ETV Bharat / state

জঙ্গি হামলা রুখতে ফরাক্কা ব্যারেজে মক ড্রিল - MOCK DRILL AT FARAKKA BARRAGE

অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী। এই আবহে ফরাক্কা ব্যারেজে হল বিশেষ মক ড্রিল ৷

MOCK DRILL AT FARAKKA BARRAGE
জঙ্গি হামলা রুখতে হল মক ড্রিল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2025 at 11:33 PM IST

2 Min Read

ফরাক্কা, 16 মে: ফরাক্কা ব্যারেজে জঙ্গি হামলা হলে কীভাবে তা রুখতে হবে, তার জন্য হল বিশেষ মক ড্রিল ৷ ভারত-পাক উত্তেজনার আবহে ফরাক্কা ব্যারাজের উপর লাল সতর্কতা জারি হয়েছে। কয়েকটি গোয়েন্দা সংস্থার আশঙ্কা এখানে আঘাত হানা হতে পারে। আর তাই যে কোনও হামলা প্রতিহত করতে মহড়ার উপর জোর দেওয়া হচ্ছে ৷

শুক্রবার দুপুর হল এই মক ড্রিল। ড্রিলের মাধ্যমে ব্যারাজের নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হল। কমান্ডার মুকেশ কুমার বলেন, "এখানে হামলা হতে পারে। এই আশঙ্কায় এদিন জওয়ানদের মক ড্রিল করানো হল। ব্যারেজের নিরাপত্তায় কোথাও কোনও ত্রুটি রয়েছে কি না তা হাতে-কলমে দেখে নিতেই এই ড্রিলের আয়োজন । তাছাড়া ব্যারেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া দরকার সেটাও জওয়ানদের বিস্তারিতভাবে জানানো হয়েছে। যে কোনও পরিস্থিতিতে জওয়ানরা ব্যারেজ রক্ষায় প্রস্তুত রয়েছেন।"

অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি বলে বার বার জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই আবহে মুকেশ কুমার জানান, আপাতত দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি সংক্রান্ত সমঝোতা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এখন উপতক্যায় চিরুনি তল্লাশি চালিয়ে সন্ত্রাসবাদীদের খুঁজে বের করে নিকেশ করছে। গত দু'দিনে ছ'জন জঙ্গিকে নিকেশ করেছে সেনা জওয়ানরা। কিন্তু পাকিস্তান যে কোনও সময়ে যুদ্ধ বিরতি লঙ্ঘন করতে পারে। তার জন্য ভারত প্রস্তুত।

বর্তমান পরিস্থিতিতে সীমান্তের পাশাপাশি দেশের ভিতরেও অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। তাঁদের আরও আশঙ্কা জঙ্গিরা ফরাক্কাকেও নিশানা করতে পারে । আর তাই এই ড্রিলের আয়োজন। এদিনের ড্রিলে অংশ নেন বিএসএফ থেকে শুরু করে সিআইএসএফয়ের জওয়ানরা । পাশাপাশি রাজ্য পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের কর্মীরাও মক ড্রিলে হাজির ছিলেন।
'সুপ্রিম থাপ্পড় খেলো রাজ্য', ডিএ-রায়ে উচ্ছ্বসিত সংগ্রামী যৌথ মঞ্চের ঘোষণা - লড়াই চলবে

ফরাক্কা, 16 মে: ফরাক্কা ব্যারেজে জঙ্গি হামলা হলে কীভাবে তা রুখতে হবে, তার জন্য হল বিশেষ মক ড্রিল ৷ ভারত-পাক উত্তেজনার আবহে ফরাক্কা ব্যারাজের উপর লাল সতর্কতা জারি হয়েছে। কয়েকটি গোয়েন্দা সংস্থার আশঙ্কা এখানে আঘাত হানা হতে পারে। আর তাই যে কোনও হামলা প্রতিহত করতে মহড়ার উপর জোর দেওয়া হচ্ছে ৷

শুক্রবার দুপুর হল এই মক ড্রিল। ড্রিলের মাধ্যমে ব্যারাজের নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হল। কমান্ডার মুকেশ কুমার বলেন, "এখানে হামলা হতে পারে। এই আশঙ্কায় এদিন জওয়ানদের মক ড্রিল করানো হল। ব্যারেজের নিরাপত্তায় কোথাও কোনও ত্রুটি রয়েছে কি না তা হাতে-কলমে দেখে নিতেই এই ড্রিলের আয়োজন । তাছাড়া ব্যারেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া দরকার সেটাও জওয়ানদের বিস্তারিতভাবে জানানো হয়েছে। যে কোনও পরিস্থিতিতে জওয়ানরা ব্যারেজ রক্ষায় প্রস্তুত রয়েছেন।"

অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি বলে বার বার জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই আবহে মুকেশ কুমার জানান, আপাতত দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি সংক্রান্ত সমঝোতা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এখন উপতক্যায় চিরুনি তল্লাশি চালিয়ে সন্ত্রাসবাদীদের খুঁজে বের করে নিকেশ করছে। গত দু'দিনে ছ'জন জঙ্গিকে নিকেশ করেছে সেনা জওয়ানরা। কিন্তু পাকিস্তান যে কোনও সময়ে যুদ্ধ বিরতি লঙ্ঘন করতে পারে। তার জন্য ভারত প্রস্তুত।

বর্তমান পরিস্থিতিতে সীমান্তের পাশাপাশি দেশের ভিতরেও অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। তাঁদের আরও আশঙ্কা জঙ্গিরা ফরাক্কাকেও নিশানা করতে পারে । আর তাই এই ড্রিলের আয়োজন। এদিনের ড্রিলে অংশ নেন বিএসএফ থেকে শুরু করে সিআইএসএফয়ের জওয়ানরা । পাশাপাশি রাজ্য পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের কর্মীরাও মক ড্রিলে হাজির ছিলেন।
'সুপ্রিম থাপ্পড় খেলো রাজ্য', ডিএ-রায়ে উচ্ছ্বসিত সংগ্রামী যৌথ মঞ্চের ঘোষণা - লড়াই চলবে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.