জলপাইগুড়ি, 4 জুন: মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে নাবালিকাকে যৌন হেনস্থা । অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ড-সহ 50 হাজার টাকা জরিমানার নির্দেশ দিলেন জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক রিন্টু সূর । পাশাপাশি নির্যাতিতা নাবালিকাকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন তিনি । জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক বুধবার এই রায় দিয়েছেন ।
জলপাইগুড়ি পকসো আদালতের সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, এটি জলপাইগুড়ি জেলার বানারহাট থানার মামলা । 29 এপ্রিল 2024 সালের ঘটনা । নাবালিকার মা ও বাবা দু'জনেই শ্রমিকের কাজ করেন । ঘটনার দিন তাঁরা দুজনেই কাজে চলে গিয়েছিলেন । সেই সময় নাবালিকা বাড়িতে একাই কাজ করছিল ।
অন্যদিকে, চা বাগানের প্রতিবেশী কোয়ার্টারে থাকত অভিযুক্ত প্রতিবেশী যুবক । সেদিন বিকেল সাড়ে চারটে নাগাদ প্রতিবেশী যুবক মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন হেনস্থা করে । ততক্ষণে নাবালিকার মা কাজ থেকে বাড়ি ফিরে মেয়েকে নাম ধরে ডাকলে মেয়ে কোনওভাবে প্রতিবেশী যুবকের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে । এরপর মেয়েটি তার মাকে গোটা ঘটনা খুলে বলে ।
সেদিনই বানারহাট থানার অন্তর্গত চামুর্চি আউটপোস্টে অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা । এরপর পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয় । পুলিশ তদন্ত করে সঠিক সময়ে চার্জশিট দাখিল করে । এই ঘটনায় 9 জনের সাক্ষ্য নেওয়া হয় ।
সেই মামলাতেই বুধবার জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক রিন্টু সূর অভিযুক্তকে 20 বছরের কারাদণ্ড এবং 50 হাজার টাকা জরিমানার নির্দেশ দেন । জরিমানা অনাদায়ে অতিরিক্ত দুই মাসের কারাদণ্ড হবে ।