ETV Bharat / state

সিকিম যাওয়ার বিকল্প রাস্তার উন্নয়নে জোর কেন্দ্রের, বরাদ্দ 770 কোটি - EXPANSION OF NH 717A

পশ্চিমবঙ্গ থেকে সিকিম যাওয়ার প্রধান রাস্তা 10 নম্বর জাতীয় সড়ক ৷ এর বিকল্প হিসেবেই তৈরি হয়েছে 717এ জাতীয় সড়ক ৷

Expansion of NH 717A
সিকিম যাওয়ার বিকল্প রাস্তার উন্নয়নে জোর কেন্দ্রের, বরাদ্দ 770 কোটি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 7, 2025 at 6:36 PM IST

2 Min Read

দার্জিলিং, 7 এপ্রিল: সিকিমগামী বিকল্প জাতীয় সড়ক 717এ সম্প্রসারণে বিপুল বরাদ্দ করল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক । দুই ভাগে 23 কিলোমিটারের রাস্তা সম্প্রসারণ করতে বরাদ্দ করা হয়েছে 770 কোটি 25 লক্ষ টাকা । বিকল্প সড়কের কিছু অংশ প্রশস্ত হলে এই রাস্তা দিয়ে উত্তরবঙ্গ ও সিকিমের মধ্যে যান চলাচল আরও সুগম হবে ।

শিলিগুড়ি থেকে সেবক যেতে 10 নম্বর জাতীয় সড়কের উপর নির্ভরশীল হতে হয় । যা সিকিমের জন্য ওই রাস্তাকে লাইফ লাইন বলা হয় । কিন্তু বর্ষার সময় ওই রাস্তায় মাঝেমধ্যেই ধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে । দিনের পর দিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে সিকিমের সঙ্গে বাংলার ।

Expansion of NH 717A
সিকিম যাওয়ার বিকল্প রাস্তা 717এ জাতীয় সড়ক (নিজস্ব চিত্র)

এই সমস্যা এড়াতেই কেন্দ্রের কাছে সিকিমের জন্য বিকল্প সড়ক তৈরির দাবি জানানো হয় । সেই মতো ডুয়ার্সের বাগরাকোট থেকে লাভা হয়ে সিকিমের গ্যাংটক পর্যন্ত বিকল্প 717এ জাতীয় সড়ক তৈরির পরিকল্পনা করে কেন্দ্র । ইতিমধ্যে সেই রাস্তার কাজ প্রায় শেষের দিকে । এবার সেই রাস্তারই দু’টি অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ।

Expansion of NH 717A
সিকিম যাওয়ার বিকল্প রাস্তা 717এ জাতীয় সড়ক (নিজস্ব চিত্র)

এই জাতীয় সড়কের 23 কিলোমিটারেরও বেশি রাস্তা চওড়া করতে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র । সিদ্ধান্ত হয়েছে লাভা মোড় থেকে পেডং বাইপাস পর্যন্ত 18.42 কিলোমিটার ও রেশি থেকে রেনক পর্যন্ত 5.2 কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হবে ।

Expansion of NH 717A
সিকিম যাওয়ার বিকল্প রাস্তা 717এ জাতীয় সড়ক (নিজস্ব চিত্র)

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, সিকিম যাওয়ার জন্য বিকল্প সড়ককে আরও প্রশস্ত করতে 770 কোটি 25 লক্ষ টাকা বরাদ্দের ইতিমধ্যে অনুমোদনও দেওয়া হয়েছে । সেবক হয়ে যাতায়াতের রাস্তায় (10 নম্বর জাতীয় সড়কে) ধস নামলে গরুবাথান, রিশপ হয়ে (717এ জাতীয় সড়ক) বিকল্প পথে সিকিমে যাতায়াত করা যায় ।

Expansion of NH 717A
সিকিম যাওয়ার বিকল্প রাস্তা 717এ জাতীয় সড়ক (নিজস্ব চিত্র)

তিনি আরও জানান, বর্ষাকালে 10 নম্বর জাতীয় সড়কে চলাচল বিঘ্নিত হলে এই পথটি বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে । বছরের যেকোনও মরশুমে এই বিকল্প সড়কটিতে যান চলাচল করতে পারবে । ফলে এই অঞ্চলের পর্যটক ও আর্থ-সামাজিক উন্নয়নে আরও গতি আসবে বলে আশাবাদী তিনি ।

Expansion of NH 717A
সিকিম যাওয়ার বিকল্প রাস্তা 717এ জাতীয় সড়ক (নিজস্ব চিত্র)

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, "কেন্দ্রীয় সরকার পাহাড়ের যোগাযোগ উন্নয়নে জোর দিয়েছে সম্প্রতি হরপা বাণে যেভাবে 10 নম্বর জাতীয় সড়ক বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার জন্য বিকল্প সড়কের প্রয়োজন ছিল । সেই মতো কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছে । এতে উত্তর পূর্ব অঞ্চলের যোগাযোগে ব্যাপক জোয়ার আসবে ।"

দার্জিলিং, 7 এপ্রিল: সিকিমগামী বিকল্প জাতীয় সড়ক 717এ সম্প্রসারণে বিপুল বরাদ্দ করল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক । দুই ভাগে 23 কিলোমিটারের রাস্তা সম্প্রসারণ করতে বরাদ্দ করা হয়েছে 770 কোটি 25 লক্ষ টাকা । বিকল্প সড়কের কিছু অংশ প্রশস্ত হলে এই রাস্তা দিয়ে উত্তরবঙ্গ ও সিকিমের মধ্যে যান চলাচল আরও সুগম হবে ।

শিলিগুড়ি থেকে সেবক যেতে 10 নম্বর জাতীয় সড়কের উপর নির্ভরশীল হতে হয় । যা সিকিমের জন্য ওই রাস্তাকে লাইফ লাইন বলা হয় । কিন্তু বর্ষার সময় ওই রাস্তায় মাঝেমধ্যেই ধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে । দিনের পর দিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে সিকিমের সঙ্গে বাংলার ।

Expansion of NH 717A
সিকিম যাওয়ার বিকল্প রাস্তা 717এ জাতীয় সড়ক (নিজস্ব চিত্র)

এই সমস্যা এড়াতেই কেন্দ্রের কাছে সিকিমের জন্য বিকল্প সড়ক তৈরির দাবি জানানো হয় । সেই মতো ডুয়ার্সের বাগরাকোট থেকে লাভা হয়ে সিকিমের গ্যাংটক পর্যন্ত বিকল্প 717এ জাতীয় সড়ক তৈরির পরিকল্পনা করে কেন্দ্র । ইতিমধ্যে সেই রাস্তার কাজ প্রায় শেষের দিকে । এবার সেই রাস্তারই দু’টি অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ।

Expansion of NH 717A
সিকিম যাওয়ার বিকল্প রাস্তা 717এ জাতীয় সড়ক (নিজস্ব চিত্র)

এই জাতীয় সড়কের 23 কিলোমিটারেরও বেশি রাস্তা চওড়া করতে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র । সিদ্ধান্ত হয়েছে লাভা মোড় থেকে পেডং বাইপাস পর্যন্ত 18.42 কিলোমিটার ও রেশি থেকে রেনক পর্যন্ত 5.2 কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হবে ।

Expansion of NH 717A
সিকিম যাওয়ার বিকল্প রাস্তা 717এ জাতীয় সড়ক (নিজস্ব চিত্র)

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, সিকিম যাওয়ার জন্য বিকল্প সড়ককে আরও প্রশস্ত করতে 770 কোটি 25 লক্ষ টাকা বরাদ্দের ইতিমধ্যে অনুমোদনও দেওয়া হয়েছে । সেবক হয়ে যাতায়াতের রাস্তায় (10 নম্বর জাতীয় সড়কে) ধস নামলে গরুবাথান, রিশপ হয়ে (717এ জাতীয় সড়ক) বিকল্প পথে সিকিমে যাতায়াত করা যায় ।

Expansion of NH 717A
সিকিম যাওয়ার বিকল্প রাস্তা 717এ জাতীয় সড়ক (নিজস্ব চিত্র)

তিনি আরও জানান, বর্ষাকালে 10 নম্বর জাতীয় সড়কে চলাচল বিঘ্নিত হলে এই পথটি বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে । বছরের যেকোনও মরশুমে এই বিকল্প সড়কটিতে যান চলাচল করতে পারবে । ফলে এই অঞ্চলের পর্যটক ও আর্থ-সামাজিক উন্নয়নে আরও গতি আসবে বলে আশাবাদী তিনি ।

Expansion of NH 717A
সিকিম যাওয়ার বিকল্প রাস্তা 717এ জাতীয় সড়ক (নিজস্ব চিত্র)

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, "কেন্দ্রীয় সরকার পাহাড়ের যোগাযোগ উন্নয়নে জোর দিয়েছে সম্প্রতি হরপা বাণে যেভাবে 10 নম্বর জাতীয় সড়ক বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার জন্য বিকল্প সড়কের প্রয়োজন ছিল । সেই মতো কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছে । এতে উত্তর পূর্ব অঞ্চলের যোগাযোগে ব্যাপক জোয়ার আসবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.