ETV Bharat / state

সরোবরের জমি লিজ দেওয়ার বিরুদ্ধে আদালতে পরিবেশ কর্মীরা - Rabindra Sarovar

Rabindra Sarovar Controversy: রবীন্দ্র সরোবরের জমি লিজ দেওয়ার বিরুদ্ধে এবার সোজা পরিবেশ আদালতের দ্বারস্থ পরিবেশ কর্মীরা ৷ গাছ লাগানোর দাবিও জানিয়েছেন তাঁরা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 8:54 PM IST

Rabindra Sarovar
সরোবরের জমি লিজ (নিজস্ব চিত্র)

কলকাতা, 24 মে: সরোবরের জমি লিজ দেওয়ার বিরুদ্ধে এবার পরিবেশ আদালতের দ্বারস্থ প্রাতঃভ্রমণকারী থেকে শুরু করে পরিবেশ কর্মীরা ৷ দক্ষিণ কলকাতার অন্যতম ফুসফুস রবীন্দ্র সরোবরের ফাঁকা জমি লিজ দেওয়া হচ্ছে একটি বেসরকারি সংস্থাকে। সেখানে সেলিব্রিটি ক্রিকেট লিগের অনুশীলন হবে বলে জানা গিয়েছে। আর কেএমডিএ-র এই সিদ্ধান্তে বেজায় চটেছেন সরোবরে আসা প্রাতঃ ভ্রমণকারী থেকে শুরু করে পরিবেশ আন্দোলনের কর্মীরা। ওই ফাঁকা জমি লিজ না দিয়ে সেখানে শহুরে বনায়নের দাবিও তুলেছেন তাঁরা।

তবে এবার আর আবেদন নয়, একেবারে সোজা ওই জমি লিজ দেওয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন তাঁরা। জাতীয় পরিবেশ আদালতে মামলা দায়ের করা হল এই বিষয়ে। কলকাতারে দূষণের মাত্রা লাগামহীনভাবে বেড়েছে। সেখানে সবুজের আচ্ছাদন বহুলাংশে কমতে কমতে প্রায় তলানিতে এসে ঠেকেছে। জনবহুল শহরে পা রাখার জায়গা না থাকায় সেখানে পরিকল্পনা করে শহুরে বনায়ন করা যায়নি জায়গার অভাবে। তবে সম্প্রতি সরোবরের কয়েক বিঘা জমি একটি ক্লাবকে লিজ দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীদের একাংশ ৷ তাদের দাবি, ওই বিরাট এলাকার জমি ব্যবহার করা হোক শহুরে বনায়নের জন্য। তাহলে বায়ু দূষণ ওই এলাকায় আরও খানিক কম হবে। বাড়বে গাছের সংখ্যাও ৷

আরও পড়ুন: ভারী বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গে হলুদ-কমলা সতর্কতা

পরিবেশ কর্মী সুমিতা বন্দ্যোপাধ্য়ায়ের কথায়, "সেলিব্রেটি কারা ? কে ঠিক করে ? আপনার আমার বাড়ির ছেলেমেয়েদের খেলাধুলোর প্রয়োজন আছে। তার থেকে বেশি প্রয়োজন এখন সরোবরের জল ও সবুজ রক্ষা করে কলকাতাকে দূষণের হাত থেকে বাঁচানো। অতীতে আমরা দেখেছি একাধিক ক্লাব সরোবরের জমি নিয়ে সেখানে বিনোদন করে। যথেচ্ছ মদ্যপান করে। সরোবরের পরিবেশ ক্ষতি করে। কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি সরোবর রক্ষণাবেক্ষণ করে। কিন্তু তাদের অধিকার নেই লিজ দেওয়ার। কারণ এটা জাতীয় সম্পত্তি। ওই জায়গায় বরং গাছ লাগালে অনেক উপকার হবে। তাই আদালতের দ্বারস্থ হলাম।"

আরও পড়ুন: শুক্রবার থেকে উত্তাল হবে সমুদ্র, বঙ্গ উপকূলে কতটা প্রভাব ফেলবে রেমাল ?

কলকাতা, 24 মে: সরোবরের জমি লিজ দেওয়ার বিরুদ্ধে এবার পরিবেশ আদালতের দ্বারস্থ প্রাতঃভ্রমণকারী থেকে শুরু করে পরিবেশ কর্মীরা ৷ দক্ষিণ কলকাতার অন্যতম ফুসফুস রবীন্দ্র সরোবরের ফাঁকা জমি লিজ দেওয়া হচ্ছে একটি বেসরকারি সংস্থাকে। সেখানে সেলিব্রিটি ক্রিকেট লিগের অনুশীলন হবে বলে জানা গিয়েছে। আর কেএমডিএ-র এই সিদ্ধান্তে বেজায় চটেছেন সরোবরে আসা প্রাতঃ ভ্রমণকারী থেকে শুরু করে পরিবেশ আন্দোলনের কর্মীরা। ওই ফাঁকা জমি লিজ না দিয়ে সেখানে শহুরে বনায়নের দাবিও তুলেছেন তাঁরা।

তবে এবার আর আবেদন নয়, একেবারে সোজা ওই জমি লিজ দেওয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন তাঁরা। জাতীয় পরিবেশ আদালতে মামলা দায়ের করা হল এই বিষয়ে। কলকাতারে দূষণের মাত্রা লাগামহীনভাবে বেড়েছে। সেখানে সবুজের আচ্ছাদন বহুলাংশে কমতে কমতে প্রায় তলানিতে এসে ঠেকেছে। জনবহুল শহরে পা রাখার জায়গা না থাকায় সেখানে পরিকল্পনা করে শহুরে বনায়ন করা যায়নি জায়গার অভাবে। তবে সম্প্রতি সরোবরের কয়েক বিঘা জমি একটি ক্লাবকে লিজ দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীদের একাংশ ৷ তাদের দাবি, ওই বিরাট এলাকার জমি ব্যবহার করা হোক শহুরে বনায়নের জন্য। তাহলে বায়ু দূষণ ওই এলাকায় আরও খানিক কম হবে। বাড়বে গাছের সংখ্যাও ৷

আরও পড়ুন: ভারী বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গে হলুদ-কমলা সতর্কতা

পরিবেশ কর্মী সুমিতা বন্দ্যোপাধ্য়ায়ের কথায়, "সেলিব্রেটি কারা ? কে ঠিক করে ? আপনার আমার বাড়ির ছেলেমেয়েদের খেলাধুলোর প্রয়োজন আছে। তার থেকে বেশি প্রয়োজন এখন সরোবরের জল ও সবুজ রক্ষা করে কলকাতাকে দূষণের হাত থেকে বাঁচানো। অতীতে আমরা দেখেছি একাধিক ক্লাব সরোবরের জমি নিয়ে সেখানে বিনোদন করে। যথেচ্ছ মদ্যপান করে। সরোবরের পরিবেশ ক্ষতি করে। কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি সরোবর রক্ষণাবেক্ষণ করে। কিন্তু তাদের অধিকার নেই লিজ দেওয়ার। কারণ এটা জাতীয় সম্পত্তি। ওই জায়গায় বরং গাছ লাগালে অনেক উপকার হবে। তাই আদালতের দ্বারস্থ হলাম।"

আরও পড়ুন: শুক্রবার থেকে উত্তাল হবে সমুদ্র, বঙ্গ উপকূলে কতটা প্রভাব ফেলবে রেমাল ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.