ETV Bharat / state

জেঠুর যৌন লালসার শিকার ভাইঝি, দোষীকে 20 বছরের কারাদণ্ড - MINOR GIRL SEXUAL HARASSMENT CASE

জলপাইগুড়ির বানারহাট থানা এলাকার ঘটনা ৷ 2023 সালের জুলাই মাসে অভিযোগ দায়ের হয় ৷ দু’বছরের কম সময়ের মধ্যে সাজা দিল পকসো আদালত ৷

Minor Girl Sexual Harassment Case
জেঠুর যৌন লালসার শিকার ভাইঝি, দোষীকে 20 বছরের কারাদণ্ড (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 25, 2025 at 8:15 PM IST

2 Min Read

জলপাইগুড়ি, 25 এপ্রিল: নাবালিকাকে যৌন হেনস্তা করার ঘটনায় জলপাইগুড়িতে সাজা হল আরও একজনের ৷ বুধ ও বৃহস্পতিবারের মতো শুক্রবারও জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক রিন্টু সুর এই মামলার দোষীকেও 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ৷

এক নাবালিকাকে আটকে রেখে টানা একমাস ধরে ধর্ষণের ঘটনায় আত্মীয় যুবককে সাজা শুনিয়েছিল আদালত ৷ বৃহস্পতিবার নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় সাজা দেওয়া হয় প্রতিবেশী মামাকে ৷ আর শুক্রবারের ঘটনায় শাস্তি হল ষাটোর্ধ্ব জেঠুর ৷

জলপাইগুড়ি আদালতের আইনজীবী দেবাশিস দত্ত জানান, জলপাইগুড়ির বানারহাট থানায় 2023 সালের 10 জুলাই অভিযোগ দায়ের করা হয় নাবালিকার পরিবারের তরফে ৷ সেখানে জানানো হয়, 9 জুলাই নাবালিকা ও তার ভাই বাড়িতে একাই ছিল ৷ বাড়িতে সেই সময় নাবালিকার মা, ঠাকুরমা ও ঠাকুরদা, কেউই ছিলেন না ৷ সেই সময় ওই জেঠু বাড়িতে আসে ৷

Minor Girl Sexual Harassment Case
জেঠুর যৌন লালসার শিকার ভাইঝি, দোষীকে 20 বছরের কারাদণ্ড (নিজস্ব ছবি)

নাবালিকার ভাইকে চকোলেট আনতে দোকানে পাঠায় ৷ তার পর ফাঁকাবাড়িতে মেয়েটির যৌন হেনস্তার চেষ্টা করে ৷ মেয়েটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ তখন জোর করে মেয়েটিকে তার ঠাকুরমার ঘরে নিয়ে যায় জেঠু ৷ সেখানেই মেয়েটিকে ধর্ষণ করে ৷ তার পর ওই বাড়ি ছেড়ে চলে যায় ৷

বিকেলে নাবালিকার মা বাড়িতে ফেরেন ৷ মাকে সব কথা জানায় সে ৷ বিষয়টি পরিবারের অন্য সদস্য-সহ প্রতিবেশীরাও জানতে পারে ৷ তখন সকলে মিলে ওই ব্যক্তির বাড়িতে চড়াও হয় ৷ সেই সময় সে সেখান থেকে পালিয়ে যায় ৷ তার পরই বানারহাট থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা ৷ পুলিশ তদন্তে নেমে আসামিকে গ্রেফতার করে নেয় ৷

পকসো আইনে মামলা রুজু হয় ৷ মেয়েটির গোপন জবানবন্দি নেওয়া হয় ৷ পুলিশ ধৃতের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ৷ বিচার চলাকালীন সাতজন সাক্ষ্যও দেন ৷ উভয়পক্ষের সওয়াল জবাব এবং তথ্য প্রমাণের ভিত্তিতে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন বিচারক রিন্টু সুর ৷

শুক্রবার এই মামলার সাজা ঘোষণা করেন বিচারক ৷ দোষী ব্যক্তিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 50 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ জরিমানা দিতে না পারলে আরও দু’মাস জেলেই থাকতে হবে ওই ব্যক্তিকে ৷ তাছাড়া নাবালিকাকে 5 লক্ষ টাকা সাহায্য় করার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক ৷

জলপাইগুড়ি, 25 এপ্রিল: নাবালিকাকে যৌন হেনস্তা করার ঘটনায় জলপাইগুড়িতে সাজা হল আরও একজনের ৷ বুধ ও বৃহস্পতিবারের মতো শুক্রবারও জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক রিন্টু সুর এই মামলার দোষীকেও 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ৷

এক নাবালিকাকে আটকে রেখে টানা একমাস ধরে ধর্ষণের ঘটনায় আত্মীয় যুবককে সাজা শুনিয়েছিল আদালত ৷ বৃহস্পতিবার নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় সাজা দেওয়া হয় প্রতিবেশী মামাকে ৷ আর শুক্রবারের ঘটনায় শাস্তি হল ষাটোর্ধ্ব জেঠুর ৷

জলপাইগুড়ি আদালতের আইনজীবী দেবাশিস দত্ত জানান, জলপাইগুড়ির বানারহাট থানায় 2023 সালের 10 জুলাই অভিযোগ দায়ের করা হয় নাবালিকার পরিবারের তরফে ৷ সেখানে জানানো হয়, 9 জুলাই নাবালিকা ও তার ভাই বাড়িতে একাই ছিল ৷ বাড়িতে সেই সময় নাবালিকার মা, ঠাকুরমা ও ঠাকুরদা, কেউই ছিলেন না ৷ সেই সময় ওই জেঠু বাড়িতে আসে ৷

Minor Girl Sexual Harassment Case
জেঠুর যৌন লালসার শিকার ভাইঝি, দোষীকে 20 বছরের কারাদণ্ড (নিজস্ব ছবি)

নাবালিকার ভাইকে চকোলেট আনতে দোকানে পাঠায় ৷ তার পর ফাঁকাবাড়িতে মেয়েটির যৌন হেনস্তার চেষ্টা করে ৷ মেয়েটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ তখন জোর করে মেয়েটিকে তার ঠাকুরমার ঘরে নিয়ে যায় জেঠু ৷ সেখানেই মেয়েটিকে ধর্ষণ করে ৷ তার পর ওই বাড়ি ছেড়ে চলে যায় ৷

বিকেলে নাবালিকার মা বাড়িতে ফেরেন ৷ মাকে সব কথা জানায় সে ৷ বিষয়টি পরিবারের অন্য সদস্য-সহ প্রতিবেশীরাও জানতে পারে ৷ তখন সকলে মিলে ওই ব্যক্তির বাড়িতে চড়াও হয় ৷ সেই সময় সে সেখান থেকে পালিয়ে যায় ৷ তার পরই বানারহাট থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা ৷ পুলিশ তদন্তে নেমে আসামিকে গ্রেফতার করে নেয় ৷

পকসো আইনে মামলা রুজু হয় ৷ মেয়েটির গোপন জবানবন্দি নেওয়া হয় ৷ পুলিশ ধৃতের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ৷ বিচার চলাকালীন সাতজন সাক্ষ্যও দেন ৷ উভয়পক্ষের সওয়াল জবাব এবং তথ্য প্রমাণের ভিত্তিতে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন বিচারক রিন্টু সুর ৷

শুক্রবার এই মামলার সাজা ঘোষণা করেন বিচারক ৷ দোষী ব্যক্তিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 50 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ জরিমানা দিতে না পারলে আরও দু’মাস জেলেই থাকতে হবে ওই ব্যক্তিকে ৷ তাছাড়া নাবালিকাকে 5 লক্ষ টাকা সাহায্য় করার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.