ETV Bharat / state

কিশতওয়ারে খতম 2 জইশ জঙ্গি, আখনুরে সংঘর্ষে নিহত সেনা আধিকারিক - TERRORISTS KILLED IN KISHTWAR

মৃত 2 জঙ্গির একজন জইশ-ই-মহম্মদের শীর্ষস্থানীয় কমান্ডার ছিল ৷ গত দু’দিনে মোট 3 জন জঙ্গিকে নিকেশ করল বাহিনী ৷

Terrorists Killed in Kishtwar
কিশতওয়ারে সেনার সঙ্গে সংঘর্ষে খতম 2 জঙ্গি ৷ (ছবি- ভারতীয় সেনা)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 12, 2025 at 1:48 PM IST

2 Min Read

জম্মু ও কাশ্মীর, 12 এপ্রিল: কিশতওয়ার জেলায় খতম আরও দুই পাকিস্তানি জঙ্গি ৷ গত শুক্রবার জম্মু ও কাশ্মীরের ছাতরু এলাকায় সংঘর্ষ চলাকালীন এক জঙ্গিকে খতম করে সেনা ৷ এবার ওই এলাকাতেই আরও দুই পাকিস্তানি জঙ্গিকে মারেন জওয়ানরা ৷ অন্যদিকে, জম্মুর আখনুর সেক্টরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন ভারতীয় সেনার এক জুনিয়র কমিশনড অফিসার কুলদীপ চন্দ শহিদ হয়েছেন ৷

ভারতীয় সেনার জম্মুর হোয়াইট নাইট কর্পসের তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "অপারেশন ছাতরু: খারাপ ও দুর্গম আবহাওয়া সত্ত্বেও কিশতওয়ার জেলার ছাতরুতে অভিযান চলছে ৷ সেই অভিযানে দুই পাকিস্তানি জঙ্গিকে খতম করা হয়েছে ৷ ওই জঙ্গিদের কাছ থেকে যুদ্ধের জন্য মজুত এমন বিশাল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ৷ সেই সঙ্গে একটি একে ও একটি এম4 রাইফেল উদ্ধার করেছেন জওয়ানরা ৷ অভিযান এখনও চলছে ৷"

উল্লেখ্য, ছাতরু এলাকায় গত 9 এপ্রিল থেকে ভারতীয় সেনার জওয়ানরা তল্লাশি অভিযান চালাচ্ছে ৷ ওই এলাকায় একাধিক জঙ্গির আত্মগোপন করে থাকার খবর রয়েছে ৷ সেনার পাশাপাশি, আধাসেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ অভিযান চালাচ্ছে লুকিয়ে থানা জঙ্গিদের খতম করতে ৷

সংবাদসংস্থা পিটিআই সূত্রকে উল্লেখ করে খবর করেছে যে, যে দুই পাকিস্তানি জঙ্গিকে সেনা খতম করেছে তারা পাকিস্তানের জইশ-ই-মহম্মদের সদস্য ৷ এমনকি মারা যাওয়া দুই জঙ্গির মধ্যে একজনের পরিচয় হল সইফুল্লাহ ৷ সে জইশের শীর্ষস্থানীয় কমান্ডার ৷ কাশ্মীরের চেনাব ভ্যালিতে গত কয়েকবছর ধরে সক্রিয় রয়েছে ৷

লাইন অফ কন্ট্রোলে শহিদ সেনা জওয়ান

জম্মুর আখনুর সেক্টরের লাইন অফ কন্ট্রোলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন এক সেনা আধিকারিক নিহত হয়েছেন ৷ নিহত আধিকারিক কুলদীপ চন্দ ভারতীয় সেনার জুনিয়র কমিশনড অফিসার ছিলেন ৷ শনিবার সেনার এক সূত্রের মারফত জানানো হয়েছে, পাক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের সময় সেনার সঙ্গে যুদ্ধ শুরু হয় জঙ্গিদের ৷ সেই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সেনা আধিকারিক ৷ তবে, জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করেছে বাহিনী ৷

সেনার তরফে জানানো হয়েছে, দুর্গম পরিবেশ ও খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে আখনুর সেক্টরের সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ-সহ জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছিল ৷ শুক্রবার রাতে কেরি ভাট্টাল এলাকার জঙ্গল দিয়ে অনুপ্রবেশ করছিল জঙ্গিরা ৷ কিন্তু, সেনার সতর্কতার কারণে তাদের সেই চেষ্টা সফল হয়নি ৷ বেশ কিছুক্ষণ দু’তরফে গুলিযুদ্ধ চলে ও জঙ্গিদের উদ্দেশ্য ব্যর্থ করে সেনা ৷

জম্মু ও কাশ্মীর, 12 এপ্রিল: কিশতওয়ার জেলায় খতম আরও দুই পাকিস্তানি জঙ্গি ৷ গত শুক্রবার জম্মু ও কাশ্মীরের ছাতরু এলাকায় সংঘর্ষ চলাকালীন এক জঙ্গিকে খতম করে সেনা ৷ এবার ওই এলাকাতেই আরও দুই পাকিস্তানি জঙ্গিকে মারেন জওয়ানরা ৷ অন্যদিকে, জম্মুর আখনুর সেক্টরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন ভারতীয় সেনার এক জুনিয়র কমিশনড অফিসার কুলদীপ চন্দ শহিদ হয়েছেন ৷

ভারতীয় সেনার জম্মুর হোয়াইট নাইট কর্পসের তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "অপারেশন ছাতরু: খারাপ ও দুর্গম আবহাওয়া সত্ত্বেও কিশতওয়ার জেলার ছাতরুতে অভিযান চলছে ৷ সেই অভিযানে দুই পাকিস্তানি জঙ্গিকে খতম করা হয়েছে ৷ ওই জঙ্গিদের কাছ থেকে যুদ্ধের জন্য মজুত এমন বিশাল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ৷ সেই সঙ্গে একটি একে ও একটি এম4 রাইফেল উদ্ধার করেছেন জওয়ানরা ৷ অভিযান এখনও চলছে ৷"

উল্লেখ্য, ছাতরু এলাকায় গত 9 এপ্রিল থেকে ভারতীয় সেনার জওয়ানরা তল্লাশি অভিযান চালাচ্ছে ৷ ওই এলাকায় একাধিক জঙ্গির আত্মগোপন করে থাকার খবর রয়েছে ৷ সেনার পাশাপাশি, আধাসেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ অভিযান চালাচ্ছে লুকিয়ে থানা জঙ্গিদের খতম করতে ৷

সংবাদসংস্থা পিটিআই সূত্রকে উল্লেখ করে খবর করেছে যে, যে দুই পাকিস্তানি জঙ্গিকে সেনা খতম করেছে তারা পাকিস্তানের জইশ-ই-মহম্মদের সদস্য ৷ এমনকি মারা যাওয়া দুই জঙ্গির মধ্যে একজনের পরিচয় হল সইফুল্লাহ ৷ সে জইশের শীর্ষস্থানীয় কমান্ডার ৷ কাশ্মীরের চেনাব ভ্যালিতে গত কয়েকবছর ধরে সক্রিয় রয়েছে ৷

লাইন অফ কন্ট্রোলে শহিদ সেনা জওয়ান

জম্মুর আখনুর সেক্টরের লাইন অফ কন্ট্রোলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন এক সেনা আধিকারিক নিহত হয়েছেন ৷ নিহত আধিকারিক কুলদীপ চন্দ ভারতীয় সেনার জুনিয়র কমিশনড অফিসার ছিলেন ৷ শনিবার সেনার এক সূত্রের মারফত জানানো হয়েছে, পাক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের সময় সেনার সঙ্গে যুদ্ধ শুরু হয় জঙ্গিদের ৷ সেই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সেনা আধিকারিক ৷ তবে, জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করেছে বাহিনী ৷

সেনার তরফে জানানো হয়েছে, দুর্গম পরিবেশ ও খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে আখনুর সেক্টরের সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ-সহ জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছিল ৷ শুক্রবার রাতে কেরি ভাট্টাল এলাকার জঙ্গল দিয়ে অনুপ্রবেশ করছিল জঙ্গিরা ৷ কিন্তু, সেনার সতর্কতার কারণে তাদের সেই চেষ্টা সফল হয়নি ৷ বেশ কিছুক্ষণ দু’তরফে গুলিযুদ্ধ চলে ও জঙ্গিদের উদ্দেশ্য ব্যর্থ করে সেনা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.