ETV Bharat / state

টাকাপয়সা নিয়ে বচসা, ঘুমন্ত দাদাকে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার ভাই - BURN TO KILLED

মৃত ব্যক্তি পরিযায়ী শ্রমিকের কাজ করতেন ৷ গ্রেফতার অভিযুক্ত ছোট ভাই ৷ তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের ৷

BURN TO KILLED
মালদায় ঘুমন্ত দাদাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার ভাই ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2025 at 9:21 PM IST

3 Min Read

মালদা, 20 মে: টাকাপয়সা নিয়ে ঝামেলার জেরে দাদাকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে ৷ ভয়াবহ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে ৷ দিদির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নন্দন কোলেকে (35) গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ ৷

চারদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করা হয় ৷ জানা গিয়েছে, ধৃতকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন মালদা জেলা আদালতের মুখ্য দায়রা বিচারক ৷

মালদায় ঘুমন্ত দাদাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার ভাই ৷ (ইটিভি ভারত)

নিহতের নাম যতন কোলে (54) ৷ বটতলা গ্রামে একই বাড়িতে তাঁদের চার ভাই একসঙ্গে থাকতেন ৷ যতন পেশায় ছিলেন পরিযায়ী শ্রমিক ছিলেন ৷ তাঁর দুই ভাই ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন ৷ তাঁরা এখনও ভিনরাজ্যে কর্মসূত্রে রয়েছেন ৷ একমাত্র নন্দন মালদার গ্রামের বাড়িতে থাকতেন ৷

গত শনিবার যতন কাজ সেরে মুম্বই থেকে বাড়ি ফিরে আসেন ৷ তিনি অবিবাহিত ছিলেন ৷ বাড়ি ফেরার পর বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দেওয়ার পর রাতে ঘুমোতে চলে যান ৷ রবিবার সকালেই টাকাপয়সা নিয়ে ছোট ভাই নন্দনের সঙ্গে ঝামেলা বাধে তাঁর ৷ দিনভর সেই ঝামেলা চলতে থাকে বলে অভিযোগ ৷ তবে, সন্ধেয় সেসব মিটেও যায় ৷ যদিও, নন্দন তখনও দাদার বিরুদ্ধে আক্রোশে ফুটছিলেন ৷ রাতে মদ্যপান করে বাড়ি ফেরেন তিনি ৷

স্থানীয়রা জানাচ্ছেন, রবিবার খুব গরম পড়ায় রাতে যতন বাড়ির বাইরে গাছতলায় ঘুমিয়েছিলেন ৷ তা দেখে নন্দন ঘরে রাখা পেট্রল তাঁর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ৷ সেই সময় যতনের চিৎকারে পড়শিরা ছুটে আসেন ৷ আগুন নিভিয়ে তড়িঘড়ি তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যদিও, কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

এই খবর পেয়ে সোমবার উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের ওসমানপুর গ্রাম থেকে বাপের বাড়ি আসেন যতন কোলের দিদি জলি কর্মকার ৷ গোটা ঘটনা শুনে সোমবার সন্ধেয় তিনি মালদা থানায় ছোট ভাই নন্দনের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেই খবর পেয়ে এক পরিচিতের বাড়িতে গা-ঢাকা দেয় নন্দন ৷ পুলিশ সেই বাড়ি থেকে রাতে তাঁকে গ্রেফতার করে ৷

আদালতে যাওয়ার পথে নন্দন বলেন, "আমাদের মধ্যে টাকাপয়সা নিয়ে গণ্ডগোল হয়েছিল ৷ অনেকদিন ধরে আমাকে খুব জ্বালাচ্ছিল ৷ আমার কাছে সবসময় টাকাপয়সা চাইত ৷ রবিবার ও আমার কাছে টাকা চাইছিল ৷ আমি ওকে জানিয়ে দিই, এখন ওকে কোনও টাকা দেব না ৷ সময় পেলে দেব ৷ সন্ধের সময় কে বাড়িতে এসেছিল জানি না, ও আমার সঙ্গে ঝগড়া শুরু করে দেয় ৷ রাতে ও যখন ঘুমাচ্ছিল, আমি ওর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিই ৷ বাড়িতে গাড়ির জন্য পেট্রল এনে রাখা ছিল ৷"

নামপ্রকাশে অনিচ্ছুক মালদা জেলা পুলিশের এক আধিকারিক বলেন, "ধৃত নন্দন কোল পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন ৷ চারদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ তাঁকে জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ যতন কোলের মৃতদেহের ময়নাতদন্ত করানো হয়েছে ৷ তবে, তার রিপোর্ট এখনও পাওয়া যায়নি ৷ রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে ৷" উল্লেখ্য, নন্দন কোলকে তিনদিনের পুলিশ হেফাজত দিয়েছেন বিচারক ৷

মালদা, 20 মে: টাকাপয়সা নিয়ে ঝামেলার জেরে দাদাকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে ৷ ভয়াবহ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে ৷ দিদির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নন্দন কোলেকে (35) গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ ৷

চারদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করা হয় ৷ জানা গিয়েছে, ধৃতকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন মালদা জেলা আদালতের মুখ্য দায়রা বিচারক ৷

মালদায় ঘুমন্ত দাদাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার ভাই ৷ (ইটিভি ভারত)

নিহতের নাম যতন কোলে (54) ৷ বটতলা গ্রামে একই বাড়িতে তাঁদের চার ভাই একসঙ্গে থাকতেন ৷ যতন পেশায় ছিলেন পরিযায়ী শ্রমিক ছিলেন ৷ তাঁর দুই ভাই ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন ৷ তাঁরা এখনও ভিনরাজ্যে কর্মসূত্রে রয়েছেন ৷ একমাত্র নন্দন মালদার গ্রামের বাড়িতে থাকতেন ৷

গত শনিবার যতন কাজ সেরে মুম্বই থেকে বাড়ি ফিরে আসেন ৷ তিনি অবিবাহিত ছিলেন ৷ বাড়ি ফেরার পর বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দেওয়ার পর রাতে ঘুমোতে চলে যান ৷ রবিবার সকালেই টাকাপয়সা নিয়ে ছোট ভাই নন্দনের সঙ্গে ঝামেলা বাধে তাঁর ৷ দিনভর সেই ঝামেলা চলতে থাকে বলে অভিযোগ ৷ তবে, সন্ধেয় সেসব মিটেও যায় ৷ যদিও, নন্দন তখনও দাদার বিরুদ্ধে আক্রোশে ফুটছিলেন ৷ রাতে মদ্যপান করে বাড়ি ফেরেন তিনি ৷

স্থানীয়রা জানাচ্ছেন, রবিবার খুব গরম পড়ায় রাতে যতন বাড়ির বাইরে গাছতলায় ঘুমিয়েছিলেন ৷ তা দেখে নন্দন ঘরে রাখা পেট্রল তাঁর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ৷ সেই সময় যতনের চিৎকারে পড়শিরা ছুটে আসেন ৷ আগুন নিভিয়ে তড়িঘড়ি তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যদিও, কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

এই খবর পেয়ে সোমবার উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের ওসমানপুর গ্রাম থেকে বাপের বাড়ি আসেন যতন কোলের দিদি জলি কর্মকার ৷ গোটা ঘটনা শুনে সোমবার সন্ধেয় তিনি মালদা থানায় ছোট ভাই নন্দনের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেই খবর পেয়ে এক পরিচিতের বাড়িতে গা-ঢাকা দেয় নন্দন ৷ পুলিশ সেই বাড়ি থেকে রাতে তাঁকে গ্রেফতার করে ৷

আদালতে যাওয়ার পথে নন্দন বলেন, "আমাদের মধ্যে টাকাপয়সা নিয়ে গণ্ডগোল হয়েছিল ৷ অনেকদিন ধরে আমাকে খুব জ্বালাচ্ছিল ৷ আমার কাছে সবসময় টাকাপয়সা চাইত ৷ রবিবার ও আমার কাছে টাকা চাইছিল ৷ আমি ওকে জানিয়ে দিই, এখন ওকে কোনও টাকা দেব না ৷ সময় পেলে দেব ৷ সন্ধের সময় কে বাড়িতে এসেছিল জানি না, ও আমার সঙ্গে ঝগড়া শুরু করে দেয় ৷ রাতে ও যখন ঘুমাচ্ছিল, আমি ওর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিই ৷ বাড়িতে গাড়ির জন্য পেট্রল এনে রাখা ছিল ৷"

নামপ্রকাশে অনিচ্ছুক মালদা জেলা পুলিশের এক আধিকারিক বলেন, "ধৃত নন্দন কোল পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন ৷ চারদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ তাঁকে জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ যতন কোলের মৃতদেহের ময়নাতদন্ত করানো হয়েছে ৷ তবে, তার রিপোর্ট এখনও পাওয়া যায়নি ৷ রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে ৷" উল্লেখ্য, নন্দন কোলকে তিনদিনের পুলিশ হেফাজত দিয়েছেন বিচারক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.