জয়নগর, 11 এপ্রিল: প্রতিদিনের মতো কাজ সেরে রাতে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন জুলফিকর ৷ কিন্তু, বৃহস্পতিবার রাতে আর বাড়ি ফেরা হল না তাঁর ৷ রাস্তার উপর ছিঁড়ে পড়ে থাকা 11 হাজার ভোল্টেজের ইলেকট্রিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় জুলফিকার শেখের (34)। ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার জয়নগরের গঞ্জের বাজার এলাকায় ৷ ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন ওই রাস্তা দিয়ে কাজ থেকে বাড়ি ফেরেন জুলফিকার ৷ এদিন, হঠাৎ কালবৈশাখীর দাপটে রাস্তার উপর ছিঁড়ে পড়ে হাইভোল্টেজের ইলেকট্রিক তার । জুলফিকারের গায়ে এসে লাগতেই মুহূর্তের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর । জানা গিয়েছে, মৃত জুলফিকার জয়নগর থানার উত্তর দুর্গাপুর গ্রামের বাসিন্দা ৷
ঝড়ের মধ্যে দীর্ঘক্ষণ রাস্তাতেই দেহ পড়ে থাকে জুলফিকারের । পরে স্থানীয় এক গ্রামবাসী দেহটি দেখতে পেয়ে তড়িঘড়ি গ্রামে খবর দেন ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ ও বিদ্যুৎ দফতরের কর্মীরা । এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেহটিকে উদ্ধার করা হয় । ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷
ঘটনার তদন্ত শুরু করে জয়নগর থানার পুলিশ । দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহারুল্লাহ গাজি । তিনি বলেন, "প্রতিদিনের মতো কাজ করে বাড়ি ফিরছিলেন জুলফিকার । হঠাৎ ইলেকট্রিক এর তার ছিঁড়ে জুলফিকারের গায়ে পড়ায় মৃত্যু হয় তাঁর । খুব মর্মান্তিক ঘটনা । বিদ্যুৎ দফতরের গাফিলতি রয়েছে কি না, সে বিষয়ে আমরা খতিয়ে দেখছি ।"