ETV Bharat / state

আগামিকাল থেকে ভোট প্রচারে মমতা, উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন 3 এপ্রিল - Lok Sabha Election 2024

Mamata Banerjee's Election Campaign: আগামীকাল থেকেই ভোটের প্রচারে আসরে নেমে পড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে প্রচার শুরু হওয়ার কথা ৷ তাই তিনি ৩ এপ্রিল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন । উত্তরবঙ্গ সফর শেষ করে তারপর জঙ্গলমহলে যাওয়ার কথা তৃণমূল সুপ্রিমোর ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 4:26 PM IST

Updated : Mar 31, 2024, 1:09 PM IST

Mamata Banerjee
গামীকাল থেকেই ভোটের প্রচারে আসরে নেমে পড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, 30 মার্চ: রবিবার থেকে ভোটের প্রচারে আসরে নেমে পড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তার নির্বাচনী প্রচার শুরু হলেও প্রথম দফার প্রচারে এর পরেই তিনি সরাসরি চলে যাবেন উত্তরবঙ্গে । আগামী 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে প্রচার শুরু হওয়ার কথা ৷ তাই তিনি 3 এপ্রিল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন । উত্তরবঙ্গ সফর শেষ করে তারপর জঙ্গলমহলে যাওয়ার কথা তৃণমূল সুপ্রিমোর ।

গত 14 মার্চ সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের দিন গুরুতর আহত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর থেকেই গৃহবন্দী ছিলেন তিনি ৷ তাঁর শূন্যস্থান পূরণে ভোট প্রচারের দায়িত্ব সামলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । দিনকয়েকের বিশ্রামের পর এবার আসরে নামছেন দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাঁর প্রচার সূচি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে না-জানানো হলেও যতদূর জানা যাচ্ছে আগামী 4 এপ্রিল থেকে এক সপ্তাহব্যাপী নিয়মিত দু'টি করে জনসভা করবেন মুখ্যমন্ত্রী । তৃণমূলের দলীয় সূত্রে খবর, প্রথম দফায় যেহেতু কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি-এই তিন আসনের ভোট রয়েছে । কাজেই এই তিনটি লোকসভা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে বিশেষ গুরুত্ব রয়েছে।

তৃণমূল সূত্র থেকে যে সূচি পাওয়া যাচ্ছে তাতে 3 এপ্রিল উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 মার্চ তাঁর সভার রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এরপর 5 তারিখ তাঁর জলপাইগুড়িতে সভা করার কথা রয়েছে । 6 এপ্রিল তিনি সভা করবেন রায়গঞ্জ এবং বালুরঘাটে 7 এপ্রিল তাঁর সভা করার কথা রয়েছে ৷ পুরুলিয়া এবং বাঁকুড়ায় 8 এপ্রিল সভা করার কথা । 4 এপ্রিলের সভার পর কলকাতায় ফিরে আসবেন সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে উত্তরবঙ্গে তাঁর প্রচার এখানেই শেষ হয়ে যাচ্ছে না । যতদূর জানা যাচ্ছে, ভোটের আগেই উত্তরবঙ্গে আরও এক দফা প্রচারে যাবেন মমতা । তবে এখনই সেই সূচি স্পষ্ট করে জানানো হয়নি। সূত্রের খবর, এবার ভোট প্রচারে প্রত্যেক লোকসভায় আগের বারের তুলনায় কম করে জনসভা করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো । সেই লক্ষ্য নিয়ে প্রচার শুরু হতে চলেছে আগামিকাল থেকেই ।

আরও পড়ুন:

  1. প্রচারে হাতিয়ার লোকসঙ্গীত, মমতাকে অন্ধ রতন কানহার সঙ্গে তুলনা বিজেপি প্রার্থীর
  2. 'প্রার্থী করতে পারছি না, দলের হয়ে খাটতে হবে', বরানগরের অঞ্জনকে ফোনে বার্তা মমতার
  3. কপালে প্লাস্টার নিয়েও বজায় পরম্পরা, উত্তর ও দক্ষিণ কলকাতার প্রার্থীকে নিয়ে ইফতারে মুখ্যমন্ত্রী

কলকাতা, 30 মার্চ: রবিবার থেকে ভোটের প্রচারে আসরে নেমে পড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তার নির্বাচনী প্রচার শুরু হলেও প্রথম দফার প্রচারে এর পরেই তিনি সরাসরি চলে যাবেন উত্তরবঙ্গে । আগামী 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে প্রচার শুরু হওয়ার কথা ৷ তাই তিনি 3 এপ্রিল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন । উত্তরবঙ্গ সফর শেষ করে তারপর জঙ্গলমহলে যাওয়ার কথা তৃণমূল সুপ্রিমোর ।

গত 14 মার্চ সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের দিন গুরুতর আহত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর থেকেই গৃহবন্দী ছিলেন তিনি ৷ তাঁর শূন্যস্থান পূরণে ভোট প্রচারের দায়িত্ব সামলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । দিনকয়েকের বিশ্রামের পর এবার আসরে নামছেন দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাঁর প্রচার সূচি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে না-জানানো হলেও যতদূর জানা যাচ্ছে আগামী 4 এপ্রিল থেকে এক সপ্তাহব্যাপী নিয়মিত দু'টি করে জনসভা করবেন মুখ্যমন্ত্রী । তৃণমূলের দলীয় সূত্রে খবর, প্রথম দফায় যেহেতু কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি-এই তিন আসনের ভোট রয়েছে । কাজেই এই তিনটি লোকসভা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে বিশেষ গুরুত্ব রয়েছে।

তৃণমূল সূত্র থেকে যে সূচি পাওয়া যাচ্ছে তাতে 3 এপ্রিল উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 মার্চ তাঁর সভার রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এরপর 5 তারিখ তাঁর জলপাইগুড়িতে সভা করার কথা রয়েছে । 6 এপ্রিল তিনি সভা করবেন রায়গঞ্জ এবং বালুরঘাটে 7 এপ্রিল তাঁর সভা করার কথা রয়েছে ৷ পুরুলিয়া এবং বাঁকুড়ায় 8 এপ্রিল সভা করার কথা । 4 এপ্রিলের সভার পর কলকাতায় ফিরে আসবেন সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে উত্তরবঙ্গে তাঁর প্রচার এখানেই শেষ হয়ে যাচ্ছে না । যতদূর জানা যাচ্ছে, ভোটের আগেই উত্তরবঙ্গে আরও এক দফা প্রচারে যাবেন মমতা । তবে এখনই সেই সূচি স্পষ্ট করে জানানো হয়নি। সূত্রের খবর, এবার ভোট প্রচারে প্রত্যেক লোকসভায় আগের বারের তুলনায় কম করে জনসভা করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো । সেই লক্ষ্য নিয়ে প্রচার শুরু হতে চলেছে আগামিকাল থেকেই ।

আরও পড়ুন:

  1. প্রচারে হাতিয়ার লোকসঙ্গীত, মমতাকে অন্ধ রতন কানহার সঙ্গে তুলনা বিজেপি প্রার্থীর
  2. 'প্রার্থী করতে পারছি না, দলের হয়ে খাটতে হবে', বরানগরের অঞ্জনকে ফোনে বার্তা মমতার
  3. কপালে প্লাস্টার নিয়েও বজায় পরম্পরা, উত্তর ও দক্ষিণ কলকাতার প্রার্থীকে নিয়ে ইফতারে মুখ্যমন্ত্রী
Last Updated : Mar 31, 2024, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.