ETV Bharat / state

সন্দেশখালিকাণ্ডের পর উত্তর 24 পরগনা সফরে মমতা, 12 মার্চ হাবড়ায় প্রশাসনিক সভা

Chief Minister Mamata Banerjee: উত্তর 24 পরগনায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 12 মার্চ হাবড়ায় প্রশাসনিক সভা করবেন তিনি ৷ সন্দেশখালিকাণ্ডের পর প্রথম উত্তর 24 পরগনা সফর তাঁর ৷ কী বার্তা দেন সেদিকে নজর থাকবে সকলের ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 11:03 AM IST

Chief Minister Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 9 মার্চ: সন্দেশখালিকাণ্ডের পর বারবার প্রশ্ন উঠেছে কেন সেখানে পা রাখেননি রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ লোকসভা নির্বাচনের আগে উত্তর 24 পরগনা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 12 মার্চ তিনি হাবড়ায় প্রশাসনিক সভা করবেন বলে জানা গিয়েছে । হাবড়ায় পরিষেবা প্রদান থেকে সভা, দুই-ই করার কথা রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের ৷ তাই একাধিক কারণে মুখ্যমন্ত্রীর উত্তর 24 পরগনা সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল ।

রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার বিধায়ক ৷ তিনি গ্রেফতার হওয়ার পর শেষবার উত্তর 24 পরগনা জেলার চাকলায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । লোকনাথ ধামে সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় সভায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । মন্ত্রিত্ব থেকে সরানো হলেও এখনও হাবড়ার বিধায়ক রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক । তাঁর গড়ে এবার সভা করতে চলেছেন তৃণমূল নেত্রী ৷ বিধায়ক জেলবন্দি হওয়ায় তাঁর নির্বাচনী ক্ষেত্রে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে পারে তৃণমূল কংগ্রেস বলে মনে করছে বিরোধীরা ৷ তা আঁচ করেই মমতার এই সভা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

লোকসভা নির্বাচনে অন্যতম মতুয়াগড় বলে পরিচিত গাইঘাটা ঠাকুরনগর ৷ হাবড়া থেকে অনতিদূরেই অবস্থিত ওই স্থান । এছাড়া সন্দেশখালিতে উত্তেজনা ছড়ানোর পর এই প্রথম সেই জেলায় পা রাখছেন মুখ্যমন্ত্রী ৷ ফলে জেলায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে সকলের । সন্দেশখালিকাণ্ডের পর উত্তর 24 পরগনাতে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই সভা থেকে সন্দেশখালি ও নারী নির্যাতন নিয়ে শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি । এবার সেই উত্তর 24 পরগনাতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি কী নিয়ে সরব হন, এখন তাই দেখার ৷

আরও পড়ুন:

  1. মমতার মঞ্চে দাঁড়িয়ে সন্দেশখালির মহিলারা জানালেন, 'যা সমস্যা ছিল বেশিরভাগটাই মিটে গিয়েছে'
  2. 'সন্দেশখালির ঝড় তৃণমূলকে উড়িয়ে নিয়ে যাবে বাংলা থেকে', বারাসতে হুঙ্কার মোদির
  3. 'পিন্টুবাবু কো গুস্সা কিউ আতা হে', মোদিকে নতুন নাম দিলেন মমতা!

কলকাতা, 9 মার্চ: সন্দেশখালিকাণ্ডের পর বারবার প্রশ্ন উঠেছে কেন সেখানে পা রাখেননি রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ লোকসভা নির্বাচনের আগে উত্তর 24 পরগনা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 12 মার্চ তিনি হাবড়ায় প্রশাসনিক সভা করবেন বলে জানা গিয়েছে । হাবড়ায় পরিষেবা প্রদান থেকে সভা, দুই-ই করার কথা রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের ৷ তাই একাধিক কারণে মুখ্যমন্ত্রীর উত্তর 24 পরগনা সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল ।

রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার বিধায়ক ৷ তিনি গ্রেফতার হওয়ার পর শেষবার উত্তর 24 পরগনা জেলার চাকলায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । লোকনাথ ধামে সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় সভায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । মন্ত্রিত্ব থেকে সরানো হলেও এখনও হাবড়ার বিধায়ক রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক । তাঁর গড়ে এবার সভা করতে চলেছেন তৃণমূল নেত্রী ৷ বিধায়ক জেলবন্দি হওয়ায় তাঁর নির্বাচনী ক্ষেত্রে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে পারে তৃণমূল কংগ্রেস বলে মনে করছে বিরোধীরা ৷ তা আঁচ করেই মমতার এই সভা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

লোকসভা নির্বাচনে অন্যতম মতুয়াগড় বলে পরিচিত গাইঘাটা ঠাকুরনগর ৷ হাবড়া থেকে অনতিদূরেই অবস্থিত ওই স্থান । এছাড়া সন্দেশখালিতে উত্তেজনা ছড়ানোর পর এই প্রথম সেই জেলায় পা রাখছেন মুখ্যমন্ত্রী ৷ ফলে জেলায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে সকলের । সন্দেশখালিকাণ্ডের পর উত্তর 24 পরগনাতে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই সভা থেকে সন্দেশখালি ও নারী নির্যাতন নিয়ে শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি । এবার সেই উত্তর 24 পরগনাতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি কী নিয়ে সরব হন, এখন তাই দেখার ৷

আরও পড়ুন:

  1. মমতার মঞ্চে দাঁড়িয়ে সন্দেশখালির মহিলারা জানালেন, 'যা সমস্যা ছিল বেশিরভাগটাই মিটে গিয়েছে'
  2. 'সন্দেশখালির ঝড় তৃণমূলকে উড়িয়ে নিয়ে যাবে বাংলা থেকে', বারাসতে হুঙ্কার মোদির
  3. 'পিন্টুবাবু কো গুস্সা কিউ আতা হে', মোদিকে নতুন নাম দিলেন মমতা!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.