ETV Bharat / state

নাবালিকা ধর্ষণে প্রতিবেশী মামাকে 20 বছরের কারাদণ্ড - MINOR GIRL RAPE CASE

2022 সালের 27 সেপ্টেম্বর ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের হয়৷ জলপাইগুড়ি পকসো আদালত বৃহস্পতিবার সাজা শোনায় দোষীকে ৷

MINOR GIRL RAPE CASE
নাবালিকা ধর্ষণে প্রতিবেশী মামাকে 20 বছরের কারাদণ্ড (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 24, 2025 at 3:45 PM IST

2 Min Read

জলপাইগুড়ি, 24 এপ্রিল: প্রতিবেশী মামার যৌন লালসার শিকার ভাগনি । সেই মামাকে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক রিন্টু শূর ।

ভক্তিনগর থানার এই মামলায় অভিযুক্তকে 20 বছরের কারাদণ্ডের নির্দেশের পাশাপাশি 50 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক ৷ নির্যাতিত নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা সাহায্য করতেও নির্দেশ দেওয়া হয়েছে ৷

নাবালিকা ধর্ষণে প্রতিবেশী মামাকে 20 বছরের কারাদণ্ড (ইটিভি ভারত)

জলপাইগুড়ি আদালতের সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানায় এই মামলা দায়ের হয় 2022 সালের 27 সেপ্টেম্বর ৷ অভিযোগ দায়ের করেন নাবালিকার মাসি ৷ নির্যাতিতা নাবালিকার বাবা ও মা মারা গিয়েছেন ৷ সেই কারণে সে দাদু ও দিদার বাড়িতেই থাকত । দাদু ও দিদিমা দু’জনেই শ্রমিকের কাজ করতেন ।

দোষী যুবক নাবালিকার প্রতিবেশী ছিল । বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী যুবক বাড়িতে আসে । ঘরের ভেতরে তাকে ডেকে নিয়ে যায় ৷ তার পর যৌন হেনস্তা ও ধর্ষণ করে ৷ নাবালিকার দিদি দেখতে পায় যে বোনকে প্রতিবেশী ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে ৷ বোন অনেকক্ষণ ধরে ঘর থেকে বের হচ্ছে না । সে তখন দরজা খুলে ঘরে ঢোকে ৷

সে দু’জনকেই খাটের উপর দেখতে পায় ৷ নাবালিকার সঙ্গে প্রতিবেশী মামাও নগ্ন অবস্থায় ছিল ৷ সে তখন তার বোনকে ঘর থেকে টেনে বের করে নিয়ে আসে । সেদিন মাসির বাড়িতে একটি অনুষ্ঠান ছিল । মাসি লক্ষ্য করে দুই বোন ভীত হয়ে আছে । তাদের জিজ্ঞাসাবাদ করার পর মাসি বিষয়টি জানতে পারে ৷

Minor Girl Rape Case
নাবালিকা ধর্ষণে প্রতিবেশী মামাকে 20 বছরের কারাদণ্ড (নিজস্ব চিত্র)

এর পরই পুলিশের কাছে ওই নাবালিকার মাসি অভিযোগ দায়ের করেন ৷ নাবালিকার মেডিক্যাল টেস্ট করানো হয় ৷ পরে নাবালিকা আদালতে গোপন জবানবন্দি দেয় ৷ নাবালিকার দিদিরও গোপন জবানবন্দি নেওয়া হয় বলে আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন ৷ তিনি আরও জানান, এই ঘটনায় মোট সাতজনের সাক্ষ্য প্রদান করা হয় । সেই তালিকায় প্রত্যক্ষদর্শী দিদি, ডাক্তারও ছিল ৷

এদিকে সাজা ঘোষণার পর অভিযুক্ত যুবক বলেন, ‘‘তাঁকে ফাঁসানো হয়েছে । বিনাদোষে আমাকে নাবালিকার মাসি ফাঁসিয়ে দিয়েছে ৷’’

জলপাইগুড়ি, 24 এপ্রিল: প্রতিবেশী মামার যৌন লালসার শিকার ভাগনি । সেই মামাকে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক রিন্টু শূর ।

ভক্তিনগর থানার এই মামলায় অভিযুক্তকে 20 বছরের কারাদণ্ডের নির্দেশের পাশাপাশি 50 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক ৷ নির্যাতিত নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা সাহায্য করতেও নির্দেশ দেওয়া হয়েছে ৷

নাবালিকা ধর্ষণে প্রতিবেশী মামাকে 20 বছরের কারাদণ্ড (ইটিভি ভারত)

জলপাইগুড়ি আদালতের সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানায় এই মামলা দায়ের হয় 2022 সালের 27 সেপ্টেম্বর ৷ অভিযোগ দায়ের করেন নাবালিকার মাসি ৷ নির্যাতিতা নাবালিকার বাবা ও মা মারা গিয়েছেন ৷ সেই কারণে সে দাদু ও দিদার বাড়িতেই থাকত । দাদু ও দিদিমা দু’জনেই শ্রমিকের কাজ করতেন ।

দোষী যুবক নাবালিকার প্রতিবেশী ছিল । বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী যুবক বাড়িতে আসে । ঘরের ভেতরে তাকে ডেকে নিয়ে যায় ৷ তার পর যৌন হেনস্তা ও ধর্ষণ করে ৷ নাবালিকার দিদি দেখতে পায় যে বোনকে প্রতিবেশী ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে ৷ বোন অনেকক্ষণ ধরে ঘর থেকে বের হচ্ছে না । সে তখন দরজা খুলে ঘরে ঢোকে ৷

সে দু’জনকেই খাটের উপর দেখতে পায় ৷ নাবালিকার সঙ্গে প্রতিবেশী মামাও নগ্ন অবস্থায় ছিল ৷ সে তখন তার বোনকে ঘর থেকে টেনে বের করে নিয়ে আসে । সেদিন মাসির বাড়িতে একটি অনুষ্ঠান ছিল । মাসি লক্ষ্য করে দুই বোন ভীত হয়ে আছে । তাদের জিজ্ঞাসাবাদ করার পর মাসি বিষয়টি জানতে পারে ৷

Minor Girl Rape Case
নাবালিকা ধর্ষণে প্রতিবেশী মামাকে 20 বছরের কারাদণ্ড (নিজস্ব চিত্র)

এর পরই পুলিশের কাছে ওই নাবালিকার মাসি অভিযোগ দায়ের করেন ৷ নাবালিকার মেডিক্যাল টেস্ট করানো হয় ৷ পরে নাবালিকা আদালতে গোপন জবানবন্দি দেয় ৷ নাবালিকার দিদিরও গোপন জবানবন্দি নেওয়া হয় বলে আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন ৷ তিনি আরও জানান, এই ঘটনায় মোট সাতজনের সাক্ষ্য প্রদান করা হয় । সেই তালিকায় প্রত্যক্ষদর্শী দিদি, ডাক্তারও ছিল ৷

এদিকে সাজা ঘোষণার পর অভিযুক্ত যুবক বলেন, ‘‘তাঁকে ফাঁসানো হয়েছে । বিনাদোষে আমাকে নাবালিকার মাসি ফাঁসিয়ে দিয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.