কলকাতা, 28 মে: লন্ডভন্ড কলকাতা ৷ 'রেমাল' গ্রাস করেছে শহরের 400টির মতো গাছ ৷ পরিবেশ কর্মীরা উপড়ে যাওয়া গাছ প্রতিস্থাপন করার দাবি জানিয়েছেন ৷ সবমিলিয়ে মহানগরের সবুজে ফের ক্ষত ধরাল ঘূর্ণিঝড় ৷
রেমালের তাণ্ডবে টানা বৃষ্টির সঙ্গেই কখনও ঝোড়ো আবার কখনও দমকা হাওয়া বয়েছে শহরজুড়ে। আর তাতেই একের পর এক গাছ মুহূর্তের মধ্য়ে মাটিতে লুটিয়ে পড়েছে। একটা দু'টো নয় এক্কেবারে 400টি গাছ। সোমবার রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ভেঙে পড়া গাছের ডাল কেটে রাস্তা পরিষ্কার করার কাজ করেছেন কলকাতা কর্পোরেশনের উদ্যান বিভাগের কর্মীরা। শিকড়-সহ উপড়ে যাওয়া গাছগুলি পুনর্প্রতিস্থাপন করার দাবি জানিয়েছেন পরিবেশ কর্মীরা।
আরও পড়ুন: রেমালের পর কী অবস্থা কলকাতার, ট্রাফিক পরিস্থিতির হাল জানাচ্ছে ইটিভি ভারত
কলকাতা পৌরনিগমের তথ্য় বলছে, সম্প্রতি, হালকা ঝড়-বৃষ্টিতেই গোটা 20টির মতো গাছ ভেঙে পড়েছিল। আর রেমাল আসার আগের দিন সামান্য হাওয়ার ধাক্কায় উপড়েছে 12টি গাছ। রেমালে বড় গাছ উপড়ে গিয়েছে 300টিরও বেশি। 100টিরও বেশি বড় গাছের ডালপালা ভেঙে পড়েছে। শহর কলকাতায় এখন গাছের পরিমাণ খুব কম। আর তার উপর এইভাবে একের পর এক গাছ ভেঙে পড়ায় সিঁদুরে মেঘ দেখছেন পরিবেশ বিজ্ঞানী থেকে পরিবেশ আন্দোলনের কর্মীরা। তবে চিন্তা থাকলেও, এমন গুরুতর বিষয়ে অনেকটাই হালকা মনোভাব কলকাতা কর্পোরেশনের।
গাছ উপড়ে রাস্তায় বা বাড়ির উপর পড়ায় তড়িঘড়ি যাতে রাস্তা ফাঁকা করা যায় তাই ডাল কেটে সরিয়ে সেই পদক্ষেপের কোনও খামতি রাখেনি পৌর কর্তৃপক্ষ। অতিরিক্ত বাহিনী মোতায়েন ছিল প্রতি বরো থেকে শুরু করে কেন্দ্রীয় ভবনে। তারা যখন খবর পেয়েছে তড়িঘড়ি সেখানে পৌঁছে বিদ্যুতের খুঁটি করাত দিয়ে কেটে অল্প সময়ের মধ্যেই রাস্তা-ঘাট সাফ করেছে। ফলে দিনভর জলের ভোগান্তি থাকলেও গাছ পড়ে ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ থাকার ঘটনা অন্য বারের তুলনায় অনেকটাই কম।
আরও পড়ুন: জমা জলে হয়রান শহরবাসী, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস ফিরহাদের
পরিবেশ কর্মীরা দাবি করছেন, যে তৎপরতার সঙ্গে রাস্তা পরিষ্কার রেখে নাগরিক যন্ত্রণা লাঘব করা হচ্ছে সেই তৎপরতার এক শতাংশ কলকাতার নাগরিকদের স্বাস্থ্যের কথা ভেবে পরিবেশ রক্ষায় দেখানো হয় না। বহু গাছ প্রতিস্থাপন যোগ্য হলে রক্ষা পেতে সেগুলি কেটে ফেলা হয় ৷ পরিবেশ কর্মী সোমেন্দ্রে মোহন ঘোষের কথায়, "বহু গাছ এমন আছে যা স্বমূলে উপড়ে পড়ছে। সেগুলো কেন উপযুক্ত জায়গায় প্রতিস্থাপন করা হবে না? বহু বছরের পূর্ণবয়স্ক গাছ কেটে ফেলা হচ্ছে। কলকাতা কর্পোরেশনের এই বিষয়ে ভাবা উচিত ৷ না-হলে যে পরিবেশগত ভয়াবহ বিপর্যয় আসতে চলেছে তার সময় এগিয়ে আসবে।"
এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "ঝড়-জলে দুর্যোগ পরিস্থিতিতে যে পরিমাণ গাছ উপড়ে যায় সেটা প্রতিস্থাপন করা সম্ভব হয় ওঠে না। কারণ সেটা করতে গেলে উপযুক্ত জায়গার খোঁজ করতে হয় ৷ কারণ মাটির সেই ধারণ ক্ষমতা রয়েছে কি না। আমরা সম্ভব হলে করে থাকি। যেমন লেক অ্যাভিনিউতে আমফানে বহু গাছ উপড়ে গিয়েছিল সেগুলি রবীন্দ্র সরোবর লেকে প্রতিস্থাপন করেছিলাম।"
আরও পড়ুন: গাছের মগডালে ঝুলছে 8 ফুটের পাইথন! স্নান করতে গিয়ে চক্ষু চড়কগাছ স্থানীয়দের
কলকাতা পৌরনিগমের পরিসংখ্য়ন অনুযায়ী, রেমালের তাণ্ডবে উপড়ে যাওয়া বড় গাছের সংখ্যা 294টি ৷
- 1 নম্বর বরোতে 18
- 2 নম্বর বরোতে 13
- 3 নম্বর বরোতে 24
- 4 নম্বর বরোতে 8
- 5 নম্বর বরোতে 7
- 6 নম্বর বরোতে 14
- 7 নম্বর বরোতে 38
- 8 নম্বর বরোতে 21
- 9 নম্বর বরোতে 25
- 10 নম্বর বরোতে 41
- 11 নম্বর বরোতে 14
- 12 নম্বর বরোতে 12
- 13 নম্বর বরোতে 18
- 14 নম্বর বরোতে 18
- 15 নম্বর বরোতে 1
- 16 নম্বর বরোতে 22