ETV Bharat / state

স্টেডিয়ামের কাজ 10 বছর বন্ধ থাকায় সমস্যায় খেলোয়াড়রা, চালুর উদ্যোগ মন্ত্রীর - BUNIADPUR STADIUM

রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্যোগে খুবই খুশি খেলোয়াড় থেকে ক্রীড়াপ্রেমী মানুষরা ৷ দ্রুত স্টেডিয়াম তৈরি হোক, এমনটাই চান তাঁরা ৷

Buniadpur Stadium
দীর্ঘদিন ধরে বন্ধ স্টেডিয়ামের কাজ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 13, 2025 at 4:36 PM IST

2 Min Read

বংশীহারী, 13 এপ্রিল: দীর্ঘ 10 বছর ধরে বন্ধ স্টেডিয়ামের কাজ ৷ তার জেরে বন্ধ মাঠে সব ধরনের খেলাধূলাও ৷ যার ফলে সমস্যায় পড়েছেন এলাকার খেলোয়াড়রা ৷ রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র ফের স্টেডিয়াম তৈরির কাজ শুরুর উদ্যোগ নিয়েছেন ৷ ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর শহরের 9 নম্বর ওয়ার্ডের ।

বাধ্য হয়ে খেলোয়াড়দের অন্য মাঠে গিয়ে বিভিন্ন খেলাধূলা অনুশীলন করতে হচ্ছে । অনুশীলন করার সেই মাঠগুলো তুলনামূলক ছোট ৷ আর সেখানে আনুষঙ্গিক সুযোগ-সুবিধার অভাবও রয়েছে । এতে খেলোয়াড়রা সেখানে যেতে আগ্রহ হারিয়ে ফেলছেন বলে দাবি ক্রীড়াপ্রেমীদের । সম্প্রতি স্টেডিয়াম সংস্কারের কাজ নিয়ে অভিযোগ ওঠে, ঠিকাদার নিম্নমানের মাটি দিয়ে মাঠের সংস্কার করছেন । পরে জানাজানি হওয়ার পর প্রশাসনের হস্তক্ষেপে সেই কাজ বন্ধ হয়ে যায় ।

স্টেডিয়ামের কাজ চালুর উদ্যোগ নিলেন মন্ত্রী বিপ্লব মিত্র (ইটিভি ভারত)

খোঁজ নিয়ে জানা গিয়েছে, 2014 সালে বুনিয়াদপুর শহরের টাঙন নদীর ধারে প্রায় আড়াই একর জমির উপর স্টেডিয়ামটি নির্মাণ হওয়ার জন্য কাজ শুরু হয় । ওই অর্থবছরে হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র স্টেডিয়ামের মাঠ, প্যাভিলিয়ন ও স্বল্প আসনের গ্যালারি সংস্কারের জন্য 9 লাখ টাকা বরাদ্দ করেন । আর এই সংস্কার কাজের দায়িত্ব পান কলকাতার ত্রিবেণী নামে একটি ঠিকাদারি সংস্থা ।

Buniadpur Stadium
মাঝপথে থেমে যায় কাজ (নিজস্ব ছবি)

অভিযোগ, সেই সংস্থা ঠিকমতো কাজ না-করার কারণেই এখনও অচল অবস্থায় পড়ে আছে বুনিয়াদপুর স্টেডিয়ামের কাজ । বুনিয়াদপুর স্টেডিয়ামের কাজ আবার নতুন করে শুরু করার উদ্যোগ নিচ্ছেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র । আর তাঁর এই উদ্যোগ নেওয়ার খবর জানাজানি হতেই খুবই খুশি বুনিয়াদপুর পুরসভা-সহ বংশীহারী ব্লকের বিভিন্ন খেলোয়াড় থেকে ক্রীড়াপ্রেমী মানুষরা ।

Buniadpur Stadium
বুনিয়াদপুর শহরের টাঙন নদীর ধারে তৈরি হচ্ছিল স্টেডিয়াম (নিজস্ব ছবি)

এই বিষয়ে কাজল সরকার নামে এক ক্রীড়াপ্রেমী বলেন, "দীর্ঘ 10 বছর ধরে টাঙন নদীর ধারে বুনিয়াদপুর পুরসভা এলাকায় স্টেডিয়ামের কাজ শুরু হয়েছিল । কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সেই কাজ বন্ধ হয়ে যায় । তবে আমরা খুবই খুশি আবার নতুন করে কাজ শুরুর উদ্যোগ নিচ্ছেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র । তবে এখন কত দিনে কাজ শুরু হবে এবং শেষ কবে হবে সেই আশায় রয়েছি আমরা ।"

Buniadpur Stadium
10 বছর আগে শুরু স্টেডিয়াম তৈরির কাজ (নিজস্ব ছবি)

রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, "আমি হরিরামপুরের বিধায়ক থাকাকালীন 9 লক্ষ টাকা বরাদ্দ করেছিলাম স্টেডিয়ামের কাজের জন্য । কিন্তু পরে কলকাতার একটি সংস্থা ঠিকমতো কাজ না-করার কারণে ওই কাজ বন্ধ হয়ে যায় । পরবর্তীতে আমি ভোটে হেরে যাই ৷ সেই সময় যিনি বিধায়ক ছিলেন তিনি কোনও উদ্যোগ নেননি স্টেডিয়াম তৈরির জন্য । আমি আবার উদ্যোগ নিচ্ছি নতুনভাবে বুনিয়াদপুরে স্টেডিয়ামের কাজ শুরু করার জন্য ।"

বংশীহারী, 13 এপ্রিল: দীর্ঘ 10 বছর ধরে বন্ধ স্টেডিয়ামের কাজ ৷ তার জেরে বন্ধ মাঠে সব ধরনের খেলাধূলাও ৷ যার ফলে সমস্যায় পড়েছেন এলাকার খেলোয়াড়রা ৷ রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র ফের স্টেডিয়াম তৈরির কাজ শুরুর উদ্যোগ নিয়েছেন ৷ ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর শহরের 9 নম্বর ওয়ার্ডের ।

বাধ্য হয়ে খেলোয়াড়দের অন্য মাঠে গিয়ে বিভিন্ন খেলাধূলা অনুশীলন করতে হচ্ছে । অনুশীলন করার সেই মাঠগুলো তুলনামূলক ছোট ৷ আর সেখানে আনুষঙ্গিক সুযোগ-সুবিধার অভাবও রয়েছে । এতে খেলোয়াড়রা সেখানে যেতে আগ্রহ হারিয়ে ফেলছেন বলে দাবি ক্রীড়াপ্রেমীদের । সম্প্রতি স্টেডিয়াম সংস্কারের কাজ নিয়ে অভিযোগ ওঠে, ঠিকাদার নিম্নমানের মাটি দিয়ে মাঠের সংস্কার করছেন । পরে জানাজানি হওয়ার পর প্রশাসনের হস্তক্ষেপে সেই কাজ বন্ধ হয়ে যায় ।

স্টেডিয়ামের কাজ চালুর উদ্যোগ নিলেন মন্ত্রী বিপ্লব মিত্র (ইটিভি ভারত)

খোঁজ নিয়ে জানা গিয়েছে, 2014 সালে বুনিয়াদপুর শহরের টাঙন নদীর ধারে প্রায় আড়াই একর জমির উপর স্টেডিয়ামটি নির্মাণ হওয়ার জন্য কাজ শুরু হয় । ওই অর্থবছরে হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র স্টেডিয়ামের মাঠ, প্যাভিলিয়ন ও স্বল্প আসনের গ্যালারি সংস্কারের জন্য 9 লাখ টাকা বরাদ্দ করেন । আর এই সংস্কার কাজের দায়িত্ব পান কলকাতার ত্রিবেণী নামে একটি ঠিকাদারি সংস্থা ।

Buniadpur Stadium
মাঝপথে থেমে যায় কাজ (নিজস্ব ছবি)

অভিযোগ, সেই সংস্থা ঠিকমতো কাজ না-করার কারণেই এখনও অচল অবস্থায় পড়ে আছে বুনিয়াদপুর স্টেডিয়ামের কাজ । বুনিয়াদপুর স্টেডিয়ামের কাজ আবার নতুন করে শুরু করার উদ্যোগ নিচ্ছেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র । আর তাঁর এই উদ্যোগ নেওয়ার খবর জানাজানি হতেই খুবই খুশি বুনিয়াদপুর পুরসভা-সহ বংশীহারী ব্লকের বিভিন্ন খেলোয়াড় থেকে ক্রীড়াপ্রেমী মানুষরা ।

Buniadpur Stadium
বুনিয়াদপুর শহরের টাঙন নদীর ধারে তৈরি হচ্ছিল স্টেডিয়াম (নিজস্ব ছবি)

এই বিষয়ে কাজল সরকার নামে এক ক্রীড়াপ্রেমী বলেন, "দীর্ঘ 10 বছর ধরে টাঙন নদীর ধারে বুনিয়াদপুর পুরসভা এলাকায় স্টেডিয়ামের কাজ শুরু হয়েছিল । কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সেই কাজ বন্ধ হয়ে যায় । তবে আমরা খুবই খুশি আবার নতুন করে কাজ শুরুর উদ্যোগ নিচ্ছেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র । তবে এখন কত দিনে কাজ শুরু হবে এবং শেষ কবে হবে সেই আশায় রয়েছি আমরা ।"

Buniadpur Stadium
10 বছর আগে শুরু স্টেডিয়াম তৈরির কাজ (নিজস্ব ছবি)

রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, "আমি হরিরামপুরের বিধায়ক থাকাকালীন 9 লক্ষ টাকা বরাদ্দ করেছিলাম স্টেডিয়ামের কাজের জন্য । কিন্তু পরে কলকাতার একটি সংস্থা ঠিকমতো কাজ না-করার কারণে ওই কাজ বন্ধ হয়ে যায় । পরবর্তীতে আমি ভোটে হেরে যাই ৷ সেই সময় যিনি বিধায়ক ছিলেন তিনি কোনও উদ্যোগ নেননি স্টেডিয়াম তৈরির জন্য । আমি আবার উদ্যোগ নিচ্ছি নতুনভাবে বুনিয়াদপুরে স্টেডিয়ামের কাজ শুরু করার জন্য ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.