ETV Bharat / state

'মিসকেস-হটকেস' দুর্নীতিতে সরকারি কর্মচারীদের ক্ষমা করা হবে না, হুঁশিয়ারি মন্ত্রীর - MANAS BHUNIA

মাঝে মধ্যেই জমির কাগজপত্রে ব্যক্তির নামের বানান ভুলের বিষয়টিকে মিসকেস বলা হয় ৷ আর সংশোধনের বিষয়কে হটকেস বলা হয় বলে দাবি সেচমন্ত্রীর ৷

MANAS BHUNIA
রাজ্য সেচমন্ত্রী মানস ভুঁইয়া (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 11, 2025 at 11:38 AM IST

3 Min Read

চুঁচুড়া, 11 এপ্রিল: দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে কোনওভাবেই ক্ষমা করা হবে না । শাস্তি পেতেই হবে ৷ রাজ্য সরকারি কর্মচারীদের কড়াবার্তা দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস ভূঁইয়া ৷ চুঁচুড়া রবীন্দ্রভবনের মঞ্চ থেকে ভূমি সংস্কার দফতরের দুর্নীতির প্রসঙ্গ টেনে রাজ্যের সেচমন্ত্রী সাফ জানান, হুগলি থেকে কোনও অভিযোগ পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম বর্ষ জেলা সম্মেলন হয় চুঁচুড়ায় । অনুষ্ঠানে, তৃণমূলের জেলা নেতৃত্ব ছাড়া কর্মচারী ফেডারেশনের কনভেনার প্রতাপ নায়েক উপস্থিত ছিলেন । বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের কার্যত সতর্ক করে দেন ফেডারেশনের চেয়ারম্যান মানস ভূঁইয়া ।

কী বললেন সেচমন্ত্রী ? (ইটিভি ভারত)

মন্ত্রী বলেন, "সরকারি কর্মচারী ফেডারেশনে কোনও গ্রুপ বাজি করতে দেব না ।" কর্মচারীদের উদ্দেশ্যে তাঁর স্পষ্টবার্তা, ফেডারেশনের নেতা হয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে, তাঁদের কোনও জায়গা নেই । তিনি বলেন, "খাদ্য দফতরের ফেডারেশনের নেতা হব ! ডিলারদের সঙ্গে গল্প করব ! বিষয়টি যেদিন জানতে পারব, তারপর দিন কাঁচি দিয়ে কেটে দেব ৷ ভূমি দফতরের নেতা হব, দফতরকে পকেটে পুরে মুহুরিদের ইউনিয়নকে কাঁধে চাপিয়ে মিসকেস আর হটকেস করব, সেটা হবে না ।"

মিসকেস-হটকেসের বিষয়টি বিস্তারে বুঝিয়েও দেন রাজ্যের সেচমন্ত্রী ৷ মুহুরিরা তাঁকে জানিয়েছেন, মাঝে মধ্যেই জমির কাগজপত্রে ব্যক্তির নামের বানান ভুল করা হয়। বিষয়টিকে 'মিসকেস' বলা হয় ৷ আর তার সংশোধনের বিষয়টিকে 'হটকেস' বলা হয় ৷ ভুল সংশোধনের জন্য টাকা দেওয়া হলে সমস্যার সমাধান হয় বলে দাবি মানস ভুঁইয়ার ৷

এমনকী, জমির পরিমাণ অনুযায়ী টাকার পরিমাণে হেরফের হয় বলেও অভিযোগ সেচমন্ত্রীর ৷ এরপর দলীয় কর্মীদের ভূমি দফতরে পাঠানোর পর সমস্যার সমাধান হয় বলে জানান মন্ত্রী ৷ অতীতের এই প্রসঙ্গ তুলে ধরে হুগলির কর্মচারীদের সাবধান করে দেন মানস ভুঁইয়া ৷ সেই সঙ্গে, তিনি স্পষ্ট জানিয়ে দেন এই ধরনের ঘটনা সামনে এলে কাউকে ক্ষমা করা হবে না ৷ সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷

সুপ্রিম নির্দেশে এসএসসি প্যানেল বাতিল ও চাকরিহারাদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগের বিষয়ে এদিন মন্তব্য করেন মানস ভুঁইয়া ৷ রাজ্যের মন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর স্পষ্ট বক্তব্য, "চাকরিহারাদের বিষয়টি কর্মচারী ফেডারেশন দেখছে না । এটা শিক্ষা সেল এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দেখছেন । আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শিক্ষকদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেছি ।"

তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন, যোগ্য শিক্ষকরা চিন্তা করবেন না ৷ আপনাদের জন্য সরকার আছে এবং দু'মাসের মধ্যে এর সমাধান করা হবে । শিক্ষকদের ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী । যোগ্যদের আগে প্রাধান্য দেওয়া হবে, সে কথাও তিনি বলেন । এরপর আর কিছু বলার নেই ।" চাকরিহারাদের উপর লাঠিচার্জের ঘটনায় তিনি বলেন, "ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়েছে । এটা হওয়া উচিত ছিল না ।"

পড়ুন: সংবিধান অনুযায়ী রাজ্যপালের বিল আটকে রাখার অধিকার নেই: শোভনদেব চট্টোপাধ্যায়

চুঁচুড়া, 11 এপ্রিল: দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে কোনওভাবেই ক্ষমা করা হবে না । শাস্তি পেতেই হবে ৷ রাজ্য সরকারি কর্মচারীদের কড়াবার্তা দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস ভূঁইয়া ৷ চুঁচুড়া রবীন্দ্রভবনের মঞ্চ থেকে ভূমি সংস্কার দফতরের দুর্নীতির প্রসঙ্গ টেনে রাজ্যের সেচমন্ত্রী সাফ জানান, হুগলি থেকে কোনও অভিযোগ পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম বর্ষ জেলা সম্মেলন হয় চুঁচুড়ায় । অনুষ্ঠানে, তৃণমূলের জেলা নেতৃত্ব ছাড়া কর্মচারী ফেডারেশনের কনভেনার প্রতাপ নায়েক উপস্থিত ছিলেন । বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের কার্যত সতর্ক করে দেন ফেডারেশনের চেয়ারম্যান মানস ভূঁইয়া ।

কী বললেন সেচমন্ত্রী ? (ইটিভি ভারত)

মন্ত্রী বলেন, "সরকারি কর্মচারী ফেডারেশনে কোনও গ্রুপ বাজি করতে দেব না ।" কর্মচারীদের উদ্দেশ্যে তাঁর স্পষ্টবার্তা, ফেডারেশনের নেতা হয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে, তাঁদের কোনও জায়গা নেই । তিনি বলেন, "খাদ্য দফতরের ফেডারেশনের নেতা হব ! ডিলারদের সঙ্গে গল্প করব ! বিষয়টি যেদিন জানতে পারব, তারপর দিন কাঁচি দিয়ে কেটে দেব ৷ ভূমি দফতরের নেতা হব, দফতরকে পকেটে পুরে মুহুরিদের ইউনিয়নকে কাঁধে চাপিয়ে মিসকেস আর হটকেস করব, সেটা হবে না ।"

মিসকেস-হটকেসের বিষয়টি বিস্তারে বুঝিয়েও দেন রাজ্যের সেচমন্ত্রী ৷ মুহুরিরা তাঁকে জানিয়েছেন, মাঝে মধ্যেই জমির কাগজপত্রে ব্যক্তির নামের বানান ভুল করা হয়। বিষয়টিকে 'মিসকেস' বলা হয় ৷ আর তার সংশোধনের বিষয়টিকে 'হটকেস' বলা হয় ৷ ভুল সংশোধনের জন্য টাকা দেওয়া হলে সমস্যার সমাধান হয় বলে দাবি মানস ভুঁইয়ার ৷

এমনকী, জমির পরিমাণ অনুযায়ী টাকার পরিমাণে হেরফের হয় বলেও অভিযোগ সেচমন্ত্রীর ৷ এরপর দলীয় কর্মীদের ভূমি দফতরে পাঠানোর পর সমস্যার সমাধান হয় বলে জানান মন্ত্রী ৷ অতীতের এই প্রসঙ্গ তুলে ধরে হুগলির কর্মচারীদের সাবধান করে দেন মানস ভুঁইয়া ৷ সেই সঙ্গে, তিনি স্পষ্ট জানিয়ে দেন এই ধরনের ঘটনা সামনে এলে কাউকে ক্ষমা করা হবে না ৷ সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷

সুপ্রিম নির্দেশে এসএসসি প্যানেল বাতিল ও চাকরিহারাদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগের বিষয়ে এদিন মন্তব্য করেন মানস ভুঁইয়া ৷ রাজ্যের মন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর স্পষ্ট বক্তব্য, "চাকরিহারাদের বিষয়টি কর্মচারী ফেডারেশন দেখছে না । এটা শিক্ষা সেল এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দেখছেন । আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শিক্ষকদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেছি ।"

তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন, যোগ্য শিক্ষকরা চিন্তা করবেন না ৷ আপনাদের জন্য সরকার আছে এবং দু'মাসের মধ্যে এর সমাধান করা হবে । শিক্ষকদের ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী । যোগ্যদের আগে প্রাধান্য দেওয়া হবে, সে কথাও তিনি বলেন । এরপর আর কিছু বলার নেই ।" চাকরিহারাদের উপর লাঠিচার্জের ঘটনায় তিনি বলেন, "ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়েছে । এটা হওয়া উচিত ছিল না ।"

পড়ুন: সংবিধান অনুযায়ী রাজ্যপালের বিল আটকে রাখার অধিকার নেই: শোভনদেব চট্টোপাধ্যায়
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.