত মনোবিদের ?

দুই সন্তানকে মারধর ও ফাঁস লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে

শান্তিপুর, 18 মার্চ: পরকিয়া বাধা হওয়ায় দুই শিশুকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর ও গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে ৷ হাড়হিম করা ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে ৷ প্রতিবেশীদের হস্তক্ষেপে শিশু দু’টি প্রাণে বাঁচে ৷ অভিযোগ একাধিক পরকিয়া সম্পর্ক রয়েছে অভিযুক্ত রহিমা বিবির ৷ রবিবার সন্ধ্যায় তেমনই এক প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি ৷ সেই সময় শিশু দু’টি ডাকডাকি করায় তাদের প্রথম রাস্তায় ফেলে বাঁশ দিয়ে মারেন অভিযুক্ত মা ৷ ঘটনায় শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করেছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শরিফুল মণ্ডল কর্মসূত্রে ভিনরাজ্যে রয়েছেন ৷ তাঁর স্ত্রী রহিমা বিবি সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে থাকেন ৷ গতকয়েক বছর ধরেই রহিমা বিবি একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা শুরু হয় ৷ তা নিয়ে শ্বশুর ও শাশুড়ি আপত্তি করায়, প্রায়ই বাড়িতে অশান্তি হয় ৷ রহিমা বিবির বিরুদ্ধে গালিগালাজ করার অভিযোগও উঠেছে ৷ গত কয়েকমাসে বাড়িতে একাধিক পুরুষের যাতায়াত শুরু হয় ৷ এমনকি দুই সন্তাকে প্রায়ই মারধর করতেন তিনি ৷ যা নিয়ে আপত্তি তোলে প্রতিবেশীরা ৷ তাদের দাবি, প্রতিবাদ করায় প্রতিবেশীদের থানায় গিয়ে শ্লীলতাহানির মিথ্যে অভিযোগের হুমকিও দেন রহিমা বিবি ৷

প্রতিবেশীদের অভিযোগ রবিবার সন্ধেবেলা হঠাৎ ওই দুই শিশুর চিৎকার শুনতে পান তাঁরা ৷ বাইরে বেরিয়ে তাঁরা দেখেন দুই সন্তানকে রাস্তা ফেলে বাঁশ দিয়ে মারছেন রহিমা বিবি ৷ বাচ্চা দু’টিকে উদ্ধার করতে গেলে ফের শ্লীলতাহানির মিথ্যে অভিযোগের হুমকি দেন তিনি ৷ এমনকি নিজের সন্তানকে তিনি যেভাবে খুশি শাসন করতে পারেন বলে জানান ৷ এরপরেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন রহিমা এবং দুই সন্তানের গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিতে যান তিনি ৷ রহিমার শ্বশুর-শাশুড়ি বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশীদের জানান ৷ তাঁরাই দরজা ভেঙে শিশু দু’টিকে উদ্ধার করেন ৷

স্থানীয়রাই শান্তিপুর থানায় খবর দেন ৷ জানা গিয়েছে, এরই মধ্যে রহিমা বিবির মা ঘটনাস্থলে চলে আসেন ৷ তিনিও মেয়ের পক্ষ নিয়ে সকলের সঙ্গে বচসায় জড়ান ৷ কিন্তু, পুলিশের গাড়ি আসতে দেখে মেয়েকে সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করেন মহিলা ৷ তবে, স্থানীয়রা তাড়া করে রহিমা বিবি এবং তাঁর মাকে ধরে ফেলেন ৷ পুলিশ রহিমা বিবিকে আটক করেছে ৷ বাচ্চা দু’টিকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করানো হয়েছে শারীরিক পরীক্ষার জন্য ৷ কেন তিনি সন্তানদের প্রাণে মারার চেষ্টা করলেন ? তা জানতে পুলিশ অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে ৷

আরও পড়ুন:

  1. মদ্যপানের টাকা না-পেয়ে আড়াই বছরের শিশুকে ছাদ থেকে ফেলল বাবা
  2. শিশু সন্তানকে খুনের দায়ে ফাঁসির সাজা মা ও প্রেমিকের
  3. কোন্নগরে নাবালক খুনে কারণ কি শুধুই সমকামিতা, নাকি অন্য স্বার্থ ! কী মত মনোবিদের ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.