কলকাতা, 30 মার্চ: রবিবার থেকে ভোটের প্রচারে আসরে নেমে পড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তার নির্বাচনী প্রচার শুরু হলেও প্রথম দফার প্রচারে এর পরেই তিনি সরাসরি চলে যাবেন উত্তরবঙ্গে । আগামী 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে প্রচার শুরু হওয়ার কথা ৷ তাই তিনি 3 এপ্রিল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন । উত্তরবঙ্গ সফর শেষ করে তারপর জঙ্গলমহলে যাওয়ার কথা তৃণমূল সুপ্রিমোর ।
গত 14 মার্চ সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের দিন গুরুতর আহত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর থেকেই গৃহবন্দী ছিলেন তিনি ৷ তাঁর শূন্যস্থান পূরণে ভোট প্রচারের দায়িত্ব সামলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । দিনকয়েকের বিশ্রামের পর এবার আসরে নামছেন দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাঁর প্রচার সূচি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে না-জানানো হলেও যতদূর জানা যাচ্ছে আগামী 4 এপ্রিল থেকে এক সপ্তাহব্যাপী নিয়মিত দু'টি করে জনসভা করবেন মুখ্যমন্ত্রী । তৃণমূলের দলীয় সূত্রে খবর, প্রথম দফায় যেহেতু কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি-এই তিন আসনের ভোট রয়েছে । কাজেই এই তিনটি লোকসভা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে বিশেষ গুরুত্ব রয়েছে।
তৃণমূল সূত্র থেকে যে সূচি পাওয়া যাচ্ছে তাতে 3 এপ্রিল উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 মার্চ তাঁর সভার রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এরপর 5 তারিখ তাঁর জলপাইগুড়িতে সভা করার কথা রয়েছে । 6 এপ্রিল তিনি সভা করবেন রায়গঞ্জ এবং বালুরঘাটে 7 এপ্রিল তাঁর সভা করার কথা রয়েছে ৷ পুরুলিয়া এবং বাঁকুড়ায় 8 এপ্রিল সভা করার কথা । 4 এপ্রিলের সভার পর কলকাতায় ফিরে আসবেন সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে উত্তরবঙ্গে তাঁর প্রচার এখানেই শেষ হয়ে যাচ্ছে না । যতদূর জানা যাচ্ছে, ভোটের আগেই উত্তরবঙ্গে আরও এক দফা প্রচারে যাবেন মমতা । তবে এখনই সেই সূচি স্পষ্ট করে জানানো হয়নি। সূত্রের খবর, এবার ভোট প্রচারে প্রত্যেক লোকসভায় আগের বারের তুলনায় কম করে জনসভা করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো । সেই লক্ষ্য নিয়ে প্রচার শুরু হতে চলেছে আগামিকাল থেকেই ।
আরও পড়ুন: