ETV Bharat / state

শিশুকন্যাকে খুন করে পুকুর ধারে পুঁতে দিল নাবালক দাদা ! - HASNABAD MURDER

ছয় বছরের শিশুকন্যাকে খুন করে পুকুর ধারে পুঁতে দেওয়ার অভিযোগ ৷ গ্রেফতার শিশুটির পিসতুতো দাদা । তার বয়স 14 বছর ৷ হাড়হিম ঘটনা হাসনাবাদে ।

ETV BHARAT
শিশুকন্যাকে খুন করে পুকুর ধারে পুঁতে দিল নাবালক দাদা ! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 13, 2025 at 3:22 PM IST

3 Min Read

হাসনাবাদ, 13 এপ্রিল: ছয় বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন করে পুকুর পাড়ে পুঁতে দেওয়ার অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে । হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাসনাবাদে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুকন্যা স্থানীয় একটি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির পড়ুয়া । খুনের ঘটনায় অভিযুক্ত পিসতুতো দাদাকে পুলিশ গ্রেফতার করেছে । সে খুনের কথা কবুল করেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা । তবে, কিশোর বয়সে তার নিখুঁত অপরাধ দেখে তাজ্জব বনে গিয়েছেন অনেকেই । খুনের নেপথ্যে পারিবারিক শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ।

জানা গিয়েছে, হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর মনোহরপুর গ্রামে বাড়ি ওই শিশুকন্যার । শনিবার বিকেলে পরিবারের কেউই ছিল না বাড়িতে ।সেই সময় তাদের বাড়িতে আসে পিসতুতো দাদা । সে পিসির বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে শিশুকন্যাকে । দাদার কথায় সরল বিশ্বাসে বোন পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল ঘর থেকে । কিন্তু, পিসির বাড়িতে পৌঁছয়নি ছোট্ট মেয়েটি । অভিযোগ, পিসির বাড়িতে পৌঁছনোর আগেই রাস্তায় ওই কিশোর তার বোনকে শ্বাসরোধ করে খুন করে । এরপর বাড়ি সংলগ্ন পুকুর পারে গর্ত খুঁড়ে নিথর দেহ দাদা পুঁতে দেয় বলে অভিযোগ উঠেছে ।

হাড়হিম ঘটনা হাসনাবাদে (নিজস্ব ভিডিয়ো)

রাতে বাড়ি ফিরে পরিবারের লোকেরা শিশুকন্যাকে দেখতে না-পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন । কিন্তু কোথাও তার সন্ধান না-পাওয়ায় সন্দেহ গিয়ে পড়ে পিসতুতো দাদার উপর । তাকে চেপে ধরতেই সে বোনকে শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করে । রাতেই হাসনাবাদ থানায় গিয়ে শিশুটির পরিবারের লোকেরা ওই কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে ওই কিশোরকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ । রবিবার সকালে ওই কিশোরকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে আসে । এরপর, খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হয় তাকে নিয়ে । কীভাবে সে তার বোনকে খুন করেছে, তারও বর্ণনা দিয়েছেন তদন্তকারী অফিসারকে ।

এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় গ্রামে । অভিযুক্ত কিশোরের নিখুঁত পরিকল্পনা দেখে অবাক হয়ে গিয়েছেন গ্রামের লোকজন । অবাক হয়েছেন পরিবারের সদস্যরাও । ভাবতেই পারছেন না, বোনকে খুনের পর তার দেহ লোপাট করতে পুকুর পারে পুঁতে দিয়েছে দাদা ! আর সেই ঘটনা সামনে আসায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন ।

ETV BHARAT
খুনের কথা কবুল করেছে অভিযুক্ত (নিজস্ব চিত্র)

এই বিষয়ে মৃত নাবালিকার বাবা বলেন, "আমি গাড়ি চালাই । শনিবার বাড়িতে ছিলাম না । মেয়ে নিখোঁজ শুনে বাড়িতে আসি । তার পর সব জানতে পেরেছি । কিন্তু কেন এই ঘটনা ঘটল, এখন কিছুই বলতে পারছি না ।"

মৃতের এক আত্মীয় বলেন, "ও'কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল ও'র দাদা । তার পর থেকে বাচ্চাটাকে আর পাওয়া যাচ্ছিল না । আমরা অনেক খোঁজাখুঁজি করেছি । ও'র দাদাকেও জিজ্ঞাসা করেছিলাম । কিন্তু তখন 'ও' কিচ্ছু বলেনি । পুলিশ ও'কে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে সব স্বীকার করেছে । তবে কেন 'ও' খুন করল, আমরা কিছুই জানি না ।"

অন‍্যদিকে, রবিবার ওই নাবালিকার পোঁতা দেহ পুকুর ধার থেকে উদ্ধার করে পুলিশ । এরপর, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে ।

তবে, খুনের আগে নাবালিকার উপর কোনও যৌন নির্যাতন হয়েছিল কি না তা ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে বলে জানিয়েছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান । তিনি বলেন, "শিশুকন্যা খুনের ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে, সে নাবালক । বয়স মাত্র 14 বছর । তাই, ধৃত কিশোরকে জুভেনাইল আদালতে পাঠানো হবে । খুনের নেপথ্যে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ।"

হাসনাবাদ, 13 এপ্রিল: ছয় বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন করে পুকুর পাড়ে পুঁতে দেওয়ার অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে । হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাসনাবাদে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুকন্যা স্থানীয় একটি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির পড়ুয়া । খুনের ঘটনায় অভিযুক্ত পিসতুতো দাদাকে পুলিশ গ্রেফতার করেছে । সে খুনের কথা কবুল করেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা । তবে, কিশোর বয়সে তার নিখুঁত অপরাধ দেখে তাজ্জব বনে গিয়েছেন অনেকেই । খুনের নেপথ্যে পারিবারিক শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ।

জানা গিয়েছে, হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর মনোহরপুর গ্রামে বাড়ি ওই শিশুকন্যার । শনিবার বিকেলে পরিবারের কেউই ছিল না বাড়িতে ।সেই সময় তাদের বাড়িতে আসে পিসতুতো দাদা । সে পিসির বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে শিশুকন্যাকে । দাদার কথায় সরল বিশ্বাসে বোন পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল ঘর থেকে । কিন্তু, পিসির বাড়িতে পৌঁছয়নি ছোট্ট মেয়েটি । অভিযোগ, পিসির বাড়িতে পৌঁছনোর আগেই রাস্তায় ওই কিশোর তার বোনকে শ্বাসরোধ করে খুন করে । এরপর বাড়ি সংলগ্ন পুকুর পারে গর্ত খুঁড়ে নিথর দেহ দাদা পুঁতে দেয় বলে অভিযোগ উঠেছে ।

হাড়হিম ঘটনা হাসনাবাদে (নিজস্ব ভিডিয়ো)

রাতে বাড়ি ফিরে পরিবারের লোকেরা শিশুকন্যাকে দেখতে না-পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন । কিন্তু কোথাও তার সন্ধান না-পাওয়ায় সন্দেহ গিয়ে পড়ে পিসতুতো দাদার উপর । তাকে চেপে ধরতেই সে বোনকে শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করে । রাতেই হাসনাবাদ থানায় গিয়ে শিশুটির পরিবারের লোকেরা ওই কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে ওই কিশোরকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ । রবিবার সকালে ওই কিশোরকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে আসে । এরপর, খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হয় তাকে নিয়ে । কীভাবে সে তার বোনকে খুন করেছে, তারও বর্ণনা দিয়েছেন তদন্তকারী অফিসারকে ।

এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় গ্রামে । অভিযুক্ত কিশোরের নিখুঁত পরিকল্পনা দেখে অবাক হয়ে গিয়েছেন গ্রামের লোকজন । অবাক হয়েছেন পরিবারের সদস্যরাও । ভাবতেই পারছেন না, বোনকে খুনের পর তার দেহ লোপাট করতে পুকুর পারে পুঁতে দিয়েছে দাদা ! আর সেই ঘটনা সামনে আসায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন ।

ETV BHARAT
খুনের কথা কবুল করেছে অভিযুক্ত (নিজস্ব চিত্র)

এই বিষয়ে মৃত নাবালিকার বাবা বলেন, "আমি গাড়ি চালাই । শনিবার বাড়িতে ছিলাম না । মেয়ে নিখোঁজ শুনে বাড়িতে আসি । তার পর সব জানতে পেরেছি । কিন্তু কেন এই ঘটনা ঘটল, এখন কিছুই বলতে পারছি না ।"

মৃতের এক আত্মীয় বলেন, "ও'কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল ও'র দাদা । তার পর থেকে বাচ্চাটাকে আর পাওয়া যাচ্ছিল না । আমরা অনেক খোঁজাখুঁজি করেছি । ও'র দাদাকেও জিজ্ঞাসা করেছিলাম । কিন্তু তখন 'ও' কিচ্ছু বলেনি । পুলিশ ও'কে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে সব স্বীকার করেছে । তবে কেন 'ও' খুন করল, আমরা কিছুই জানি না ।"

অন‍্যদিকে, রবিবার ওই নাবালিকার পোঁতা দেহ পুকুর ধার থেকে উদ্ধার করে পুলিশ । এরপর, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে ।

তবে, খুনের আগে নাবালিকার উপর কোনও যৌন নির্যাতন হয়েছিল কি না তা ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে বলে জানিয়েছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান । তিনি বলেন, "শিশুকন্যা খুনের ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে, সে নাবালক । বয়স মাত্র 14 বছর । তাই, ধৃত কিশোরকে জুভেনাইল আদালতে পাঠানো হবে । খুনের নেপথ্যে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.