ETV Bharat / state

নিজের দোকানে মানসিক ভারসাম্যহীন ভাগ্নিকে ধর্ষণ, পলাতক অভিযুক্ত - MENTALLY CHALLANGED LADY RAPE CASE

Basirhat Rape Case: ভাগ্নিকে ধর্ষণ করে পলাতক মামা ৷ থানায় অভিযোগ দায়ের করলেন মানসিক ভারসাম্যহীন যুবতির বাবা ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বসিরহাটে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 10:48 PM IST

Basirhat News
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

বসিরহাট, 10 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার মানসিক ভারসাম্যহীন যুবতিকে ধর্ষণের অভিযোগ । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মামার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । ঘটনার জেরে মঙ্গলবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বসিরহাটে । পুলিশ সূত্রের খবর, দোকানের পিছনে নিয়ে গিয়ে নিজের ভাগ্নিকে মামা ধর্ষণ করে বলে অভিযোগ । এই মর্মে এদিন দুপুরে বসিরহাট থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে পথে নেমে সোচ্চার হয়েছে নাগরিক সমাজ । তবু থেমে নেই মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা । তা কিন্তু স্পষ্ট বসিরহাটের ঘটনাতেই । স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত ও নির্যাতিতা । দু'জনেরই বাড়ি বসিরহাট থানা এলাকায় । মঙ্গলবার ঘুরতে ঘুরতে নির্যাতিতা যুবতি চলে এসেছিলেন মামার মুদিখানার দোকানে । তখন ভাগ্নিকে দোকানের পিছনের ঘরে গিয়ে বসতে বলেন মামা । তারপরেই সেখানে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ।

এদিকে, দীর্ঘক্ষণ হয়ে গেলেও মেয়ে বাড়ি ফিরছে না দেখে খুঁজতে বেরোয় পরিবারের লোকজন । খুঁজতে খুঁজতে শ্যালকের দোকানে যান যুবতির বাবা । দোকানের দরজা খোলা থাকলেও সেখানে কাউকে না দেখে সন্দেহ বাড়ে তাঁর । এরপর তিনি দোকানে ঢুকে পিছনের ঘরে যেতেই 'থ' হয়ে যান ।ঘরের ভিতরের দৃশ্য দেখে রীতিমতো চমকে ওঠেন । বাবাকে দেখে চিৎকার করতে থাকে মানসিক ভারসাম্যহীন মেয়ে । তখনই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত । এই ঘটনা প্রকাশ‍্যে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায় । ধর্ষণের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । সেই সঙ্গে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও হয়েছে বলে খবর পুলিশ সূত্রে ।

বসিরহাট, 10 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার মানসিক ভারসাম্যহীন যুবতিকে ধর্ষণের অভিযোগ । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মামার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । ঘটনার জেরে মঙ্গলবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বসিরহাটে । পুলিশ সূত্রের খবর, দোকানের পিছনে নিয়ে গিয়ে নিজের ভাগ্নিকে মামা ধর্ষণ করে বলে অভিযোগ । এই মর্মে এদিন দুপুরে বসিরহাট থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে পথে নেমে সোচ্চার হয়েছে নাগরিক সমাজ । তবু থেমে নেই মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা । তা কিন্তু স্পষ্ট বসিরহাটের ঘটনাতেই । স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত ও নির্যাতিতা । দু'জনেরই বাড়ি বসিরহাট থানা এলাকায় । মঙ্গলবার ঘুরতে ঘুরতে নির্যাতিতা যুবতি চলে এসেছিলেন মামার মুদিখানার দোকানে । তখন ভাগ্নিকে দোকানের পিছনের ঘরে গিয়ে বসতে বলেন মামা । তারপরেই সেখানে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ।

এদিকে, দীর্ঘক্ষণ হয়ে গেলেও মেয়ে বাড়ি ফিরছে না দেখে খুঁজতে বেরোয় পরিবারের লোকজন । খুঁজতে খুঁজতে শ্যালকের দোকানে যান যুবতির বাবা । দোকানের দরজা খোলা থাকলেও সেখানে কাউকে না দেখে সন্দেহ বাড়ে তাঁর । এরপর তিনি দোকানে ঢুকে পিছনের ঘরে যেতেই 'থ' হয়ে যান ।ঘরের ভিতরের দৃশ্য দেখে রীতিমতো চমকে ওঠেন । বাবাকে দেখে চিৎকার করতে থাকে মানসিক ভারসাম্যহীন মেয়ে । তখনই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত । এই ঘটনা প্রকাশ‍্যে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায় । ধর্ষণের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । সেই সঙ্গে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও হয়েছে বলে খবর পুলিশ সূত্রে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.